Header Ads

ad728
  • Breaking News

    আপনি অসাম্প্রদায়িকতা দেখাবেন ভালো কথা, দুই দিক থেকেই অসাম্প্রদায়িকতা দেখান


    আজকে হিন্দু ধর্মের কালী পূজার জন্য বাংলাদেশের সমস্ত স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেয়া হয়েছে। বাংলাদেশের জনসংখ্যার মাত্র ২-৩% হিন্দু, মুসলমান জনসংখ্যা ৯৫%। এত সামান্য জনগোষ্ঠীর জন্য এত বিরাট জনগোষ্ঠীকে বসিয়ে রাখলে কি দেশের ক্ষতি হয় না ?

    উল্লেখ্য গতকাল দেখলাম, লক্ষীপুরের মেয়র নামাজের সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলায় হিন্দু সম্প্রদায়ের কষ্ট পেয়েছে। তারা প্রশাসনের কাছে বিচার দিয়েছে। প্রশাসন মেয়রকে শোকজ করেছে। অবশেষে হিন্দু সম্প্রদায়, প্রশাসন ও মিডিয়ার চাপে মেয়র তার সিদ্ধান্ত তুলে নেয়। (http://bit.ly/2yyi1hi)

    মুসলমান সম্প্রদায়ের নামাজের জন্য যদি হিন্দু সম্প্রদায়ের ব্যবসার ক্ষতি হয়, তবে হিন্দু সম্প্রদায়ের পূজার জন্য মুসলমান সম্প্রদায়েরও তো ক্ষতি হচ্ছে ?

    বিষয়টা একপেশে চিন্তা করার সুযোগ নাই। আপনি অসাম্প্রদায়িকতা দেখাবেন ভালো কথা, দুই দিক থেকেই অসাম্প্রদায়িকতা দেখান। শুধু হিন্দুদের জন্য অসাম্প্রদায়িকতা, কিন্তু মুসলমানদের বেলায় দেখাবেন না এটা তো হতে পারে না।

    একপেশে অসাম্প্রদায়িকতা বন্ধ হোক ।




    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728