Header Ads

ad728
  • Breaking News

    আপনারা যারা মনে করেন আমার লেখাগুলো জরুরী, প্রচার হওয়া দরকার, তাহলে আপনার দায়িত্বটা কি ?


    অনেকেই মেসেজ দিয়ে বলে-
    “দাদা আপনার জন্য মন থেকে অনেক দোয়া আসে। আপনার জন্য কিছু করতে ইচ্ছা করে। “
    আমি এদের উদ্দেশ্য বলি-
    আসলে আমার জন্য কিছু করার দরকার নাই। আমার লেখাগুলো বেশি করে ছড়িয়ে দিন।
    মুসলমানদের কোন মিডিয়া নাই। ইহুদীবাদী মিডিয়া যা বলে মুসলমানদের মন-মস্তিষ্কে তাই প্রবেশ করে।
    এখন মুসলমানদের জন্য পৃথক ও শক্তিশালী মিডিয়া দরকার।
    ফেববুক অবশ্যই একটি শক্তিশালী মিডিয়া, কিন্তু আমার মত লোকদের জন্য বিষয়টি খুব কষ্টের। এই পর্যন্ত আমার পেইজ নষ্ট হয়েছে ৭টি, নয়ন-৫ আমার ৮ম পেইজ। প্রত্যেকটা পেইজ শূণ্য থেকে দাড় করাতে হয়।
    আমি জানি, অনেকে হয়ত বুঝতে পারছেন এ লেখাগুলো খুব জরুরী, খুব প্রচার হওয়া দরকার।
    তাহলে আপনার দায়িত্বটা কি ?
    ১) আপনি লেখাটি লাইক দিয়ে শেয়ার করেন,
    ২) লেখাটি কপি করে নিজের টাইমলাইনে পোস্ট করেন (কার্টেসির দরকার নাই), বিভিন্ন বড় বড় পেইজের কমেন্টে পেস্ট করেন।
    ৩) আপনার পরিচিত মহলে বিষয়গুলো নিয়ে আলোচনা করুন, থিউরীগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন।
    ৪) সবাইকে ইনভাইট করুণ, নয়ন-৫ পেইজে লাইক দিতে। নিজ ওয়ালে প্রমোট দিন। পরিচিতজনের কাছে গিয়ে মৌখিকভাবে বলুন লাইক দিতে। প্রয়োজনে পেইজটি গুরুত্ব তুলে ধরুন।
    বহুদিন ধরে আমার পেইজের লাইক ৪০ এর ঘরে আছে। যদি এর মধ্যে এক-চতুর্থাংশ মানে ১০ হাজার পাঠক কমপক্ষে ১০ জনকে পেইজে লাইক দিতে বলে, তবে মোট লাইক সংখ্যা আরো ১ লক্ষ বৃদ্ধি পায়। কিন্তু দুঃখজনক সেটা হচ্ছে না।
    আমি সব সময় বলি, আমার পেইজের ৮০% শক্তি আমার পাঠকের। পাঠকের প্রানবন্ত উপস্থিতি আমার পেইজকে অধিক গুরুত্বপূর্ণ করে তোলে। এখন সেই পাঠক সমাজকে বলবো- আপনারাই আপনাদের প্রচেষ্টায় সেই শক্তি আরো বৃদ্ধি করে তুলুন। সবাই এক যোগে কাজ করলে সাফল্য পেতে সময় লাগবে না।

    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)

    1 comment:

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728