Header Ads

ad728
  • Breaking News

    রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ বাংলাদেশ না নিলে অন্য কেউ নেবে। তখন উল্টো বাংলাদেশের অখণ্ডতা নিয়ে সমস্যা সৃষ্টি হবে

    ২০১৫ সালে মে মাসে ইহুদী (মার্কিন-হাঙ্গেরিয়ান) তেল ব্যবসায়ী জর্জ সরোস মায়ানমার-রোহিঙ্গা নিয়ে এই বক্তব্য দেয়।
    এই বক্তব্য শুনে জর্জ সরোসকে অনেকের ভালো মনে হতে পারে। ভাবতে পারেন, খুব ভালোই তো বললো রোহিঙ্গাদের পক্ষে। কিন্তু তার কথাগুলো ভালো করে খেয়াল করুন-
    --সে একদিকে রোহিঙ্গাদের দুঃখ-কষ্ঠ নিয়ে বলেছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে যে কোন হিংসাত্মক কার্যক্রম বন্ধ করতে বলছে। সে বৌদ্ধ সন্ত্রাসী কার্যক্রম ৯৬৯ মুভমেন্টের বিরুদ্ধে বলেছে।
    --অপরদিকে সে বার্মীজ সরকারকে দ্রুত বেড়ে ওঠা সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে বলছে (কাউন্টার এক্সট্রিমিজম)। উল্লেখ্য গত ২৫শে আগস্ট কথিত রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ ‘আরসা’র কথিত হামলাকে কাউন্টার দেয়ার নাম করেই কিন্তু এই রোহিঙ্গা গণহত্যা শুরু করে বার্মীজ সরকার।
    আসলে এই ইহুদীর কথা সাধারণ মানুষ বুঝতে না। এরা “সাপ হয়ে দংশে, ওঝা হয়ে ঝাড়ে”। তবে এটা বোঝার জন্য আমার কিছুদিন আগের লেখা – “মায়ানমার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডুয়েল রোল প্লে” (http://bit.ly/2hEdmRq) পড়তে পারেন। এটা পড়লে বুঝতে পারবেন, কিভাবে ইহুদীবাদী আমেরিকা দুইদিক দিয়ে হাত বাড়িয়েছে (মাঝখানে সে নিষ্পাপ) -
    ১) ভারতের মাধ্যম দিয়ে রোহিঙ্গা বিরোধী কার্যক্রম চালাচ্ছে ।
    ২) বিভিন্ন দাতা সংস্থা, এনজিও, জাতিসংঘ ও মার্কিনপন্থী মিডিয়াগুলো রোহিঙ্গাদের পক্ষে বলে রোহিঙ্গাদের অবস্থান জিজিয়ে রাখছে, রোহিঙ্গাদের আমেরিকার ইশারার পুতুল বানাচ্ছে।
    ১ম কার্যক্রম মানে, ভারতের মাধ্যমে রোহিঙ্গা বিরোধী কার্যক্রম আবার দুই প্রকার-
    ক) রোহিঙ্গা বিরোধী হিংসাত্মক কার্যক্রম। যেটা বৌদ্ধ সন্ত্রাসী ৯৬৯ মুভমেন্ট এর মাধ্যমে করা হচ্ছে। আমি গত ১২ই সেপ্টেম্বর (http://bit.ly/2wRzxtA) এবং ২৭শে সেপ্টেম্বর (http://bit.ly/2wRzzlc) দুটো স্ট্যাটাসে বলেছিলাম এই ৯৬৯ মুভমেন্ট, ভারতের আরএসএস এবং বিবিএস (শ্রীলংকার বধু বালা সেনা) তিনটি সংগঠন ইহুদীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং জোট বদ্ধভাবেই এ অঞ্চলে কাজ করছে।
    খ) মোদির মাধ্যমে। যে কি না বার্মীজ সরকারকে সরাসরি সন্ত্রাস দমনের নামে রোহিঙ্গাদের দমন করতে উৎসাহ দিয়ে যাচ্ছে।
    যাই হোক, এগুলো সবাই বেশি করে অ্যানালাইসিস করেন, তবে আরো বুঝতে পারবেন। তবে, এই জর্জ সরোজ সম্পর্কে জানার দরকার আছে। কে এই জর্জ সরোস ?
    --জর্জ সোরোস ধর্মে একজন ইহুদী, পেশায় একজন বড় মাপের বিনিয়োগকারী। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সে অর্থ বিনিয়োগ করে। ফোর্বস এর প্রথম ৩০জন ধনীর মধ্যে তার নাম আছে।
    --আন্তর্জাতিক অর্থ বাজারে বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক চর্চা করে এবং প্রপাগান্ডা ছড়িয়ে বিভিন্ন দেশের অর্থবাজারে ধস এনেছে এবং নিজে বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়েছে।
    --বিভিন্ন দেশের রাজনীতি এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অস্থিতিশীলতা আনতে সে বিভিন্ন রাজনৈতিক দলকে অর্থ দিয়েছে এবং দেশের নির্বাচনকে বিঘ্নিত করে নিজের “ওপেন ফাউন্ডেশন” প্রতিষ্ঠানের নামে স্বার্থ হাসিল করেছে।
    (সুত্র: https://goo.gl/d6gc8J)
    --সারা বিশ্বে মাদকদ্রব্য বৈধকরণের জন্য দশকের পর দশক ধরে সে বিনিয়োগ করে যাচ্ছে। (সুত্র: https://goo.gl/ZUXfUu)
    আমি প্রথমেই বলেছি, জর্জ সরোস একজন ইহুদী তেল ব্যবসায়ী। যেহেতু রাখাইনে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে তাই সেখানে তার দৃষ্টি থাকাটা স্বাভাবিক। তবে নতুন করে আরেকটি বিষয় আসলো, তা হলে মাদক। সে ‘মাদকদ্রব্য’কে ওয়ার্ল্ডওয়াইড ছড়িয়ে দেয়ার জন্য কাজ করে। আর এটা আমরা অনেকেই জানি, মায়ানমারের একটা অংশ রয়েছে গোল্ডেন ট্রায়াঙ্গেল- এ (http://bit.ly/2bPIMUK)। গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ আফিম উৎপাদনশীল অঞ্চল, যেটা পৃথিবীর বড় মাদক সরবরাহকারী। মায়ানমার, থাইল্যান্ড ও লাউস প্রত্যেকের কিছু অংশ নিয়ে এ গোল্ডেন ট্রায়াঙ্গেল তৈরী। মাদকের সাথে জড়িত সরোস যে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’র কারণেও এ অঞ্চলে ইন্টারেস্টেট সেটাও অনুধাবন করা যায়।
    আজকে আলোচনা বেশ জটিল হয়ে যাচ্ছে। তবে এটা বুঝা যাচ্ছে, যারা এসব প্ল্যান তৈরী করে, তারা এমনভাবে করে, যেন সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যায়। এখান থেকেও বাংলাদেশের এটাও জরুরী অনুধাবন করার দরকার, এ অঞ্চলটি আন্তর্জাতিক সম্রাজ্যবাদীদের দৃষ্টিতে পড়েছে, তাই—
    ---খুব বুদ্ধিমত্তার সাথে না চললে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে, সামনে বাংলাদেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে।
    ---রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ বাংলাদেশ না নিলে অন্য কেউ নেবে। তখন উল্টো বাংলাদেশের অখণ্ডতা নিয়ে সমস্যা সৃষ্টি হবে।
    তাই খুব সাবধান !!​
    --সরোসের বক্তব্যের ইউটিউব লিঙ্ক- https://youtu.be/G-4dF1-fpXA




    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728