পিছা মারি তোর গণতন্ত্রে, আমার দেশ কে রক্ষা করবি বল ?
গতকালকে খালেদা জিয়া দেশে ফিরেছে। খালেদা জিয়াকে অনেকে “মাদার অব ডেমোক্রেসি”, “ফাইটার অব ডেমোক্রেসি” নানান উপাধি দিয়ে ডাকছে বিএনপির নেতাকর্মীরা। বলা হচ্ছে- খালেদা জিয়া নাকি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।
আমি জনগণের হয়ে বলতে চাই-
“দরকার নাই বাবা তোমাদের গণতন্ত্রের। তোমাদের গণতন্ত্র নিয়ে তোমরা থাকো। গণতন্ত্র ফিরে আসলে জনগণের কিছু হবে না, মরে গেলেও কিছু হবে না। রাজনীতিবিদদের গণতন্ত্র নামক মুলার পেছনে জনগণ আর দৌড় দেবে না। জনগণ দেখতে চায়- আসছে বিপদে দেশনেতারা কি কি ভূমিকা নিতে পারে। আসছে বিপদ মানে বলতে চাচ্ছি- রোহিঙ্গা ইস্যুতে একটি বিষয় স্পষ্ট- বাংলাদেশের সমুদ্র সীমানায় বিদেশী শকুনীদের চোখ পড়েছে। তারা যেকোন উপায়ে ঢুকবেই। খুব সহজ অর্থে বলতে গেলে- এর আগের টার্মে সুপার পাওয়ার ছিলো সোভিয়েত ইউনিয়ন, আপকামিং সুপার পাউয়ার ছিলো আমেরিকা। দু’জনের দ্বন্দ্ব ছিলো আফগানিস্তান নিয়ে। তাদের দ্বন্দ্বের মাঝে পড়ে ধ্বংস হয়ে গেছে আফগানিস্তান। বর্তমানে- সুপার পাওয়ার আমেরিকা, আপকামিং সুপার পাউয়ার চীন। এদের দ্বন্দ্বের কেন্দ্র বাংলাদেশের সমুদ্র সীমানা। স্বাভাবিক সূত্র মতে- বাংলাদেশ হয়ত খুব শিঘ্রই আফগানিস্তানের মত ধ্বংসস্তুপ হতে যাচ্ছে।
এই নির্বাচনে কে ক্ষমতায় আসবে সেটা খুবই গুরুত্বপূর্ণ । কারণ তার উপর নির্ভর করছে সে বাংলাদেশকে রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নিতে পারবে কি না ?
শেখ হাসিনা ইতিমধ্যে ফেল মেরেছে। অতি নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গাদের ফেরত দেয়া তো দূরের কথা, উল্টো এখনও রোহিঙ্গা প্রবেশ অব্যাহত রয়েছে। শেখ হাসিনা এ অঞ্চলটিকে বিদেশী শকুনদের হাত থেকে বাচানোর জন্য কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি এবং যেভাবে চলছে তাদের সামনেও কোন ভূমিকা নিতে পারবে বলে মনে হয় না। আওয়ামী সরকার ঐ সব বিদেশী শকুনদের দ্বারে দ্বারে ঘুড়ছে, কিন্তু একের পর এক মুসলিম রাষ্ট্রের দখলের প্রক্রিয়ায় পরবর্তীর লক্ষ্য ‘বাংলাদেশ’, সেই বাংলাদেশকে বাচাতে অন্য মুসলিমদেশগুলো সাথে ঐক্য করে শক্তিশালী অবস্থানে পৌছানোর কোন লক্ষ্ণ হাসিনা সরকার দেখাতে পারছে না।
এ অবস্থায় খালেদা যদি এমন কোন নির্বাচনী ইশতেহার পেশ করতে পারে- “বিএনপি ক্ষমতায় গেলে দেশের উপর আন্তর্জাতিক কূচক্রীদের হামলা আটকাতে পারবে।” তখন হয়ত তার জণগণের মাঝে একটা বিরাট গ্রহণযোগ্যতা তৈরী হতে পারে। জনগণই তার জন্য আন্দোলন-বিদ্রোহ করে তাকে ক্ষমতায় আনতে পারে। এছাড়া হুদাই ‘গণতন্ত্র’ নামক পুরাতন মুলা দেখিয়ে লাভ নেই।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments