Header Ads

ad728
  • Breaking News

    আমি সিনহার নাম দিয়েছিলাম ‘আওয়ামীলীগের গলার কাটা। এতদিনে আওয়ামীলীগ যা বুঝতে পেরেছে


    গতকালকে সিনহা যাওয়ার সময় লিখিত বক্তব্যে বলেছে-
    “প্রধান বিচারপতির কার্যভার পালনরত প্রবীণতম বিচারপতির উদ্ধৃতি দিয়ে মাননীয় আইনমন্ত্রী প্রকাশ করেছেন যে, দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি অচিরেই সুপ্রিম কোর্টের প্রশাসনে পরিবর্তন আনবেন। প্রধান বিচারপতির প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি কিংবা সরকারের হস্তক্ষেপ করার কোনো রেওয়াজ নেই। তিনি শুধুমাত্র রুটিনমাফিক দৈনন্দিন কাজ করবেন। এটিই হয়ে আসছে। প্রধান বিচারপতির প্রশাসনে হস্তক্ষেপ করলে এটি সহজেই অনুমেয় যে সরকার উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে এবং এর দ্বারা বিচার বিভাগ ও সরকারের মধ্যে সম্পর্কের আরো অবনতি হবে। এটা রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে না।’” (http://bit.ly/2g8pERu)

    অর্থাৎ প্রধান বিচারপতি পদে থাকাকালীন সময়ে সিনহা যে বিচারবিভাগ নিজ অনুসারী দিয়ে সাজিয়েছিলো, সেটাকে পরিবর্তন করতে চাইছে সরকার। আর তাতেই নাখোশ হয়েছে সিনহা। কারণ বিশেষ উদ্দেশ্য নিয়েই সিনহা এতদিন সাজিয়েছিলো বিচারবিভাগ। এখন যদি সেটা পরিবর্তন করা হয়, তবে তার দীর্ঘদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে।

    বিশ্বস্ত সূত্র মতে,
    বছর খানেক আগে নতুন বিচারপতি নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে একটি লিস্ট পাঠিয়েছিলো সিনহা। লিস্টটি হিন্দু অত্যাধিক আধিক্য থাকায় তা ক্যান্সেল করে দেয় রাষ্ট্রপতি হামিদ। আমার কাছে অবশ্য লিস্টটি পৌছেনি।
    তবে তার কিছুদিন পরে এ সম্পর্কে একটি খবর মিডিয়ায় আছে। সেখানে দেখা যায়, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সরকারী কৌশুলীদের থেকে সিনহা যাদের প্রমোট করেছে, তারা হলো- বিশ্বজিত্ দেবনাথ, বিশ্বজিত্ রায়, সুজিত কুণ্ডু, স্বপন কুমার আইচ ও সৈকত বসু। অর্থাৎ ৪ জনের মধ্যে ৪ জনই হিন্দু।
    (http://bit.ly/2oLRchx )

    আজ থেকে প্রায় ১৯ মাস আগে, আমি একটা স্ট্যাটাসে বলেছিলাম সুপ্রীম কোর্টে অফিস সহকারী পদে ৫৮ জন নেয়া হবে। এর মধ্যে সিনহার এলাকা মৌলভীবাজার থেকে নেয়া হবে ১১ জনকে। এরা হলো-
    ১) শান্তু মনি সিংহ, ২) বাপন কুমার সিংহ, ৩) সুবাস কুমার সিংহ, ৪) সুমন্ত ভুষণ সিংহ, ৫) সুব্রত কুমার সিংহ, ৬) সুবর্ণ সিংহ, ৭) সুকান্ত সিংহ, ৮) শিউলী সিনহা, ৯) রিপন সিংহ, ১০) নিপা সিনহা, ১১) মো. বেলাল হোসেন। অর্থাৎ সিনহার এলাকার ১১ জনের মধ্যে ১০ জন হিন্দু। এখানে সিনহার বিশেষ কারসাজি আছে তা সহজেই অনুমেয়। (http://bit.ly/2gFvavZ)

    অর্থাৎ নিজ লোক দিয়ে এই দুই বছরে সুপ্রীম কোর্ট ঢেলে সাজিয়েছিলো সিনহা। আজ থেকে ১৭ মাস আগে আমি সিনহার নাম দিয়েছিলাম ‘আওয়ামীলীগের গলার কাটা (http://bit.ly/2xF5dSH)। এতদিনে আওয়ামীলীগ যা বুঝতে পেরেছে। খুব ভালো। কিন্তু গলার কাটার সঙ্গী সাথীদের তো রাখা যাবে না, তারাও আওয়ামীলীগের গলায় নতুন করে বাধবে। তাই সুপ্রীম কোর্ট ঢেলে জানানো হবে, এটা খুবই ভালো উদ্যোগ। সিনহার সময়, সিনহার মদদে যত নিয়োগ হয়েছে, অবিলম্বে তাদেরকে বহিষ্কার করা হোক।



    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728