Header Ads

ad728
  • Breaking News

    বিশ্বে মুসলিম ও ইসলামবিদ্বেষকে স্বীকৃতি দেয়া হচ্ছে, আর বাংলাদেশে মুসলমানরা নিজ ধর্ম পালন করতেই বাধাগ্রস্ত হচ্ছে


    গত কয়েকদিন যাবত মিডিয়ায়, অস্ট্রিয়ার নির্বাচনের বিষয়টি সবার চোখে পড়ার কথা। বাংলাদেশী অনেক মিডিয়ায় হেডিং হয়েছে- “অস্ট্রিয়া পেতে যাচ্ছে বিশ্বের সর্বকনিষ্ঠ নেতা”। ৩১ বছর বয়সী সেবাস্টিয়ান কুর্জ সর্বোচ্চ ভোট পেয়ে দেশটির ক্ষমতায় বসবে। বাংলাদেশী মিডিয়ায় এ ব্যক্তিকে বেশ পজিটিভ হাইলাইটস করা হলো দেখলাম। (http://bit.ly/2yuC3aU)

    অথচ এত কম বয়সে এত বেশি ভোট পাওয়ার রহস্যটা কিন্তু অধিকাংশ বাংলাদেশী মিডিয়া এড়িয়ে গেছে। সেবাস্টিয়ান কুর্জ এর নির্বাচনী ওয়াদা ছিলো, ক্ষমতায় গেলে সে “ইসলামের বিরুদ্ধে লড়াই করবে”। এছাড়া সেবাস্টিয়ান মসজিদগুলোর জন্য অনুদান বন্ধ এবং মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে কাটছাট করার চেষ্টাও করছে। তবে মজার ব্যাপার হচ্ছে, তার প্রতিপক্ষ দলের অভিযোগ - সে নাকি তাদের থেকে এ ইস্যুগুলো চুরি করেছে। মানে – কে কত মুসলিমবিদ্বেষী হতে পারে চলছে তার প্রতিযোগীতা। তারপরও বাংলাদেশী ও আন্তর্জাতিক মিডিয়ার কাছে কুর্জই ভালো। (http://bit.ly/2x4FOT6http://bit.ly/2zxINFi)

    এবার আসুন, বাংলাদেশে। লক্ষীপুর জেলার পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের একটি সিদ্ধান্ত দিয়েছে- এখন থেকে তার পৌরসভায় নামাজের সময় সব দোকানপাট বন্ধ থাকবে। তার বক্তব্য- মানুষের নৈতিক চরিত্র ধিরে ধিরে নষ্ট হয়ে যাচ্ছে, এ অবস্থায় ধর্ম চর্চা করলে মানুষ অনৈতিকতা থেকে ফিরে আসবে।

    খুব ভালো উদ্যোগ, স্থানীয় সাধারণ জনগণ এই উদ্যোগকে এপ্রিশিয়েট করেছে (http://bit.ly/2iib4vk)। অন্যদিকে মেয়রের এই সিদ্ধান্তের ফলে জ্বালাপোড়া শুরু করে দিয়েছে বাংলাদেশী মিডিয়া, আওয়ামী সেক্যু এবং আদারস নাস্তিক গং। সাথে বিবিসির মত বিদেশী শকুনীরা তো আছেই। প্রশাসনের পক্ষ থেকে নাকি তাকে শোকজও করা হয়েছে। (http://bit.ly/2zingiQ,

    তাদের দাবি হচ্ছে, নামাজের সময় দোকানপাট এমনকি হিন্দুদের দোকান বন্ধ থাকবে, তারা তো নামাজ পড়ে না, এটা কেমন সিদ্ধান্ত ?
    আচ্ছা, বাংলাদেশে যখন পূজা হয়, তখন ১৫-২০ দিন একনাগারে অনেক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরো দেশকে ছুটি দিয়ে দেয়া হয়। বাংলাদেশের মুসলমানরা তো পূজা করে না, তখন কেন তাদের ছুটি দেয়ার প্রয়োজন হয় ? মাত্র ৫% জনসংখ্যার জন্য ৯৫% জনগোষ্ঠীকে কেন বসিয়ে রাখা হবে ? এটা কি অন্যায় নয় ? লক্ষীপুরে নামাজের জন্য হিন্দু দোকানদার বসিয়ে রাখলে যদি সমস্যা হয়, তবে বিভিন্ন পূজা-পার্বনে সমস্ত মুসলিমদের ছুটি বাতিল করে দেন। হিসেব চুকে-বুকে যায়।

    উল্লেখ্য বাংলাদেশের পাশ্ববর্তী রাষ্ট্র ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ। অথচ সেখানে হিন্দুদের জন্য মুসলশানদের গরুর মাংশ খাওয়া নিষিদ্ধ করেছে এবং সেটা সংসদ ও কোর্ট থেকে পাশ করেছে। হিন্দুর জন্য মুসলমানের গরুর মাংশ খাওয়া কেন বন্ধ থাকবে ? বাংলাদেশে যেসব হিন্দু লক্ষীপুরের ঘটনা নিয়ে উহ-আহ করছে তারা কেন কিছু হলে ভারতের কাছে আশ্রয় চায় ? তারা কেন বাংলাদেশ থেকে সম্পদ লুটে ভারতে বাড়িঘর বানায় ? তারা কখন ভারতের এই অপকর্মের নিন্দা করেছে বলে কেউ দেখাতে পারবে না।

    আমি বুঝিনা, সেখানে সারা বিশ্বে মুসলিম ও ইসলামবিদ্বেষকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়া হচ্ছে, সেখানে ৯৫% মুসলমানের দেশ বাংলাদেশে মুসলমানরা নিজ ধর্ম পালন করতেই বাধাগ্রস্ত হচ্ছে। সত্যিই আশ্চর্য।



    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728