Header Ads

ad728
  • Breaking News

    সমাজে বহুদিন ধরে যে মূল্যবোধ গড়ে উঠেছে, সেটা আজকাল স্কুল থেকেই ভেঙ্গে দেয়া হচ্ছে

    ছোটবেলায় জানতাম সিনেমা হলে যাওয়া খুব খারাপ কাজ। কোন বন্ধুকে যদি শুনতাম, সে সিনেমা হলে গিয়েছে, তবে খুব খারাপ বলতাম। কেউ সিনেমা হলে গেলেও স্কুলে এসে কখনই বলতো না। সিনেমা হলে যাওয়ার অপরাধে স্যার মাইর দিয়েছে এমন ঘটনাও আছে।
    কি আজব যুগ পড়লো, স্কুলগুলোতে সিনেমার লোকজন এসে বলছে- “তোমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখো, দেখলে খুব ভালো লাগবে।” ছেলেপেলে কে অ্যাসেম্বেলীর মত দাড় করিয়ে সিনেমা হলে যাওয়ার জন্য উৎসাহিত করছে, সিনেমার টিকিট দিচ্ছে।
    সমাজে বহুদিন ধরে যে মূল্যবোধ গড়ে উঠেছে, সেটা আজকাল স্কুল থেকেই ভেঙ্গে দেয়া হচ্ছে। প্রথমে, কথিত ভালো সিনেমার নামে মূল্যবোধ ভেঙ্গে দেয়া, পরবর্তীতে সে অবশ্যই ধাবিত হচ্ছে খারাপ সিনেমার দিকে। একটি শিশুর ভালো-মন্দ যাচাই করার ক্ষমতা থাকার কথা নয়।


    আমার মনে হয়, সমাজে সব ভালো মানুষ মরে যায়নি। এখনও অনেক ভালো মানুষ বেচে আছে। হয়ত তারা পরিস্থিতি-পরিবেশে কথা বলতে পারছে না। আপনাদের অনুরোধ করবো- “আপনারা দয়া করে আর চুপ থাকবেন না। আমাদের ভবিষ্যত প্রজন্মকে যারা প্রকাশ্যে অনৈতিকতার দিকে ঠেলে দিচ্ছে, তাদের প্রতিহত করুন। একটি জাতিকে পঙ্গু করে দেয়ার লক্ষে তার ভবিষ্যত প্রজন্মের নৈতিক মূল্যবোধের ভিত্তি ভেঙ্গে দেয়ার এর থেকে খারাপ উদাহরণ আর হতে পারে না। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে এইসব সিনেমাবাজি বন্ধ হোক।

    https://m.facebook.com/story.php?story_fbid=1524156414344097&id=207329749360110




    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728