Header Ads

ad728
  • Breaking News

    বিটি বেগুন বা জিএমও ফুড দিয়ে বাংলাদেশের কৃষি সেক্টর ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে


    বন্যার পর কৃষি প্রণোদনার নামে সরকারীভাবে ছড়িয়ে দেয়া হচ্ছে বিটি বেগুন, বাংলাদেশের কৃষিখাতে ভবিষ্যত কি ?

    বন্যার পর সরকার ঘোষণা দিয়েছে তারা কৃষি ক্ষেত্রে প্রনোদনা দেবে। এ সম্পর্কে দৈনিক ইত্তেফাক পত্রিকায় গত ১০ই সেপ্টেম্বর খবর আসে। সেখানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ৫ লাখ ৪১ হাজার ২০১ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫৮ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৩১৫ টাকার বীজ ও রাসায়নিক সার দেয়ার ঘোষণা দেয়। 
    এই বীজের মধ্যে জিএমও ফুড বা বিটি বেগুনও আছে। (http://bit.ly/2eWG2bb)

    ইতিমধ্যে সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে অনেকেই প্রতিবাদ জানিয়েছে। গত বুধবার এই বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছে একদল কৃষিবিদ। তারা আশঙ্কা প্রকাশ করে বলে, এর মাধ্যমে ভবিষ্যতে কৃত্তিম দুর্ভিক্ষ তৈরী হতে পারে। (http://bit.ly/2xr45U6)

    আসলে জিএমও বা জেনেটিকাল মোডিফাইড ফুড (যেমন বিটি বেগুন) কি তা সাধারণ মানুষ অনেকেই জানে না। কৃষকরা জানে এর মাধ্যমে প্রচুর ফলন হয়, ব্যস এই লোভে পরে তারা জিএমও ফুড এর চাষ করে। কিন্তু এর দীর্ঘমেয়াদী সমস্যাগুলো কি, সেটা সম্পর্কে সাধারণ মানুষ একেবারেই বেখবর এবং যে সব আন্তর্জাতিক ইহুদীবাদী বিজনেস জায়ান্ট (মনসান্টো-মাহিকো-সিনজেন্টা) এই সব বীজ তৈরী করছে তাদের হাতে মিডিয়া থাকায় এসব জিএমও ফুডের ক্ষতিকরক দিকগুলো মানুষের মাঝে প্রচার হচ্ছে না।
    জিএমও ফুড এর ক্ষতিকারক দিক এবং কোন কোন খাদ্যগুলো জিএমও করা হচ্ছে তার সম্পর্কে জানতে নিচের তিনটি আর্টিকেল পড়তে পাড়েন-
    ১) জিএমও শস্যকে 'না' বলুন : জিএম খাদ্য খেলে ব্রেস্ট, প্রোস্টেট এবং কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। লেখক : সহযোগী অধ্যাপক, উদ্যানতত্ত্ব বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
    (http://bit.ly/2xwckQy)
    ২) Top 10 Worst GMO Foods for Your GMO Foods List (http://bit.ly/1RLzQxv)
    ৩) GMO alert: top 10 genetically modified foods to avoid eating (http://bit.ly/2hpMpVi)

    বিটি বেগুন বা জিএমও ফুড দিয়ে বাংলাদেশের কৃষি সেক্টর ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে, এমনও আশঙ্কা করছে অনেকে। কারণ গত কয়েক বছরে ভারতে অতি ফলনের লোভে বিটি তুলা চাষ করতে গিয়ে প্রায় ২ লক্ষ কৃষক নিঃস্ব হয়ে আত্মহত্যা করেছে। বাংলাদেশে সরকারী উদ্যোগে বিটি বেগুনের বীজ ছড়ানো হলে সামনে বাংলাদেশে একই ভাবে কৃষকের গণ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। ফলশ্রুতিতে ধ্বংস হতে পারে বাংলাদেশের কৃষি সেক্টর। (http://bit.ly/2f1H5mq)

    জিএমও ফুড এর ক্ষতিকারক দিক নিয়ে যখন সারা বিশ্বে সচেতনতা তৈরী হচ্ছে, সমগ্র ইউরোপে জিএমও ফুড নিষিদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশে কিভাবে সরকারী উদ্যোগে এসব বীজ ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয় ? অবিলম্বে দেশবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের কাছে দাবি জানাই।



    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728