ইসরাইলি পত্রিকায় বাংলাদেশের কথিত হিন্দু নির্যাতন নিয়ে খবর ।
খবরের শিরোনাম- “Bangladeshi newspaper's conspiracy theories against Israel”।
খবরের লিঙ্ক- http://bit.ly/2hBcuNR , http://archive.is/UyOXJ
১৬ই নভেম্বর প্রকাশিত খবরটিতে বাংলাদেশের কোন চিপায় কোন হিন্দু নির্যাতিত হচ্ছে তার যাবতীয় লিস্ট প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে মেন্দি সাফাদির রেফারেন্স দিয়ে বলা হয়- বাংলাদেশ রোহিঙ্গাদের রক্ষা করে, কিন্তু নিজ দেশের হিন্দুদের উপর হামলা চালায়।
এছাড়া প্রতিবেদনটিতে দিগন্ত বার্তা ২৪ এর একটি নিউজ খণ্ডন করা হয়। গত ১২ই অক্টোবর মেন্দি সাফাদি তার ফেসবুক ওয়ালে বলেছিলো- “ইসরাইল বাংলাদেশ ও কুর্দিস্থানে সংখ্যালঘুদের স্বাধীনতা না পাওয়া পর্যন্ত ক্লান্ত হবেনা! দিগন্ত বার্তা ২৪ এসম্পর্কে মন্তব্য করেছিলো - “বাংলাদেশের স্বাধীনতা ধ্বংসে ষড়যন্ত্র করছে ইসরাইল। তারা এদেশে ভাগ করে সংখ্যালঘুদের নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে। ইতিমধ্যে মোসাদ ইজেন্ট সাফাদি এন মেন্দি তার ষড়যন্ত্রের জাল অনেকদূর ছড়িয়ে দিয়েছে। সব থেকে ভয়াবহ বিষয় হলো ইসরাইল বাংলাদেশের ইস্যুটাকে কুর্দিস্তানের স্বাধীনতার সাথে তুলনা করছে।“ (http://bit.ly/2mDihaX)
ইসরাইল পত্রিকায় দিগন্ত বার্তা ২৪ এর ঐ আশঙ্কা সরাসরি অস্বীকার করা হয়। এবং দাবি করা হয়- তারা শুধু বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। এবং হিন্দুদের সমান অধিকার প্রতিষ্ঠা করতে চায়, এর বেশিও চায় না, কমও চায় না।
আর্টিকেলটি লিখেছে রাহেল আব্রাহাম নামে এক গোড়া ইহুদী নারী সাংবাদিক।
তার আইডি লিঙ্ক- https://www.facebook.com/5744135
========================================
-----------------------------------------------------------------------
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
No comments