নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগের নেতা-কর্মীরা হিন্দুদের সন্তুষ্ট করাতে মণ্ডপগুলোতে নাচানাচি করছে !
পূজা মণ্ডপে ঘণ্টি বাজিয়ে নাচতেছে আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। কাজী জাফরউল্লাহ নামটা দেখলে তো মুসলমান বলে মনে হয়। নামের আগে পদবী ‘কাজী’। ‘কাজী’ বংশটা বলে দেয় জাফরউল্লাহ পূর্বপুরুষ মুসলমানদের মধ্যে এক সময় সম্ভ্রান্ত ছিলো, ধার্মীক ছিলো, বিচার-আচার করতো। কিন্তু সেই কাজীর বংশধর এখন পূজা মণ্ডপে গিয়ে নমঃশূদ্রের মত ঘণ্টি বাজাচ্ছে, দেখতেই আশ্চর্য লাগে।
আসছে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের নেতা-কর্মীরা হিন্দুদের সন্তুষ্ট করার জন্য এমন কিছু নেই যা করতেছে না। মণ্ডপগুলোতে ঘুড়লে তার বাস্তব চিত্র দেখা যায়। কিন্তু আওয়ামলীগের জন্য দুঃসংবাদ, হিন্দুরা আর আওয়ামী প্যানেলে নেই বেড়িয়ে গেছে। হিন্দুদের বর্তমান পলিটিকালি অবস্থান আওয়ামীলীগের চরম বিরুদ্ধে। তাই মণ্ডপে গিয়ে যতই নাচানাচি-লাফালফি করো, কোন লাভ নাই।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments