একটু আগে খবর পেলাম, শ্রীলংকায় মুসলমানদের উপর ভয়াবহ হামলা চালিয়েছে বৌদ্ধরা
একটু আগে খবর পেলাম, শ্রীলংকায় মুসলমানদের উপর ভয়াবহ হামলা চালিয়েছে বৌদ্ধরা। গত শুক্রবার ১৭ই নভেম্বর এই হামলার ঘটনা ঘটে। এ সময় মুসলমানদের ৩২৩টি বাড়ি জ্বালিয়ে দেয়া হয়। স্থানীয় মুসলমানরা জানিয়েছে, ঘটনার সময় নিরাপত্তা বাহিনী বৌদ্ধদেরকেই সাহায্য করেছিলো। স্থানীয় মুসলমানরা এ ঘটনার জন্য বধু বালা সেনা নামক একটি উগ্র বৌদ্ধ সন্ত্রাসী সংগঠনকেই দায়ী করেছে। (http://bit.ly/2zepfJz, http://bit.ly/2ASNk4K)
আপনাদের মনে থাকার কথা,
আপনাদের মনে থাকার কথা,
আজ থেকে প্রায় ৫১ দিন পূর্বে আমি বলেছিলাম, দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুসলমানদের তাড়ানোর জন্য ইহুদীরা ভারতের আরএসএস, মায়ানমারের ৯৬৯ মুভমেন্ট এবং শ্রীলঙ্কার ‘বধু বালা সেনা’, এই তিনটি সংগঠনকে সরাসরি দায়িত্ব দিয়েছে। (http://bit.ly/2j5L9Ul)
একই সাথে ঐ সময় আমি প্রশ্ন করেছিলাম,
তিনটি বিরাট বিরাট সাম্প্রদায়িক শক্তির মাঝখানে ছোট্ট একটু অসাম্প্রদায়িক বাংলাদেশ বেচে থাকবে তো ??
তিনটি বিরাট বিরাট সাম্প্রদায়িক শক্তির মাঝখানে ছোট্ট একটু অসাম্প্রদায়িক বাংলাদেশ বেচে থাকবে তো ??
========================================
-----------------------------------------------------------------------
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
No comments