এভ্রিল নামের টাউট মেয়েটির সামান্য পরিচিতির জন্য অপশক্তিগুলো তাকে ব্যবহার করতে চাইবে
সন্তানসম্ভাবা অবস্থায় স্বামীর ঘর থেকে পালিয়ে, পিতা-মাতা থেকে বিচ্ছিন্ন হয়ে, প্রেমিকের হাত ধরে পালিয়েছিলো মেয়েটি। প্রেমিক তো স্বামী নয়, তাই মেয়ের দায়িত্ব মেয়েকেই নিতে হয়েছে। থাকা খাওয়ার জন্য বহু স্ট্র্যাগল করেছে মেয়েটি। সত্য-মিথ্যা বলে, এদিক-ওদিক ধান্ধাবাজি করে থেকেছে।
মেয়েটিকে দেখলে আমার কষ্টই লাগে। মেয়েটি নিজেকে খুব বুদ্ধিমান ভাবে, কিন্তু তার থেকে আরো অনেক বুদ্ধিমান লোক তার চালাকি ধরে ফেলছে এটা সে বুঝতে পারে না। খুব সিম্পলই মিথ্যা বলে মানুষকে ধোকা দিতে চায়, কিন্তু সবকিছু করার জন্য নূণ্যতম যে যোগ্যতা দরকার সেটা তার নেই। তারপরও শুধুমাত্র ধান্দার জন্য সে অবিরত মিথ্যা বলে ও উচ্চ প্রত্যাশা করে। কোন রকম হাতরে উপরে ওঠার খুব ইচ্ছা। স্বামী-সংসার বিচ্ছিন্ন হয়ে একা একা যেভাবে সত্য-মিথ্যা বলে ধান্ধা করে চলেছে, এখনও ভাবে মিডিয়ার সামনে কোটি কোটি মানুষের সামনে মিথ্যা বলে পার পেয়ে যাবে।
আমি জানি, তার এই সামান্য পরিচিতির জন্য অপশক্তিগুলো তাকে ব্যবহার করতে চাইবে। আমি সেই অপশক্তিগুলোকেও বলবো- আপনাদের অপ কাজ করার মত নূন্যতম বিশ্বাসযোগ্যতা মেয়েটির মধ্যে নেই। তার টাউট স্বভাবের দরুণ আপনাদেরকেও সে ধোকা দেয়ার চেষ্টা করবে।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
https://youtu.be/xzUk8DFS2YY
ReplyDelete