Header Ads

ad728
  • Breaking News

    ঢাকায় রাস্তা বন্ধ করে পূজা : তীব্র যানজট

    নগরী ঢাকার ফার্মগেটের খামারবাড়ি এলাকায় রাস্তা বন্ধ করে পূজা করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, খামারবাড়ি পূজা মণ্ডপের কারণে ফার্মগেট থেকে সংসদ ভবনে বের হওয়ার রোড বন্ধ করে দেয়া মন্দির কর্তৃপক্ষ। এতে একটি রাস্তা দিয়ে যান চলাচল করায় তীব্র যানজট সৃষ্টি হয়।
    উল্লেখ্য এবার ঢাকা শহরে ২৩১টি পূজা মণ্ডপের অনুমতি দিয়েছে সরকার, যার অধিকাংশ জনবহুল এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে করা হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন।
    আরো উল্লেখ্য যানজটের ধোয়া তুলে সরকার গত কয়েক বছর যাবত মুসলমানদের কোরবানীর হাটের সংখ্যা হ্রাস করেছে এবং হাটগুলো শহর থেকে দূরে ঠেলে দিয়েছে। এ বছর কোরবানীর হাটের সংখ্যা ছিলো মাত্র ২২টি। শহর থেকে বাইরে হওয়ায় মুসলমানদের কোরবানীর পশু কিনতে ভয়াবহ কষ্ট পোহাতে হয়।








    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728