Header Ads

ad728
  • Breaking News

    সুষমা স্বরাজ কর্তৃক ভারতীয় অর্থায়নে বহুতল ইসকন মন্দির ও বহুতল ইসকন ছাত্রবাস উদ্বোধন ও বাংলাদেশের বিপদ


    খবরে পড়লাম, সুষমা স্বরাজ বাংলাদেশে এসে ভারতীয় অর্থায়নে ১৫টি প্রকল্প উদ্ভোধন করেছে, এরমধ্যে রয়েছে সাভারে ৫ তলা ইসকন মন্দির নির্মাণ, সিলেট ইসকনের ৫ তলা ছাত্রাবাস নির্মাণ। (http://bit.ly/2zKnd0f)

    প্রথমেই বলতে হয়, ইসকন একটি বিতর্কিত সংগঠন, এর সাথে হিন্দু ধর্মের বিন্দুমাত্র সম্পর্ক নেই। এর প্রতিষ্ঠাতা প্রভুপাদ নিজে লেখাপড়া করেছে খ্রিস্টান চার্চে, এরপর আজ থেকে মাত্র ৫১ বছর আগে সৃষ্টি করে এই সংগঠনটি। এই সংগঠনের সাথে শুরু থেকেই কোন হিন্দু ধর্মগুরু সম্পৃক্ত ছিলো না, ছিলো ইহুদী ও খ্রিস্টান ধর্মের বিভিন্ন কূচক্রী লোক। এখনও ইসকনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে অধিকাংশ ইহুদী থেকে সন্দেহভাজন কনভার্টেড। ইসকন অনেকটা খ্রিস্টান এনজিও টাইপের সংগঠন।
    ইসকন সম্পর্কে জানতে আমার কিছু লেখা পড়তে পারেন-
    ১) ইসকন কি ? কে তাদের চালায় ? বাংলাদেশে কি তাদের উদ্দেশ্য ? (http://bit.ly/2y1iiL5)
    ২) ইসকন : আসল পরিচয় কি ? (http://bit.ly/2tEnMF1)

    ইসকন বাংলাদেশের মূল ধারার হিন্দুদের জন্যও খারাপ। কেননা এদের মূল উদ্দেশ্য সনাতনি মন্দিরগুলো থেকে ব্রাহ্মণ হটিয়ে তাদের শূদ্রদের নিয়ন্ত্রণে নেয়া (http://bit.ly/2iwcOkB)। ঢাকাস্থ স্বামীবাগের যে ইসকন মন্দিরটি দেখেন, খোঁজ নিয়ে জানুন, মন্দিরটি আগে ছিলো মূল ধারার সনাতনিদের। কিন্তু তাদের মামলা-মোকাদ্দমা দিয়ে সরিয়ে এখন ইসকন দখল করেছে। ঢাকাস্থ রমনা কালী মন্দিরের ঘটনাও একই। একাত্তর সালে যেসব হিন্দুকে সেখান হত্যা করা হয়, তারাই মন্দিরটির মূল মালিক। কিন্তু এখন তাদের সরিয়ে ইসকন নির্ভর কয়েকটি গ্রুপ সেটা দখলের পায়তারা করে যাচ্ছে। ২০১২ সালে ঠাকুরগাও-এ ইসকন মন্দিরের দখল নিয়ে এক সনাতনিকে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা। ( এ সম্পর্কে আমার স্ট্যাটাস-http://bit.ly/2zJZBcf)

    সুষমা যে সিলেট ইসকন মন্দিরের ৫ তলা ছাত্রাবাস উদ্ভোধন করলো, সেই ইসকন মন্দির থেকে গত বছর প্রকাশ্যে বন্দুক বের করে মুসল্লীদের উপর গুলি করেছিলো ইসকনীরা। যে ভিডিও এখনও ফেসবুকে পাওয়া যায়। (http://bit.ly/2y1GVaq)

    এছাড়া সিলেট ইসকনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর খুন করা হয়েছিলো এক ইমাম সাহেবকে। (http://bit.ly/2gyjFpq)

    এছাড়া নাসিরনগরে কথিত দাঙ্গার সূত্রপাত যে ছবিটি নিয়ে, সেই ছবিটিও কিন্তু ছড়ানো হয়েছিলো একটি ইসকনি আইডি থেকে (http://bit.ly/2yCRfFF)।

    বিতর্কিত প্রধান বিচারপতি এসকে সিনহাও কিন্তু ছিলো ইসকন সদস্য। (http://bit.ly/2pBI1oO)

    বাস্তবে বাংলাদেশে এত হিন্দু নেই যে ৫ তলা লম্বা মন্দির ও ছাত্রবাসের দরকার আছে। সম্ভবত ইসকনিরা এই মন্দিরগুলো বানিয়ে ভেতরে জঙ্গী ট্রেনিং এর ব্যবস্থা করবে। কারণ তারা যায়গা পেলেই আজকাল ট্রেনিং এর ব্যবস্থা করে। (http://bit.ly/2z1yxYV)

    এমনিতেই বাংলাদেশের হিন্দুদের লক্ষণ ভালো নয়। তারা চাইছে পায়ে পাড়া দিয়ে দেশে একটি বড় দাঙ্গা বাধিয়ে পৃথক ভূমির ডাক তুলতে। আর ইসকন তো আরো সন্দেহজনক সংগঠন, বাংলাদেশের সমস্ত উগ্রহিন্দুত্ববাদীদের মা তারা। গোয়েন্দা সংস্থা সাবেক সেনাপ্রধানদের কথা- ‘বাংলাদেশে র’ বইয়ে তো স্পষ্টই বলা হয়েছে- বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট অনুসারে ইসকন ইহুদীদের একটি সংগঠন।

    এই অবস্থায় সাভারে নতুন করে ৫ তলা ইসকন মন্দির ও সিলেটে ৫ তলা ইসকন ছাত্রাবাস নির্মাণ কখন গ্রহণযোগ্য হতে পারে না। আচ্ছা ! বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যদি একটি ৫ তলা মসজিদ ও একটি ৫ তলা মাদ্রাসা তৈরী করতো তবে বিজেপিসহ অন্যান্য উগ্রহিন্দুত্ববাদী সংগঠনগুলো কি তা মেনে নিতো ? কখনই না। তাহলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে কিভাবে বাংলাদেশে ইসকন মন্দির উদ্ভোধন করে? তার কাজ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা, কিন্তু ইসকন মন্দির উদ্ভোধন তো তার সফরের অংশ হতে পারে না।

    আমি এর তীব্র বিরোধীতা করছি। সুষমা স্বরাজ ইসকনের যে দুটি প্রকল্প উদ্বোধন করে, অবিলম্বে তা বন্ধ করা হোক, যা অবশ্যই দেশ ও জাতির নিরাপত্তার জন্য ভালো হবে।


    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728