রোহিঙ্গা নির্যাতন থেকে মুসলিম বিশ্বের শিক্ষা ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ
রোহিঙ্গা ইস্যু যখন শুরু হয়, তখন আমি ব্যক্তিগত কাজে খুব ব্যস্ত। রোহিঙ্গা ইস্যু শুরুর ৭ দিন পর আমি অনলাইনে বসার সুযোগ পাই এবং লেখালেখি শুরু করি। এই ইস্যুটি নিয়ে আমি এখন পর্যন্ত মাত্র ৫টি লেখা দিয়েছে। প্রত্যেকটি লেখার উদ্দেশ্য ছিলো কোন একটি সমাধানে আসা।
রোহিঙ্গা ইস্যু নিয়ে আমার একটি লেখায় আমি বলেছি, এই ঘটনার পেছনে রাখাইনের গ্যাস ক্ষেত্র নিয়ে চীন-আমেরিকার দ্বন্দ্ব আছে (http://bit.ly/2vSxBF2), ঐ পোস্টে আমি এও দেখিয়েছি রাখাইনে ঐ গ্যাস ক্ষেত্রের পাশে বাংলাদেশের সীমানাতেও বিরাট গ্যাস ক্ষেত্র আছে। এ পোস্টের মাধমে আমি বাংলাদেশের মানুষকে সচেতন করে বোঝাতে চেয়েছি- এখন রাখাইনে যে সমস্যা হচ্ছে, খুব শিঘ্রই সেই সমস্যা বাংলাদেশেও আসবে। সুতরাং প্রস্তুত হোন।
প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। দাত থাকতে দাতের মর্যাদা বোঝা উচিত। আজকে রোহিঙ্গাদের যে সমস্যা হচ্ছে, কয়েকদিন পর বাংলাদেশীদেরও একই সমস্যা হলে বাংলাদেশীরা কোথায় পালাবে ? তাই এখন ঠাণ্ডা মাথায় বাংলাদেশীরা পুরো বিষয়টি চিন্তা করে নিন।
রোহিঙ্গা সমস্যা নিয়ে, বাংলাদেশকে প্রথম যে চিন্তাটা করতে হবে, সেটা হলো- বাংলাদেশকে একটি মুসলিম বলয়ের সাথে সংযুক্ত হতে হবে। কারণ- বিপদে পড়লে কোন অমুসলিম মুসলমানদের সাহায্যে এগিয়ে আসে না। উল্টো কিভাবে তাকে বিপদে ফেলে নিজের স্বার্থ হাসিল করা যায় সেই চিন্তা করে।
যেমন ধরুন রোহিঙ্গা ইস্যু। পুরো পরিবেশ ঘোলাটে করেছে আমেরিকা। এখন সেই উপর দিয়ে রোহিঙ্গাদের পক্ষে বলছে। বাংলাদেশে সিআইএপন্থী যে সব ব্লগার আছে, শুনলাম আজকে তারা রোহিঙ্গাদের পক্ষ নিয়ে মিছিলও করবে। রোহিঙ্গাদের নিয়ে অবশ্যই সিআইএ’র নতুন কোন ফন্দি আছে, যার আলটিমেট এফেক্ট মুসলমানদের বিরুদ্ধে। সুতরাং সিআইএপন্থীদের থেকে সাবধান।
এরপর ধরুন চীন। সে রোহিঙ্গা ইস্যু নিয়ে মুখে তালা দিয়েছে। কারণ তারা যদি রোহিঙ্গাদের পক্ষে বলে তবে মায়ানমারের সাথে ব্যবসায়ীক সম্পর্ক খারাপ হবে, অপরদিকে মায়ানমারের পক্ষে প্রকাশ্যে বললে মুসলিম বলয়ের সাথে সম্পর্ক খারাপ হবে। তাই ব্যবসায়ী চীন তার আচরণ পরিপূর্ণ ব্যবসায়ীর মতই রাখছে।
আপনি আমেরিকাকে নেতা মানেন সে তার স্বার্থ দেখবে
আপনি চীনকে নেতা মানেন, সে তার স্বার্থ দেখবে
কিন্তু শুধু মুসলমানদের স্বার্থ দেখবে এমন কোন সংগঠন কোথায় ??
আপনি চীনকে নেতা মানেন, সে তার স্বার্থ দেখবে
কিন্তু শুধু মুসলমানদের স্বার্থ দেখবে এমন কোন সংগঠন কোথায় ??
কয়েকদিন আগে ওয়ার্ল্ড এক্সপো- ২০২০ এর ভেন্যু নির্বাচনে আওয়ামী সরকার সংযুক্ত আরব আমিরাতকে ভোট না দিয়ে রাশিয়াকে ভোট দিয়েছে। এতে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়। দেখা যায়, বাংলাদেশ কখনই মুসলমানদের দেশের সাথে সম্পর্ক ডেভেলপে গুরুত্ব দেয় না। বাংলাদেশ সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ করে রেখেছে, কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার ৩ বছর পর পাকিস্তানে গিয়ে শত্রুতা মিটিয়ে এসেছে। কিন্তু এখন আওয়ামীলীগ ভারতের বুদ্ধিতে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ করে রাখে, যার আলটিমেট রেজাল্ট বাংলাদেশের জন্য নেগেটিভ, ভারতের বাংলাদেশ শুষে খাওয়ার জন্য পজিটিভ।
আমি আবার বলছি, পুরো বিশ্ব রাজনীতির কথা চিন্তা করুন। সারা পৃথিবীতে শুধু মুসলমানরাই নির্যাতিত হচ্ছে, বেছে বেছে মুসলমানদের ভূমিগুলোকে তছনছ করা হচ্ছে। খুব শিঘ্রই সে প্রভাব বাংলাদেশে পড়বে না, সেটা কিন্তু বলা যায় না। সারা বিশ্ব এখন সাম্প্রদায়িক, ভাগ হয়েছে মুসলিম আর অমুসলিম ট্যাগে। ট্র্যাম্প মুসলমানদের বিরুদ্ধে বলছে, মোদি মুসলমানদের বিরুদ্ধে বলছে, ইসরাইল মুসলমানদের বিরুদ্ধে বলছে, ইউরোপের রাজনৈতিকদলগুলো মুসলমানদের বিরুদ্ধে বলে ভোট পাচ্ছে। এ অবস্থায় অসাম্প্রদায়িক সেজে মোদি-ট্যাম্পের দিকে চেয়ে থাকলে উল্টো বাশটা খেতে হবে। বাংলাদেশের মুসলমানদের কিছু হলে ভারতের হিন্দুরা হাতে তালি দেবে, আমেরিকা-চীন-রাশিয়া তাদের সম্রাজ্যবাদী স্বার্থ হাসিলের চেষ্টা করবে। বাংলাদেশের মুসলমানরা তখন একমাত্র সাহায্য পাবে, যদি মুসলমানদের পৃথক একটি বলয় থাকে, যেখানে সকল মুসলিম রাষ্ট্র (তুরষ্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়াসহ অন্যান্য) এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে যে কোন দমন নিপীড়নের বিরুদ্ধে বলবে। প্রয়োজনে আক্রান্ত দেশে সৈন্য পাঠাবে। দুই মুসলিম দেশের মধ্যে যদি দ্বন্দ্ব হয় তবে তারাই দুইভায়ের মধ্যে মধ্যস্ততা করে বিনারক্তপাতে সমঝোতা করবে।
মুসলমানরা যদি অমুসলিমদের বলয় থেকে বের হয়ে পৃথক প্ল্যাটফর্ম তৈরী না করতে পারে, তবে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লেবাবান, ইয়েমেন, আরাকনসহ একের পর এক মুসলিমভূমি আক্রান্ত হতেই থাকবে। সবাই দেখে শুধু হা-হুতাশ করবে, কিন্তু সমস্যার সমাধান কেউই করবে না।
---------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/
100% Right. Thanks a lot brother
ReplyDelete