ইহুদীদের নীল নকশা বা ‘ইহুদী প্রটোকল’ নামক বই থেকে-
ইহুদীরা গণমাধ্যম বা মিডিয়াকে তুলনা করছে হিন্দুদের বিষ্ণু মূর্তির সাথে। ইহুদীদের ভাষ্য- ভারতীয়দের বিষ্ণু মূর্তির মত তাদের মিডিয়ার শত শত হাত থাকবে। এক একটি হাত জনমতের কোন না কোন সূর বাজাতে থাকবে। ইহুদীরা যখন যেদিকে চাবে, তখন ঐ দিকের হাতের গতি বাড়িয়ে দেবে, ব্যস জনগণ ঐ দিকে ধাবিত হবে। অর্থাৎ মিডিয়ার মাধ্যমে জনগণ ইহুদীদের স্বার্থের দিকে সময় অনুযায়ী ধাবিত হবে।
(ইহুদী প্রটোকল বইয়ে শুধু মিডিয়া নিয়ে আলোচনার অংশটুকু পিডিএফ করে দেয়া হলো-http://bit.ly/2iFtYMF)
যেমন : ধরুন, রোহিঙ্গারা যখন আসা শুরু করলো, তখন মিডিয়া রোহিঙ্গাদের পক্ষে মায়াকান্না করলো। তারমানে ইহুদীরা রোহিঙ্গাদের প্রবেশের পক্ষে ছিলো। আবার এখন দেখছি, মিডিয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে নিউজ করছে। যেমন : ‘অমুক বাংলাদেশীকে জবাই করে হত্যা করেছে তমুক রোহিঙ্গা’। ‘বাংলাদেশীকে পিটিয়ে আহত করেছে রোহিঙ্গা’, ‘রোহিঙ্গারা পরিবেশ দূষণ করছে’ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন রোহিঙ্গাদের তো আর ফেরত পাঠানো যাবে না, এখন মিডিয়ার উদ্দেশ্য অনুমান হচ্ছে- তারা বাংলাদেশী ও রোহিঙ্গাদের মধ্যে একটি দূরত্ব বা দ্বন্দ্ব তৈরী করতে চাচ্ছে। আলটিমেট উদ্দেশ্য বোঝা যাচ্ছে না, তবে আপাতত উদ্দেশ্য এটাই, এরপর হয়ত সুযোগ বুঝে- বিষ্ণুর আরেক হাত নতুন কোন দিকে ধাবিত করবে জনগণকে। (http://bit.ly/2iFtYMF)
আপনি হয়ত বলতে পারেন- তাহলে কি রোহিঙ্গারা অপরাধ করেনি ?
আমি বলবো-অবশ্যই করেছে। ১০ জনের একটা পরিবার থাকলে তার মধ্যে ১ জন অপরাধী থাকতেই পারে। সেখানে ১০ লক্ষ মানুষ থাকবে, আর তার মধ্যে কেউ অপরাধ করবে না, এটা তো স্বাভাবিক নয়। কিন্তু সেই স্বাভাবিক বিষয়টা যখন জাতিগত ‘রোহিঙ্গা কর্তৃক বাংলাদেশী হত্যা’ শিরোনামে প্রকাশ করা হয়, তখন প্রকাশকারীর বিশেষ উদ্দেশ্যটা অনুধাবন করা সম্ভব। (http://bit.ly/2iI8sH2)
যাই হোক, এ বিষয়য়ে আমার বিস্তারিত আলাপ করার ইচ্ছা নাই। আমি আলাপ করবো মিডিয়া নিয়ে। এই যে মিডিয়া সুযোগ বুঝে তার স্বার্থ অনুসারে একের বার তার একেক হাত দিয়ে মানুষকে একের দিকে ধাবিত করছে, এভাবে চলতে থাকলে আপনার জাতি কি কখনও ইহুদীদের খপ্পর থেকে বের হতে পারবে ? অবশ্যই না।
অনেক আগে একটা গান শুনেছিলাম, যার শিরোনাম - “এ খাঁচা ভাঙ্গবো আমি কেমন করে”।
আপনি যদি ভাবেন- আপনার জাতিকে আপনি ইহুদীদের সেই ‘খাঁচা’ থেকে বের করে নিয়ে আসবেন, তখন আপনাকে ইহুদীদের সেই বিষ্ণুর হাতকে বিশ্বাস করা যাবে না। ওরা চাইবে- আপনার চিন্তার পরিধিকে বেধে দিতে, আপনি সেই পরিধির বাইরে কিছু চিন্তা করতে পারবেন না। কিন্তু আপনি যদি সেই খাঁচা থেকে বের হতে চান, তবে ওদের মিডিয়ার বানানো পরিধির বাইরে আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে ওদের প্রত্যেক স্টেপের উদ্দেশ্য সম্পর্কে বুঝার চেষ্টা করতে হবে, পক্ষে-বিপক্ষে ভাবার পর আপনার স্বার্থ অনুসারে পদক্ষেপ নিতে হবে। ওরা বলবে, আর আপনি অন্ধের মত ‘বুঝে না বুঝে’ ঝাঁপ দিবেন, তবে আপনি ঐ বিষ্ণুর হাতের আন্ডারেই থাকলেন। ফলে আপনার পক্ষে সেই ‘ইহুদী খাঁচা’ ভেঙ্গে বাহিরে আশা কখনই সম্ভব না।
No comments