নিজ ঘরে আগুন দিয়ে হিন্দুরা কি পেলো আর মুসলমানরা কি পেলো ?
১) রংপুর সদর উপজেলা চেয়ারম্যান ববি বলেন, “আমরা যাদের একটি ঘর পুড়ে গেছে তাদের ৫০ হাজার, যাদের ২টি ঘর পুড়ে গেছে তাদের ১ লাখ, যাদের ৩টি পুড়ে গেছে তাদের দেড় লাখ এবং যাদের চারটি ঘর পুড়ে গেছে তাদের ২ লাখ এবং যাদের ক্ষতি হয়েছে তাদের ৩০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছি।” (http://bit.ly/2zCufHn)
২) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন করে ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। রবিবার ঘর তৈরির কাজ শেষ হওয়ার কথা।
৩) কেন্দ্রীয় আওয়ামীলীগের পক্ষ থেকে পরিবারপ্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। (http://bit.ly/2iTpkHq)
৪) পুলিশের পক্ষ থেকে ঠাকুরবাড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে বাড়ি নির্মাণে ৫ হাজার টাকা করে করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়। (http://bit.ly/2moY4Wc)
৫) জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার রাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খিচুড়ি দেওয়া হয়েছে। (http://pdnewsbd.com/6367-2/)
৬) ইউএনও জিয়াউর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘর নির্মাণের সহায়তা দেওয়া হচ্ছে। ১০টি পরিবারকে তিন হাজার করে টাকা সাহায্য দেওয়া হবে। (http://bit.ly/2zWWpNM)
৭) জাতীয় পাটির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল ঠাকুরপাড়া গ্রাম পরিদর্শন করে। তারা ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার করে টাকা সাহায্য দেন। (http://bit.ly/2AI6omY)
অপরদিকে ক্ষতিগ্রস্ত মুসলমানরা কি পেলো ?
লালচাঁদপুর গ্রামে শনিবার রাত ১০টার দিকে ঐ দিনের ঘটনায় নিহত হাবিবুর রহমানের (২৬) লাশ দাফন করা হয়। পুলিশ প্রহরায় লাশ দাফন করা হয় বলে তার বাবা আবদুর রাজ্জাক জানান। হাবিবুরের স্ত্রী মোসলেমা বেগম জানান, তিনি ও তার সন্তানরা লাশ শেষবারের মতো একনজর দেখতে পারেননি। (http://bit.ly/2hqnvkY)
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments