আমার প্রত্যাশা অনেকটাই মিলে যাচ্ছে। রাষ্ট্রের নতুন পলিসিও প্রায় এক।
গতকাল বাংলাদেশ সময় দুপুরে পাকিস্তানের কথিত ভিডিও শেয়ার নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম- “শেখ হাসিনা নাকি কারো সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ করতে চান না। তার মতে- যুদ্ধ পরিস্থিতিও চলবে, সম্পর্ক ও চলবে। ……..তাই এইসব ভুয়া ভিডিও নিয়ে, যার যা খুশি বলুক। কিন্তু বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার প্রয়াস যেন অব্যাহত থাকে, এটাই প্রত্যাশা। ” (http://bit.ly/2A4RCqh)
গতকাল বাংলাদেশ সময় বিকেলে হওয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং এর খবর পড়লাম (http://bit.ly/2gQ0qI5)। খবরে পড়ে নিশ্চিত হলাম বাংলাদেশ-পাকিস্তান নতুন সম্পর্ক তৈরীতে আমার প্রত্যাশা অনেকটাই মিলে যাচ্ছে। রাষ্ট্রের নতুন পলিসিও প্রায় এক।
যাই হোক, তবে সেই সম্পর্কটা ভাঙ্গার জন্য সিআইএ ও র’ সমন্বয়ে একটি গ্রুপ যে কাজ করছে এটা নিশ্চিত। এই গ্রুপটির উস্কানি থেকে বেচে থাকাই জরুরী।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments