আপনি কি জানেন- রোহিঙ্গা নির্যাতনের জন্য আপনি নিজেই দায়ী ?
গতকালকে ৭ দিন পর লিখতে বসেছিলাম। কমেন্টে-ইনবক্সে কয়েকশ’ অনুরোধ- রোহিঙ্গা নির্যাতন নিয়ে লিখার জন্য। টাইমলাইন দেখেও অবাক হলাম, রোহিঙ্গা নির্যাতনের কষ্টে বাংলাদেশীরা চোখের পানি-মুখের পানি সব এক করছে। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজেও আবেগী নই আবার মানুষের এসব সস্তা আবেগকেও আমি বিশ্বাস করি না। কারণ আমি জানি, পাবলিকের ‘আবেগ’ নির্ভর করে হুজুগের উপর। এখন মিডিয়ায় রোহিঙ্গা নির্যাতন দেখে আবেগ উঠেছে, একটু পর বাংলাদেশ ক্রিকেটে জিতলে মিডিয়ায় ওটা ফোকাস করলে কোথায় রোহিঙ্গা আবেগ হারিয়ে যাবে, তখন কিছু খুঁজে পাবেন না।
‘রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে’, ‘রোহিঙ্গা নির্যাতিত হচ্ছে’ আমি ফেসবুকে এসব মায়াকান্নার পক্ষে নই। রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে, এটা নতুন কিছু না। বহু পুরাতন খরব। নতুন খবর হতে পারে, আপনি রোহিঙ্গাদের জন্য স্থায়ী কোন সমাধান করতে পারলেন কি না, সেটা।
কিন্তু আমি একটা বিষয়ে নিশ্চিত, রোহিঙ্গাদের জন্য মায়াকান্নার বহু লোক আছে, কিন্তু সমাধানের দিকে গেলে কাউকে খুজে পাওয়া দুষ্কর। আর সে কারনেই রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে।
কিন্তু আমি একটা বিষয়ে নিশ্চিত, রোহিঙ্গাদের জন্য মায়াকান্নার বহু লোক আছে, কিন্তু সমাধানের দিকে গেলে কাউকে খুজে পাওয়া দুষ্কর। আর সে কারনেই রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে।
গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বলেছিলাম- “মায়ানমার থেকে রোহিঙ্গাদের যদি বাংলাদেশী বলে বের করে দেয়া হয়, তবে বাংলাদেশে মায়ানমারের নাগরিক (মারমা-চাকমা) থাকে কিভাবে ?? স্ট্যাটাসটির সাথে অনেকে একমত হয়েছে, আবার অনেকে দ্বিমত হয়েছে। যারা দ্বিমত হয়েছে- তাদের কথা হলো- “ওরা খারাপ হলে, আমরা খারাপ হবো কেন?” যারা এ ধরণের কমেন্ট করলো- তাদের আইডিতে ঢুকে দেখলাম- এরাও রোহিঙ্গাদের জন্য প্রথম শ্রেণীর মায়াকান্নাকারী। কিন্তু একটা সমাধানের কথা বলতেই ভেতরের ভালবাসার বেলুনটা ফুটে গেলো।
সারা বিশ্বে যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, এর পেছনের কারণ হচ্ছে- দুই নৌকায় পা দেওয়ার পলিসি। এরা ঘরির পেন্ডুলাম। এদিকও না, ওদিক না। এরা সব সময় গুড বয় হয়ে থাকতে চায়। এই গুড বয় চেহারার সব সময় ভাত নেই। আপনায় গলায় কেউ ছুরি চালিয়েছে, আর আপনি গুড বয় দাড়িয়ে আছেন, তবে কখনই বাচতে পারবেন না। আপনি আমেরিকার দিকে তাকান, তারা ইরাক-আফগানিস্তান-সিরিয়াতে কিন্তু ভালো মানুষী দেখায়নি। কিন্তু তারপরও সেই আমেরিকাকে সভ্য দেশ বলে আপনার চৌদ্দগুষ্টি ভিসা পাওয়ার জন্য উদগ্রিব । ভারতের দিকে তাকান, মোদি শুধু বলেছে “সে ক্ষমতায় গেলে মুসলমানদের নির্যাতন করবে”, ব্যস এইটুকু ঘোষণায় সমস্ত হিন্দু তাকে নিরঙ্কুশ ভোট দিয়ে জয়লাভ করালো। মোদি এত কিছু করার পরও কিন্তু মোদিকে বিশ্ব দরবারে খারাপ বলে না, বরং আপনি তার বিরুদ্ধতা করলে হয়ে যান সন্ত্রাসী।
আসলে মুসলমানরা সব এক হয়ে অমুসলিমদের বিরুদ্ধে কিছু করবে, এটা সম্ভব হবে না। কারণ মুসলমানদের মগজে সেক্যুলারিজমের পোকা ঢুকিয়ে দেয়া হয়েছে। মুসলমানরা মুসলিম-অমুসলিম ভাগ করতে পারে না। কেউ করলেও তাকে নিজেরাই তাকে জঙ্গী-সাম্প্রদায়িক ট্যাগ দেয়। অথচ ইহুদী-খ্রিস্টান-হিন্দু বা বৌদ্ধরা তাদের ধর্মীয় সাম্প্রদায়িকতা রাষ্ট্রীয় ভাবে স্বীকার করে তাকে রাষ্ট্রীয় জাতীয়তাবাদে রূপান্তর করেছে। যেমন- কট্টর ইহুদীবাদীদের ইসরাইলী জাতীয়তাবাদী, খিষ্টান উগ্রবাদীদের জাতীয়তাবাদী, হিন্দুত্ববাদীদের ভারতীয় জাতীয়তাবাদী, উগ্র বৌদ্ধদের সাম্প্রদায়িক কার্যক্রমকে জাতীয়তাবাদী কার্যক্রম হিসেবেই বর্ণনা করেছে। এবং সেই জাতীয়তাবাদটা হচ্ছেই মুসলমানদের বিরুদ্ধে সবাই এক হয়ে হামলা করা। কিন্তু গুড বয় মুসলমানরা ভালো মানুষ সেজে সারা দিন শুধু মার খেয়ে যাচ্ছে, আর ভাবছে- এটাই তাদের ‘নিয়তি’।
আমার মনে হয়, রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে কিছু বলার আগে, মুসলমানদের উচিত আগে নিজেদের অবস্থান পরিষ্কার। তারা কি সেক্যুলার সেজে গুড বয় হয়ে থাকবে, নাকি মুসলমান-মুসলমান এক হয়ে অমুসলিমদের শত্রু হিসেবে দেখবে। তাদের এও মনে রাখতে হবে- ইরাক-আফগানিস্তান-সিরিয়া-রোহিঙ্গা মুসলমানদের পর তারা সিরিয়ালও কিন্তু আসছে। আজকে গুডবয় সেক্যুলার হয়ে যেসব অমুসলিমকে তারা মাথায় তুলে নাচছে, কালকে বহিঃসংযোগ পেলে ঐ অমুসলিমটাই তার গলা কাটবে। ঐ অমুসলিম কিন্তু মোটেও সেক্যুলারিজমের ধার ধারবে না।
আমার মনে হয়, রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে কিছু বলার আগে, মুসলমানদের উচিত আগে নিজেদের অবস্থান পরিষ্কার। তারা কি সেক্যুলার সেজে গুড বয় হয়ে থাকবে, নাকি মুসলমান-মুসলমান এক হয়ে অমুসলিমদের শত্রু হিসেবে দেখবে। তাদের এও মনে রাখতে হবে- ইরাক-আফগানিস্তান-সিরিয়া-রোহিঙ্গা মুসলমানদের পর তারা সিরিয়ালও কিন্তু আসছে। আজকে গুডবয় সেক্যুলার হয়ে যেসব অমুসলিমকে তারা মাথায় তুলে নাচছে, কালকে বহিঃসংযোগ পেলে ঐ অমুসলিমটাই তার গলা কাটবে। ঐ অমুসলিম কিন্তু মোটেও সেক্যুলারিজমের ধার ধারবে না।
---------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/
No comments