BBS-969-RSS জোটের মাঝখানে ছোট্ট অসাম্প্রদায়িক বাংলাদেশ টিকে থাকবে কতদিন??
ছবির ডানপাশে একটি শ্রীলংকান দৈনিক পত্রিকা দেখুন-
BBS-969-RSS জোটের কথা বলা হচ্ছে ।
বিবিএস হচ্ছে শ্রীলংকার উগ্র বৌদ্ধদের সংগঠন ‘বধু বালা সেনা’র সংক্ষিপ্ত রূপ। যাদের কাজ হচ্ছে, শ্রীলংকাকে মুসলিমমুক্ত করা।
৯৬৯ হচ্ছে মায়ানমারে উগ্র বৌদ্ধদের সংগঠন, যার নেতা বৌদ্ধ সন্ত্রাসী আশ্বিন উইরাথু । এদের আইডলজিও মায়ানমারকে মুসলিমমুক্ত করা।
সবার শেষে আরএসএস হচ্ছে ভারতের সকল হিন্দুত্ববাদী সংগঠনের মূল, যাদেরও আইডলজি মুসলিমমুক্ত অখণ্ড ভারত প্রতিষ্ঠা।
এই তিনটি সংগঠন-ই কিন্তু বর্তমানে জোটবদ্ধভাবে কাজ করছে। (http://bit.ly/2hzADHG)
ছবির বামপাশে ম্যাপের দিকে তাকান-
BBS-969-RSS জোটের মাঝে ছোট্ট অসাম্প্রদায়িক বাংলাদেশ। বিষয়টা দেখতে সুন্দর দেখা গেলেও কতটুকু ভয়ঙ্কর একবার ভেবেছেন ?
৯৬৯ কিন্তু একটি মাত্র সংগঠন নয়, পুরো মায়ানমারের বৌদ্ধ জনগণ, দেশটির সরকার ও আর্মি একই মতাদর্শে বিশ্বাসী হয়ে গেছে।
আরএসএসও কিন্তু শুধু ভারতের একটি মাত্র সংগঠন নয়, ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণ, দেশটির সরকার, আর্মি ঐ আরএসএস মতবাদে বিশ্বাসী।
শ্রীলংকাও কিন্তু বিবিএস (বধু বালা সেনা) এর মতাদর্শের দিকে ঝুকছে। ইতিমধ্যে অনেক এলাকায় মুসলিমমুক্ত করার জন্য মিছিলও শুরু হয়ে গেছে। (http://bit.ly/2k3OEOP)
চতুর্পাশে যখন মুসলিমমুক্ত করার ঘোষণা, তখন অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আপনি কতক্ষণ বেচে থাকবেন ?
কিছুদিন আগে, বাংলাদেশ থেকে ইউরোপে অ্যাসাইলাম নেওয়া এক নাস্তিক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলো, যার সারমর্মটা ছিলো এরকম-
ইউরোপীয়রা খুব এন্টি ইসলামীক। সে নাস্তিক হলেও তার মুসলিম নামের জন্য তাকে প্রায় হেনস্থা হতে হয়। এজন্য সে খুব সাবধানে থাকে।
এর দ্বারা বোঝা যায়, আজকে যারা বাংলাদেশে অসাম্প্রদায়িক সেজে আছে, তাতে লাভ নেই। আরএসএস-বিবিএস ও ৯৬৯ এর কাছে তারা কিন্তু মুসলিম এবং তাকে ধ্বংস করাই তাদের ব্রত।
বিষয়গুলো নিয়ে দেশবাসী ভাবুন। আজকে যেটা মায়নমারে হচ্ছে, কালকে সেটা ভারতে হবে, পরশু শুরু হবে শ্রীলংকায়। আপনি হয়ত ভাবছেন, ওদের দেশে হলে হোক, আমার তাতে কি ? আমি ভালো থাকলেই হলো ?
কিন্তু না, BBS-969-RSS এমন এক জোট, যাদের মূল টার্গেট পুরো এলাকাকে মুসলিমমুক্ত করা। ফলে ২ বছর পর হোক, আর ৫ বছর পর হোক আপনি আক্রান্ত হবেনই হবেন।
আমি হলফ করে বলতে পারি, আপনি তাদের বিরুদ্ধে যতই অসাম্প্রদায়িকতা দেখান লাভ হবে না। ভারতকে শেখ হাসিনা কতকিছু দিয়েছে, তাতে লাভ হয়েছে ? রোহিঙ্গা ইস্যুতে মোদি বাংলাদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মায়ানমারকে সাপোর্ট করেছে। কারণ ওদের দুই দলের আইডলজি সেইম। তারা নিজেদের মূলনীতির বিরুদ্ধে কখনই যেতে পারে না। তাদের উভয়ের মূলনীতি মুসলিমনিধন, মায়ানমার মেরেছে, তাদের মোদি সাপোর্ট দেবে, এটাই তো স্বাভাবিক।
আপনি হয়ত অসাম্প্রদায়িক সেজে গুড বয় হয়ে থাকবেন । তবে সেখানে লাভ হবে না। ওরাই বানোয়াট ঘটনা ঘটিয়ে আপনাকে জঙ্গী দাবি করে তারপর নিধন করবে। তাদের আইডলজি হলো মুসলিম নিধন, সেটা যে অজুহাতেই হোক। প্রয়োজনে বাঘ-হরিণের গল্পের মত বলবে- “তুই পানি ঘোলা করিসনি তো কি হয়েছে, তোর বাপ-দাদা তো ঘোলা করেছিলো ? তোকে আমি খাবোই।”
আমি আবার বলছি-
BBS-969-RSS কিন্তু সংগঠনের জোট নয়, এটা বাংলাদেশের চারদিকে ঘিরে থাকা দেশগুলোর জনগণ, সরকার ও সেনাবাহিনীর সমন্বিত জোট। এদের মোকাবেলায় যারা কথিত অসাম্প্রদায়িকতার কথা বলবে, তারা মীর জাফর। তারা বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে পালিয়ে যাবে। এই আগাম বিপদ মোকাবেলায় বাংলাদেশের সকল জনগণ, সরকার ও সামারিক বাহিনী কি করবে তার সিদ্ধান্ত এখনই নিতে হবে।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments