শুধু টিটু রায় নয়, রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রের সাথে জড়িত তার পরিবারকেও গ্রেফতার করা হোক
টিটু রায়ের ধর্ম অবমাননা, টিটু রায়ের মা অনিলা রানী ও তার ভাই বিপুল রায়ের কৌশলী বক্তব্য, প্রথম থেকেই আমার মনে সন্দেহ তৈরী করেছে- টিটু রায়ের পরিবার কোন সাধারণ পরিবার নয়। দেখতে হাবাগোবা, দরিদ্র বা গ্রামের অশিক্ষিত মনে হলেও তারা কারো হয়ে কাজ করছে।
ছবিতে দেখতে পাচ্ছেন, টিটু রায়ের মা অনিলা রানী এবং ভাই বিপুল রায় Research and Empowerment Organizaton(REO) নামক একটি এনজিও’র ব্যানারে দাড়িয়ে আছে। রিও নামক এনজিওটি বাংলাদেশ ভিত্তিক হলেও এর সাথে যুক্ত আছে কানাডার BMRA এবং নেদারল্যান্ডের GHRD নামক দুইটি এনজিও’র সাথে। এদের কাজ হচ্ছে, বাংলাদেশের উগ্রহিন্দুদের একত্রিত করা ও ট্রেনিং দেয়া। এছাড়া এদের সাথে আরো একটি আমেরিকা ভিত্তিক আরেকটি এনজিও যার নাম United Hindu Society USA Inc – UHS ।
আমার প্রথম থেকে মনে হয়েছে- টিটু রায় ও তার পরিবারের আচরণ যথেষ্ট সন্দেহজনক এবং তারা প্রত্যেকটি স্টেপ বিশেষ উদ্দেশ্য নিয়ে কারো পরামর্শ মতে এবং কারো স্বার্থ সিদ্ধির জন্য করেছে। আমি অনেক দিন ধরে আপনাদের বলে আসছি, আমেরিকা চাচ্ছে এ অঞ্চলে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে, এতে এ অঞ্চলে ঢুকতে তাদের সুবিধা হবে। আমি এও বলেছিলাম- ‘বাংলাদেশের সংখ্যালঘু ও উপজাতিরা নিরাপদে নেই’ এই জিগির তুলে তারা চট্টগ্রাম বিভাগকে হিন্দু ও উপজাতিদের জন্য বাংলাদেশ থেকে পৃথক করার চেষ্টা করবে। ‘সংখ্যালঘুরা নিরাপদে নেই, এই শ্লোগান তৈরী করতে তারাই ধর্ম অবমনানা করবে, মুসলমানদের উস্কানি দেবে এবং তারা নিজেরাই ঘরে আগুন দিয়ে কান্নাকাটি করবে। এবং বিশ্বকে দেখাবে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে নেই।
যাই হোক, কথা বলছিলাম- Research and Empowerment Organizaton(REO) নামক এনজিও নিয়ে। এনজিওটি মূলত কাজ করে বাংলাদেশের উত্তরবঙ্গে। এনজিওটি’র বাংলাদেশে কার্যক্রমের নাম- নেটওয়ার্কিং দ্য ইয়োথ। ঐ এনজিও’র একটি কেন্দ্রীয় সভার চিত্র দেখুন এ লিঙ্কে (http://bit.ly/2zHFgXe, আর্কাইভ- http://archive.is/OwieC)।
এ সভায় তিনটি লোককে খেয়াল করুন-
১) প্রফেসর জন রিচার্ড (কানাডার সিমন ফ্রাসের ইউনিভার্সিটির প্রফেসর)
২) নিতায়ানন্দ স্বামী মহারাজ (ওয়ার্ল্ডওয়াইড ইসকন প্রচারক)
৩) রমেশ চন্দ্র ঘোষ ( মালিক শ্যামলী গ্রুপ)
সভায় দেখতে পাচ্ছেন প্রফেসর জন রিচার্ডকে বক্তব্য দিতে। এই জন রিচার্ড কিন্তু সাধারণ কোন ব্যক্তি না। উইকিতে দেখতে পারেন- সে মূলত রাজনৈতিক মাস্টারমাইন্ড। তবে বাংলাদেশে তার আসার মূল মাধ্যমে হতে পারে সে National Democratic Institute (NDI) নামক মার্কিন বেইজ সংগঠনের সাথে জড়িত। এ সংগঠনটি মূলত কাজ করে বাংলাদেশ, কলোম্বিয়া ও নেপালে রাজনৈতিক (পটপরিবর্তনে) ইস্যু । (https://en.wikipedia.org/
উল্লেখ্য- National Democratic Institute (NDI) নামক মার্কিন বেইজ সংগঠনটিকে খোদ মার্কিন সরকারই ফান্ড করে থাকে (https://en.wikipedia.org/
অর্থাৎ সেই সাম্প্রদায়িক পলিসি আর টাকা কয়েকটি ভায়া হয়ে টিটু রায় ও তার পরিবারের কাছে পৌছাচ্ছে। এবং টাকা ও পলিসি পেয়ে টিটু রায় ও তার পরিবার ষড়যন্ত্রগুলো ফিল্ড পর্যায়ে বাস্তবায়ন করছে।
তাই শুধু টিটু রায় নয়, টিটু রায়ের পরিবারকেও গ্রেফতার করা হোক। কারণ রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রে পুরো পরিবারটি যুক্ত তা স্পষ্ট।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ReplyDelete