Header Ads

ad728
  • Breaking News

    ভারত চাইছে বাংলাদেশের মানুষের রোহিঙ্গা বিরোধী একটি সেন্টিমেন্ট তৈরী হোক



    বাংলাদেশে দুটি জিনিস বাইরে থেকে বেশ কৌশল করে করা হচ্ছে-
    ১) মায়ানমারের সামরিক শক্তি ফুলিয়ে ফাপিয়ে প্রচার করে বাংলাদেশকে ভয় দেখানো।
    ২) রোহিঙ্গা শরনার্থীদের বাজেভাবে উপস্থান করে বাংলাদেশীদের দ্বারা রোহিঙ্গা নির্যাতন করা।
    ১)
    আজকে নইম নিজামের বাংলাদেশ প্রতিদিন পেইজ জুড়ে মায়ানমার সামরিক বাহিনীর বিজ্ঞাপন ছেপেছে। যারা এটা প্রতিবেদন ভেবে ভুল করছেন, তাদের বলছি, নইমের বাংলাদেশ প্রতিদিন কখন বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে এভাবে পেইজ ভরে রিপোর্ট করেছে বলে মনে হয় না। পেইজে মায়ানমারের সামরিক শক্তির খবর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, এক পেইজ জুড়েই চূক্তি হয়েছিলো সম্পাদকের সাথে। হয়ত ভাবতে পারেন, এতে উদ্দেশ্য কি ?
    স্পষ্ট উদ্দেশ্য- বাংলাদেশকে ভয় দেখানো। বাংলাদেশ মায়ানমারকে আক্রমণ করতে পারে অথবা রোহিঙ্গাদের অস্ত্র দিতে পারে, এই আশঙ্কায় তারা বাংলাদেশকে ভয় দেখাচ্ছে। এবং দুঃখের সাথে বলতে হচ্ছে, বাংলাদেশের কিছু দৈনিক পত্রিকা ও নিউজ পোর্টাল সামান্য কিছু টাকার জন্য বিদেশীর সাথে হাত মিলিয়েছে। এই টাকা মায়ানমার অথবা ভারত উভয়ই দিতে পারে।

    (২)
    মিডিয়ায় রোহিঙ্গা বিরোধী খবর আসছে। খবরগুলো দেখেই বোঝা যাচ্ছে, অথযাই চুলকানি সৃষ্টির জন্য।
    ক) একটি বেসরকারি টিভি খবর করেছে রোহিঙ্গা বাচাতে গিয়ে পাহাড় মারা যাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। (http://bit.ly/2xgdnUx)
    খ) আরেকটি মিডিয়া =ব্যক্তিগত বিদ্বেষকে পুরো রোহিঙ্গাদের উপর দোষ দিয়ে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। (http://bit.ly/2y9CIxk)
    গ) ৪ লক্ষ রোহিঙ্গার মধ্যে ১ জন এইডস রোগী পাওয়া যাওয়ায় পুরো দেশে রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে একটি মিডিয়া (http://bit.ly/2ykDx7m)
    ঘ) ৭০ হাজার রোহিঙ্গা নারী নাকি গর্ভবতী বা স্তন্যদায়ী। এই তথ্যে সূত্র হচ্ছে তথ্যমন্ত্রী ইনু। ইনু এই তথ্য কোথা থেকে পেলো সেটার হিসাব নাই। কিন্তু উল্লেখ করে রোহিঙ্গা বিরোধী অপপ্রচার করা হচ্ছে।
    (http://bit.ly/2jC0PlL)
    রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে শিক্ষার আলো পায় না, দরিদ্র এ গোষ্ঠী নাগরিকত্ব বঞ্চিত ৩৫ বছর। । তারা অস্ত্রের মুখে জীবন নিয়ে পালিয়ে এসেছে। ফেলে রেখে এসেছে আত্মীয়-স্বজনের লাশ। স্বাভাবিকভাবে তাদের আচরণ আর আমাদের শান্ত পরিবেশে বসবাসকারীদের আচরণ এক হবে না। তাদের আচরণগুলো দেখলে আমাদের কাছে অস্বাভাবিক লাগবে। কিন্তু সেগুলো পূজি করে উগ্রবাদী সাম্প্রদায়িক উস্কানির কারণটা কি ?
    আমার মনে হয়েছে, সম্ভবত ভারত চাইছে বাংলাদেশের মানুষের রোহিঙ্গা বিরোধী একটি সেন্টিমেন্ট তৈরী হোক। ইউরোপীয়রা প্রথমে সিরিয়ানকে যায়গা দিলেও পরে তারাই সিরিয়ানদের পিটিয়েছিলো। একই কায়দায় রোহিঙ্গাদের উপর বাংলাদেশীদের ক্ষেপিয়ে তুলতে। আবার রোহিঙ্গারা মার খেলে প্রতিশোধ প্রবন হয়ে উঠবে, তখন বাংলাদেশের জন্য ক্ষতি হবে। আমার স্পষ্ট মনে হয়েছে, উপর থেকে ভারত কাজ করছে। সেখান থেকে প্রথমে দায়িত্ব নিয়েছিলো বাংলাদেশের হিন্দু আইডিগুলো। তারা রোহিঙ্গা বিরোধী অপপ্রচার প্রথমে শুরু করেছিলো। পরে বাংলাদেশের কয়েকটি মিডিয়া, আওয়ামীলীগের লোকজন এবং বাম ও নাস্তিকপন্থীরা (যেমন: চটি পিয়াল) একযোগে বাংলাদেশীদের রোহিঙ্গাদের বিরুদ্ধে ক্ষেপাতে থাকে। পুরোটা কার্যক্রম স্পষ্ট বাইরে থেকে পরিচালিত হচ্ছে, এতে সন্দেহ নাই।
    রোহিঙ্গা নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে, জনগণ ১০০% সচেতন থাকুন।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728