মুসলমানদের মধ্যে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা একেবারেই কম।
একটা বিষয় আমি লক্ষ্য করলাম-
মুসলমানদের মধ্যে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা একেবারেই কম।
যেমন আজকে সম্ভবত মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক দিন।
ইসলামী ভাষায় ১০ মুহারম বা আশুরা। এ ঐতিহাসিক দিন উপলক্ষে মুসলমানদের মধ্যে তেমন আলোচনা নাই। অথচ অনেক মুসলমান পূজা নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। পুরান ঢাকার কিছু লোক তাজিয়া মিছিল-টিছিল জাতীয় কিছু করে, অনেকে সেটা নিয়ে সমালোচনায় ব্যস্ত। কিন্তু এই দিনটি নিয়ে মুসলমানদের মধ্যে ঐতিহাসিক কোন আলোচনার ছিটেফোটা দেখলাম না।
মুসলমানদের মধ্যে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা একেবারেই কম।
যেমন আজকে সম্ভবত মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক দিন।
ইসলামী ভাষায় ১০ মুহারম বা আশুরা। এ ঐতিহাসিক দিন উপলক্ষে মুসলমানদের মধ্যে তেমন আলোচনা নাই। অথচ অনেক মুসলমান পূজা নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। পুরান ঢাকার কিছু লোক তাজিয়া মিছিল-টিছিল জাতীয় কিছু করে, অনেকে সেটা নিয়ে সমালোচনায় ব্যস্ত। কিন্তু এই দিনটি নিয়ে মুসলমানদের মধ্যে ঐতিহাসিক কোন আলোচনার ছিটেফোটা দেখলাম না।
আমি খুব ভালো লক্ষ্য করেছি-
মুসলমানদের মধ্যে নিজস্ব ও নির্দ্দিষ্ট চেতনার মারাত্মক অভাব।
এই চেতনার অভাব থাকার কারণে মুসলমানদের নিজেদের মধ্যে কোন ঐক্য তৈরী হয় না।
যেমন ধরুন, হিন্দুরা আজকে পূজার চেতনা নিয়ে এক হয়েছে।
অনেক হিন্দুকে আমি চিনি, যারা আমাকে বলেছে তারা মূর্তি পূজায় বিশ্বাস করে না।
কিন্তু দূর্গা পূজা নিয়ে বেশ শুভেচ্ছা বিনিময় করছে।
ইচ্ছায় হোক, আর অনিচ্ছায় হোক এই দূর্গা পূজাকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠছে।
অপরদিকে মুসলমনরা তাদের নিজস্ব চেতনা বা ঐতিহাসিক দিনগুলো নিয়ে তেমন কোন আলোচনা করে না। যদি আলোচনা হতো তবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মুসলমানদের মধ্যে নিজস্ব চেতনার ছাপ পড়তো, তারা অপর জাতির দিকে আকৃষ্ট হতো না।
মুসলমানদের মধ্যে নিজস্ব ও নির্দ্দিষ্ট চেতনার মারাত্মক অভাব।
এই চেতনার অভাব থাকার কারণে মুসলমানদের নিজেদের মধ্যে কোন ঐক্য তৈরী হয় না।
যেমন ধরুন, হিন্দুরা আজকে পূজার চেতনা নিয়ে এক হয়েছে।
অনেক হিন্দুকে আমি চিনি, যারা আমাকে বলেছে তারা মূর্তি পূজায় বিশ্বাস করে না।
কিন্তু দূর্গা পূজা নিয়ে বেশ শুভেচ্ছা বিনিময় করছে।
ইচ্ছায় হোক, আর অনিচ্ছায় হোক এই দূর্গা পূজাকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠছে।
অপরদিকে মুসলমনরা তাদের নিজস্ব চেতনা বা ঐতিহাসিক দিনগুলো নিয়ে তেমন কোন আলোচনা করে না। যদি আলোচনা হতো তবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মুসলমানদের মধ্যে নিজস্ব চেতনার ছাপ পড়তো, তারা অপর জাতির দিকে আকৃষ্ট হতো না।
যেমন-
আজকে ইতিহাস ঘাটতে গিয়ে আমি পেলাম, মুসলমানদের শেষ নবীর দৌহিত্র ইমাম হুসাইনের জীবনী। দেখলাম দুষ্টু ইয়াজিদ তাকে বার বার নিজ অনুগত হতে বলছিলো। কিন্তু ইমাম হুসাইনের কথা হচ্ছে, তিনি কোন পাপী লোকের কাছে অনুগত হবেন না। শেষ পর্যন্ত এই সংকল্প রাখতে তাকে স্বপরিবারে জীবন দিতে হলো। আমার মনে হয়, এই ঘটনা যদি মুসলমানরা পড়তো, তবে মুসলমানদের মধ্যে একটা চেতনা গড়ে উঠতো যে কোন পাপী লোকের অনুগত হওয়া যাবে না। কিন্তু আজকালকার মুসলমানরা ইসলামের কথা শুধু মুখে মুখে বলে, কিন্তু নিজস্ব চেতনা বা ঐতিহ্য নিয়ে খুবই কম জানে, পড়ালেখাও কম করে। যার কারণে তার নিজস্ব নৈতিক অবস্থানও খুব দুর্বল। ফলে মুসলমানদের মধ্যে যে নতুন প্রজন্ম আসছে তারা নিজস্ব চেতনার দিক থেকে একেবারেই শূণ্য। আর যারা জানে, তারা নিজেদের মধ্যে ধর্মীয় বিষয় নিয়ে তর্কা-তর্কি নিয়ে ব্যস্ত। এই তর্কা-তর্কির কারণে মুসলমানদের একতাবদ্ধ হওয়া তো দূরের কথা, অনেক সময় মারামারি শুরু হয়ে যায়।
আজকে ইতিহাস ঘাটতে গিয়ে আমি পেলাম, মুসলমানদের শেষ নবীর দৌহিত্র ইমাম হুসাইনের জীবনী। দেখলাম দুষ্টু ইয়াজিদ তাকে বার বার নিজ অনুগত হতে বলছিলো। কিন্তু ইমাম হুসাইনের কথা হচ্ছে, তিনি কোন পাপী লোকের কাছে অনুগত হবেন না। শেষ পর্যন্ত এই সংকল্প রাখতে তাকে স্বপরিবারে জীবন দিতে হলো। আমার মনে হয়, এই ঘটনা যদি মুসলমানরা পড়তো, তবে মুসলমানদের মধ্যে একটা চেতনা গড়ে উঠতো যে কোন পাপী লোকের অনুগত হওয়া যাবে না। কিন্তু আজকালকার মুসলমানরা ইসলামের কথা শুধু মুখে মুখে বলে, কিন্তু নিজস্ব চেতনা বা ঐতিহ্য নিয়ে খুবই কম জানে, পড়ালেখাও কম করে। যার কারণে তার নিজস্ব নৈতিক অবস্থানও খুব দুর্বল। ফলে মুসলমানদের মধ্যে যে নতুন প্রজন্ম আসছে তারা নিজস্ব চেতনার দিক থেকে একেবারেই শূণ্য। আর যারা জানে, তারা নিজেদের মধ্যে ধর্মীয় বিষয় নিয়ে তর্কা-তর্কি নিয়ে ব্যস্ত। এই তর্কা-তর্কির কারণে মুসলমানদের একতাবদ্ধ হওয়া তো দূরের কথা, অনেক সময় মারামারি শুরু হয়ে যায়।
আমার দৃষ্টিতে যে জাতি উপরে উঠতে চায়,
তার নিজস্ব ঐতিহ্য ও চেতনা নিয়ে বেশি বেশি আলোচনা করা খুব জরুরী।
কারণ নিজস্ব চেতনায় উব্ধুদ্ধ কোন শিশুর থেকে আপনি যে আউটপুট যেরকম পাবেন,
চেতনাহীন কোন শিক্ষিত যুবকের থেকে তার ছিটেফোটাও পাবেন না।
মুসলমানরা যদি চিন্তা করে, তারা কোন বিপ্লব ঘটাবে-
তবে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও চেতনা নিয়ে ব্যাপক আলোচনার কোন বিকল্প নাই।
তার নিজস্ব ঐতিহ্য ও চেতনা নিয়ে বেশি বেশি আলোচনা করা খুব জরুরী।
কারণ নিজস্ব চেতনায় উব্ধুদ্ধ কোন শিশুর থেকে আপনি যে আউটপুট যেরকম পাবেন,
চেতনাহীন কোন শিক্ষিত যুবকের থেকে তার ছিটেফোটাও পাবেন না।
মুসলমানরা যদি চিন্তা করে, তারা কোন বিপ্লব ঘটাবে-
তবে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও চেতনা নিয়ে ব্যাপক আলোচনার কোন বিকল্প নাই।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments