Header Ads

ad728
  • Breaking News

    বিশ্বরাজনীতিতে আমেরিকার মত একটা শকুনের মধ্যস্থতার ফাঁদে পা দেয়া বাংলাদেশের জন্য মোটেও উচিত হবে না।


    আজ থেকে ১৬ দিন আগে এক ফেসবুক স্ট্যাটাসে আমি বলেছিলাম-
    “মায়ানমার-বাংলাদেশ সমাঝোতার কথা বলে আমেরিকা ঢুকতে পারে।”
    (http://bit.ly/2hEdmRq)

    আজকে দেখি খবর এসেছে-
    “রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারকে বাংলাদেশের সাথে আলোচনায় বসাতে যুক্তরাষ্ট্র সবধরনের তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।”
    (http://bit.ly/2gteqLd)

    আমার মনে পড়লো, সাবেক কেজিবি এজেন্ট মনস্তাত্ত্বিক যুদ্ধ বিশারদ আলেক্সন্ডার ব্রেজমেনভ’র কথা। ব্রেজমেনভ কোন দেশ দখল করার জন্য চারটি ধাপ বর্ণনা করেছে।
    প্রথম স্টেজ : ডি-মরালাইজেশন বা নৈতিক চরিত্র অবক্ষয়।
    দ্বিতীয় স্টেজ : ডি-স্টেবিলাইজেশন বা স্বাভাবিক পরিবেশকে ভেঙ্গে দেওয়া।
    তৃতীয় স্টেজ : ক্রাইসিস বা চরম অস্থিতিশীলতা তৈরী করা।
    চতুর্থ স্টেজ : নরমালাইজেশন বা পরিস্থিতি স্বাভাবিক করার নাম দিয়ে দখল করা।
    মিয়ানমারে প্রথম ৩টি স্টেজ অনেক আগেই শেষ। এখন ৪র্থ ধাপ, মানে নরমালাইজেশন বা পরিস্থিতি স্বাভাবিক করার নাম দিয়ে ঢুকতে পারে আমেরিকা। আর রাখাইনে আমেরিকা ঢুকলে তা বাংলাদেশের জন্যও বিপদের কারণ।
    বিশ্বরাজনীতিতে আমেরিকা একটা শকুন, সেই ‘শকুনের মধ্যস্থতার ফাঁদ’এ পা দেয়া বাংলাদেশের জন্য মোটেও উচিত হবে না।


    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728