এখনও যদি হিন্দুদের ছুড়ে না ফেলে, ১৬ মাস পর হয়ত আওয়ামীলীগ বলে কোন দলই অবশিষ্ট থাকবে না
আজ থেকে প্রায় ১৬ মাস আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। (http://bit.ly/2g5Wa6N )
স্ট্যাটাসের সময়কাল ছিলো ২০১৬ সালের ২৬শে মে। স্ট্যাটাসের শুরুতে ছিলো সজল কুমার দাশ নামক চট্টগ্রামের এক হিন্দুর স্ক্রিনশট। সজল ঐ সময় সম্ভবত চট্টগ্রাম ছাত্রলীগের সাথে জড়িত, অন্যদিকে তার বাবা চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ী। সে মাঝে মাঝে তার ফেসবুকে স্ট্যাটাস দিতো তার বন্ধু-বান্ধবের মধ্যে পুলিশ-র্যাব সদস্যরা আছে। এছাড়া নিত্য-নতুন আর্মস ক্রয় করে সে ফেসবুকে বন্ধুদের দেখাতো।
স্ট্যাটাসের সময়কাল ছিলো ২০১৬ সালের ২৬শে মে। স্ট্যাটাসের শুরুতে ছিলো সজল কুমার দাশ নামক চট্টগ্রামের এক হিন্দুর স্ক্রিনশট। সজল ঐ সময় সম্ভবত চট্টগ্রাম ছাত্রলীগের সাথে জড়িত, অন্যদিকে তার বাবা চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ী। সে মাঝে মাঝে তার ফেসবুকে স্ট্যাটাস দিতো তার বন্ধু-বান্ধবের মধ্যে পুলিশ-র্যাব সদস্যরা আছে। এছাড়া নিত্য-নতুন আর্মস ক্রয় করে সে ফেসবুকে বন্ধুদের দেখাতো।
যাই হোক, সেই সজল কুমার দাশ ঐ সময় হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাস দিলো-
“আজকে ভারতীয় কিছু ধর্মীয় ও রাজনৈতিক নেতার কথা হলো। আসছে ২০১৭ সালের শুরুতে তারা বাংলাদেশ আওয়ামীলীগের সাথে সব ধরনের সম্পর্ক ও সাহায্য বন্ধ করে দিবে, সাথে সীমান্ত পুরোটা লক। কারণ হাসিনা সরকারকে দিয়ে তাদের কাজ শেষ। আর বাংলাদেশের ৭০-৮০ লক্ষ হিন্দু কোন বিষয় না। বাকিটা এখন বুঝে নেন কি হতে চলেছে সামনের দিনে। তাদের গোয়েন্দা রিপোর্ট মতে, বাংলাদেশের সাবেক ও বর্তমান গোয়েন্দা ও সেনাবাহিনীর ৬৭% মৌলবাদী ও জংগী কানেকটেড”।
“আজকে ভারতীয় কিছু ধর্মীয় ও রাজনৈতিক নেতার কথা হলো। আসছে ২০১৭ সালের শুরুতে তারা বাংলাদেশ আওয়ামীলীগের সাথে সব ধরনের সম্পর্ক ও সাহায্য বন্ধ করে দিবে, সাথে সীমান্ত পুরোটা লক। কারণ হাসিনা সরকারকে দিয়ে তাদের কাজ শেষ। আর বাংলাদেশের ৭০-৮০ লক্ষ হিন্দু কোন বিষয় না। বাকিটা এখন বুঝে নেন কি হতে চলেছে সামনের দিনে। তাদের গোয়েন্দা রিপোর্ট মতে, বাংলাদেশের সাবেক ও বর্তমান গোয়েন্দা ও সেনাবাহিনীর ৬৭% মৌলবাদী ও জংগী কানেকটেড”।
ঐ স্ট্যাটাসে আমি একটা কথা বলেছিলাম-
“অধিকাংশ হিন্দু এখন আমেরিকার নেটওয়ার্কে কাজ করছে। উদাহরণ- প্রধান বিচারক এসকে সিনহা।”
“অধিকাংশ হিন্দু এখন আমেরিকার নেটওয়ার্কে কাজ করছে। উদাহরণ- প্রধান বিচারক এসকে সিনহা।”
অর্থাৎ প্রধান বিচারপতি এসকে সিনহা যে আওয়ামীলীগের শত্রু গ্রুপের সাথে হাত মিলিয়েছে এটা এখন থেকে ১৬ মাস আগেই আমি জানিয়েছিলাম।
যাক সে কথা,
এবার সজল কুমার দাসের স্ক্রিনশটের দুটো অংশকে আপনারা লক্ষ্য করুণ-
ক) ভারতীয় গোয়েন্দা রিপোর্ট মতে, বাংলাদেশের সাবেক ও বর্তমান গোয়েন্দা ও সেনাবাহিনীর ৬৭% মৌলবাদী ও জংগী কানেকটেড”।
এই রিপোর্ট সত্য হওয়ার কোন কারণ নাই। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে যে তারা জঙ্গী কানেকটেড বানাতে চায় এটা এখন সুবীর ভৌমিকের এসএসএফ ভুয়া খবরের দ্বারা প্রমাণিত।
এবার সজল কুমার দাসের স্ক্রিনশটের দুটো অংশকে আপনারা লক্ষ্য করুণ-
ক) ভারতীয় গোয়েন্দা রিপোর্ট মতে, বাংলাদেশের সাবেক ও বর্তমান গোয়েন্দা ও সেনাবাহিনীর ৬৭% মৌলবাদী ও জংগী কানেকটেড”।
এই রিপোর্ট সত্য হওয়ার কোন কারণ নাই। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে যে তারা জঙ্গী কানেকটেড বানাতে চায় এটা এখন সুবীর ভৌমিকের এসএসএফ ভুয়া খবরের দ্বারা প্রমাণিত।
খ) “আসছে ২০১৭ সালের শুরুতে তারা বাংলাদেশ আওয়ামীলীগের সাথে সব ধরনের সম্পর্ক বন্ধ করে দিবে”
হিন্দুরা যে আওয়ামীলীগের শত্রু হয়ে গেছে এটার জন্য বহু উদহারণ আছে। তবে আমি আজকে দৈনিক জনকণ্ঠের স্বদেশ রায়ের কলাম “সিনহার ছুটিতে যাওয়ার নেপথ্যের ঘটনা” পড়তে পারেন (http://bit.ly/2z247Sf )। সেখানে স্বদেশ রায় উল্লেখ করেছে- কয়েকদিন আগে অবরুদ্ধ সিনহা যখন লক্ষী পূজা দিতে ঢাকেশ্বরী মন্দিরে যায়, তখন তার মন্দিরে অবস্থানের ২৫ মিনিটের মধ্যে ২২ মিনিট কাটে রুদ্ধদ্বার বৈঠকে (যদিও কোন মিডিয়া বিষয়টি ফাস করেনি)। সেখানে সিনহার সাথে গোপন বৈঠক করে দুইজন-
১) সুব্রত চৌধুরী । হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি। যে কি না গত বছর রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছিলো। (http://bit.ly/1RkFkuP)
২) রানা দাশগুপ্ত। যে ছিলো চট্টগ্রাম জজ কোর্টের ভাতে মরা উকিল। যাকে শুধু হিন্দু হওয়ার কারণে সম্মান দিয়ে শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটার হিসেবে নিয়োগ দেয়। অথচ বিশেষ ক্ষমতা পেয়েই সে শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশররফের বিরুদ্ধে উঠে পড়ে লাগে।
এই ২২ মিনিটের গোপন বৈঠকে সিনহা সুব্রত ও রানাদাশগুপ্তকে নিজের বিশেষ দায়িত্ব অর্পণ করে গেছে তাতে কোন সন্দেহ নাই।
এটা স্পষ্ট, আওয়ামীলীগ যতই হিন্দু তোষণ করে হিন্দুদের কাছে টানুক, হিন্দুদের উপর থেকে নির্দেশ এসেছে- বাংলাদেশের হিন্দুদের আওয়ামীলীগের বিরুদ্ধে যেতে হবে। সুতরাং বাংলাদেশের হিন্দুরা সেই নির্দেশ অমান্য করবে না। আমি ১৬ মাস আগে আওয়ামীলীগকে সচেতন করেছিলাম, আওয়ামীলীগ শোনেনি। এজন্য এসকে সিনহাকে নিয়ে তার পস্তাতে হচ্ছে। এখনও যদি আওয়ামীলীগ সচেতন হয়ে হিন্দুদের ছুড়ে না ফেলে, তবে আগামী ১৬ মাস পর হয়ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামীলীগ বলে কোন দলই অবশিষ্ট থাকবে না।
সজলের বর্তমান দুটো আইডি-
১) https://www.facebook.com/100010478731929
২) https://www.facebook.com/sajal.tuhin
১) https://www.facebook.com/100010478731929
২) https://www.facebook.com/sajal.tuhin
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments