রাস্তা বন্ধ পূজা করায় সরকারি ছুটির দিনেও সৃষ্টি হয়েছে দুঃসহ যানজট
রাস্তা বন্ধ করে খামারবাড়ি পূজা মণ্ডপের ছবি দিতেই ঢাকা শহরে আরো অনেক এলাকায় একই সমস্যা হচ্ছে বলে জানিয়েছে পাঠকরা। তারা বলছে অধিকাংশ পূজা মণ্ডপই মন্দির থেকে বাইরে এসে রাস্তা বন্ধ করে করা হয়েছে। ছবি এসেছে ঢাকাস্থ কলাবাগান, ধানমন্ডি, ঢাকেশ্বরী, মুহাম্মদপুর এলাকা থেকে। প্রত্যেকেই জানিয়েছে, রাস্তা বন্ধ পূজা করায় সরকারি ছুটির দিনেও সৃষ্টি হয়েছে দুঃসহ যানজট। কিন্তু বিষ্ময়কর ভাবে কোন মিডিয়া এটা নিয়ে নিউজ করছে না।
অথচ
১) কোরবানী ঈদের সময় রাস্তায় কোরবানী করা যাবে না,
২) নির্দ্দিষ্ট স্পটে কোরবানী করতে হবে, রাস্তায় করা যাবে না।
৩) ছোট বাচ্চাদের পশু জবাইয়ের স্থানে রাখা যাবে না (দূর্গা মানুষ হত্যা করছে এটা কি ভয়ঙ্কর দৃশ্য নয়? মণ্ডপে ১৮+ মূর্তি আছে সেগুলোর কি হবে ? ),
৪) কোরবানীর কারণে পরিবেশ দূষণ হয় (৩০ হাজার মণ্ডপের ৩ লক্ষ মূর্তি পানিতে ডুবালে পরিবেশ দূষণ হয় না ?)
৫) কোরবানীর হাটের কারণে রাস্তা বন্ধ হচ্ছে । এতগুলো কোরবানীর হাট কেন ? শহরের ভেতরে কোরবানীর হাট কেন ?
১) কোরবানী ঈদের সময় রাস্তায় কোরবানী করা যাবে না,
২) নির্দ্দিষ্ট স্পটে কোরবানী করতে হবে, রাস্তায় করা যাবে না।
৩) ছোট বাচ্চাদের পশু জবাইয়ের স্থানে রাখা যাবে না (দূর্গা মানুষ হত্যা করছে এটা কি ভয়ঙ্কর দৃশ্য নয়? মণ্ডপে ১৮+ মূর্তি আছে সেগুলোর কি হবে ? ),
৪) কোরবানীর কারণে পরিবেশ দূষণ হয় (৩০ হাজার মণ্ডপের ৩ লক্ষ মূর্তি পানিতে ডুবালে পরিবেশ দূষণ হয় না ?)
৫) কোরবানীর হাটের কারণে রাস্তা বন্ধ হচ্ছে । এতগুলো কোরবানীর হাট কেন ? শহরের ভেতরে কোরবানীর হাট কেন ?
এসব নিয়ে একের পর এক নিউজ করেছে বাংলাদেশের মিডিয়া। সরকার-প্রশাসনের থেকেও এসেছে একাধিক কোরবানী বিরুদ্ধ বিবৃতি। কিন্তু পূজার সময় সবাই চুপ, কোন কথাই যেন বের হচ্ছে না তাদের মুখ দিয়ে।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments