আওয়ামীলীগের ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার কারণ বিরোধীদলগুলোর রাজনৈতিক ভুল
আমার দৃষ্টিতে আওয়ামীলীগের ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার পেছনে বিরোধী রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক ভুল অবস্থান কাজ করেছে। এবং এখনও যদি বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের শুধরে না নেয়, তবে আওয়ামীলীগের ক্ষমতা আরো অধিক পরিমানে দীর্ঘায়িত হতে পারে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর কার্যক্রম বলতে আমার শুধু আওয়ামী সরকারের বিরোধীতাই মনে হয়েছে। কিন্তু নিজেদের কোন অবস্থান তারা তৈরী করতে পারেনি। এই নিজস্ব অবস্থানের অভাবের কারণে কোন বড় আন্দোলনে তারা ফিল্ড পর্যায়ে পাবলিকের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে, এবং এ কারণেই খুব সহজেই আওয়ামী সরকার তাদের দমন করে কোনঠাসা করে দেয়। আবার জনসাধারনের আন্দোলন, যেগুলো মানুষকে কঠিনভাবে নাড়া দেয় তা বিরোধী দলগুলো এড়িয়ে গেছে, এতেও সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা তারা পায়নি।
আবার আমি বিরোধীদলগুলোর এমন কিছু ইস্যু দেখেছি, যেগুলোকে আমার মনে হয়েছে শুধু বিরোধীতা করার জন্য বিরোধীতা। এ ধরনের বিরোধীতা করলে গ্রহণযোগ্যতা হারাতে হয়। যেমন- “শেখ সাহেব রাজাকার ছিলো, ‘শেখ হাসিনার পূর্বপুরুষ হিন্দু ছিলো’, এই টাইপের। কিছুদিন আগে এক টকশোতে দেখলাম- এ বিরোধীদলীয় লোক আওয়ামীলীগের একজনকে ঝাড়ছে ‘রোহিঙ্গাদের ঢুকতে দেয়ার জন্য’। আমি বুঝলাম না, বিষয়টি। দো-টানা টাইপের অবস্থানের জন্য মানুষ গুরুত্বহীন হয়ে যায়।
তাহলে উপায় কি ?
শুধু বিরোধীতা নয়, উপযুক্ত সমাধান দিতে হবে। ফেসবুক পেইজগুলো ঘুড়ে দেখুন, অসংখ্য পেইজে অসংখ্য সাধারণ মানুষ সরকারের কাজের সমালোচনা করছে, এটা খুব কঠিন কাজ নয়। কিন্তু সমাধান দেয়ার লোকের অভাব। একটি রাজনৈতিক দল থেকে নিশ্চয়ই প্রত্যাশা আরো বেশি।
শুধু বিরোধীতা নয়, উপযুক্ত সমাধান দিতে হবে। ফেসবুক পেইজগুলো ঘুড়ে দেখুন, অসংখ্য পেইজে অসংখ্য সাধারণ মানুষ সরকারের কাজের সমালোচনা করছে, এটা খুব কঠিন কাজ নয়। কিন্তু সমাধান দেয়ার লোকের অভাব। একটি রাজনৈতিক দল থেকে নিশ্চয়ই প্রত্যাশা আরো বেশি।
১) শুধু সমালোচনা নয়, নিরপেক্ষ সমাধান দিন এবং সরকারকে সমাধান করতে বলুন।
২) ভালোর কোন শেষ নেই, সরকার যতটুকু করবে, তারপর আরো ভালো করতে বলুন। সরকার যদি অধিক ভালো করতে ফেইল হয়, তখন বলতে পারবেন, তবে আমাকে ক্ষমতা দিন আমি অধিক ভালো করে সবাইকে দেখিয়ে দেই।
৩) ওবামা ক্ষমতায় আসার আসে তার শ্লোগান ছিলো- “উই নিড চেঞ্জ”। বাংলাদেশের কতটুকু চেঞ্জ তরুণ প্রজন্ম দেখতে চায় ? বিশ্বের বুকে বাংলাদেশের শক্তিশালী অবস্থান। আসছে নির্বাচনে সেই ‘চেঞ্জ’ করার ঘোষণা দিন। এবং সেটা কত উচু পর্যায়ের হতে পারে সেটা সম্পর্কে ধারণা দিন।
৪) আওয়ামীলীগ ধর্মকে এড়িয়ে চলে, বিরোধীদলগুলোর জন্য সেটা ছিলো উপর্যক্ত সুযোগ। রাষ্ট্রধর্ম, পাঠ্যপুস্তক পরিবর্তন সাধারণ মানুষের তৈরী এই ইস্যুগুলোতে বিরোধীদলগুলোর কোন অবস্থান দেখাতে পারেনি।
৫) আন্তর্জাতিক রাজনীতিতে ‘এন্টি ইসলাম’ একটি বিরাট ফ্যাক্টর। পাশ্ববর্তী ভারত, মায়ানমারে তা স্পষ্ট। এ অবস্থায় ‘মুসলমানদের পক্ষে’ অবস্থান নেয়া কোন বুদ্ধিমান রাজনৈতিক দলের উত্থ্যান হলে তা ব্যাপক জনসমর্থন পেতে পারতো।
৬) আওয়ামীলীগ বিদেশী লবিং করে ক্ষমতায় আসতে চায়, আপনারা জনগণের লবিং করুন, আপনারাও কেন বিদেশী লবিং খুঁজেন ? হয়ত বলতে পারেন- “ভাই নিরপেক্ষ নির্বাচন হলে প্রচুর ভোট পাবো।” না না। এতটুকু নয়। যারা এখন সমর্থন দিবে, তার থেকে ঢের বিরাট গোষ্ঠী আছে। ঐ বিরাট গোষ্ঠীটিকে কাছে পেলে আওয়ামী সরকার বানের জলের মত ভেসে যাবে। ঐ গোষ্ঠীটিকে কাছে টানুন। নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি দিন, যেন আওয়ামী সদস্যও আওয়ামীলীগ থুয়ে গোপনে আপনাকে ভোট দিয়ে যায়।
২) ভালোর কোন শেষ নেই, সরকার যতটুকু করবে, তারপর আরো ভালো করতে বলুন। সরকার যদি অধিক ভালো করতে ফেইল হয়, তখন বলতে পারবেন, তবে আমাকে ক্ষমতা দিন আমি অধিক ভালো করে সবাইকে দেখিয়ে দেই।
৩) ওবামা ক্ষমতায় আসার আসে তার শ্লোগান ছিলো- “উই নিড চেঞ্জ”। বাংলাদেশের কতটুকু চেঞ্জ তরুণ প্রজন্ম দেখতে চায় ? বিশ্বের বুকে বাংলাদেশের শক্তিশালী অবস্থান। আসছে নির্বাচনে সেই ‘চেঞ্জ’ করার ঘোষণা দিন। এবং সেটা কত উচু পর্যায়ের হতে পারে সেটা সম্পর্কে ধারণা দিন।
৪) আওয়ামীলীগ ধর্মকে এড়িয়ে চলে, বিরোধীদলগুলোর জন্য সেটা ছিলো উপর্যক্ত সুযোগ। রাষ্ট্রধর্ম, পাঠ্যপুস্তক পরিবর্তন সাধারণ মানুষের তৈরী এই ইস্যুগুলোতে বিরোধীদলগুলোর কোন অবস্থান দেখাতে পারেনি।
৫) আন্তর্জাতিক রাজনীতিতে ‘এন্টি ইসলাম’ একটি বিরাট ফ্যাক্টর। পাশ্ববর্তী ভারত, মায়ানমারে তা স্পষ্ট। এ অবস্থায় ‘মুসলমানদের পক্ষে’ অবস্থান নেয়া কোন বুদ্ধিমান রাজনৈতিক দলের উত্থ্যান হলে তা ব্যাপক জনসমর্থন পেতে পারতো।
৬) আওয়ামীলীগ বিদেশী লবিং করে ক্ষমতায় আসতে চায়, আপনারা জনগণের লবিং করুন, আপনারাও কেন বিদেশী লবিং খুঁজেন ? হয়ত বলতে পারেন- “ভাই নিরপেক্ষ নির্বাচন হলে প্রচুর ভোট পাবো।” না না। এতটুকু নয়। যারা এখন সমর্থন দিবে, তার থেকে ঢের বিরাট গোষ্ঠী আছে। ঐ বিরাট গোষ্ঠীটিকে কাছে পেলে আওয়ামী সরকার বানের জলের মত ভেসে যাবে। ঐ গোষ্ঠীটিকে কাছে টানুন। নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি দিন, যেন আওয়ামী সদস্যও আওয়ামীলীগ থুয়ে গোপনে আপনাকে ভোট দিয়ে যায়।
মনে রাখবেন চেঞ্জ সবাই চায়। কিন্তু উপযুক্ত ব্যাখ্যা ও অবস্থান কেউ দিতে পারে না। নির্বাচন আসতে ১ বছর আছে। এই বাকি সময়টা শুধু রাজনীতি রাজনীতি না করে পাবলিকের দিকে ঝুকেন। ইন্টারনেট-স্যাটেলাইনের যুগে সবাই দেশ-বিদেশ দেখছে। পাবলিক সর্বোচ্চ কোনটা চাচ্ছে সেটা ছড়িয়ে দেন, ক্ষমতায় আসলে সেটা করার প্রতিশ্রুতি দেন। দেখবেন আওয়ামীলীগের অবস্থান দুর্বল হতে বাধ্য।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments