হিন্দুরা যে আচার-আচরণ দেখায় তাতে স্পষ্ট বোঝা যায়- তারা পায়ে পারা লাগিয়ে ঝগড়া করতে চায়।
অনেকে দাবি করতে পারে- হিন্দু বাংলাদেশের সম্প্রীতির সাথে বসবাস করতে চায়। কিন্তু হিন্দুরা যে আচার-আচরণ দেখায় তাতে স্পষ্ট বোঝা যায়- তারা সম্প্রীতি চায় না পায়ে পারা লাগিয়ে ঝগড়া করতে চায়।
-ফেসবুক আইডিতে ধর্ম অবমাননা করা
-এরপর সেটা নিয়ে এত প্রতিবাদ হওয়ার পরও সেটা রিমুভ না করা,
-এরপর নিজেদের ঘরে আগুন দিয়ে মুসলমানদের ফাঁদে ফেলা,
-এখন আবার আন্দোলনে নামছে ঐ অমাননাকারীকে কেন গ্রেফতার করা হলো।
হিন্দু সম্প্রদায়ের কোন লক্ষণই সম্প্রীতির বার্তা নিয়ে আসে না, বরং ঝগড়ার আভাস নিয়ে আসে।
কেউ কেউ বলতে পারেন- মুসলমানরা দাঙ্গা লাগায়। মারামারি করে। আইন নিজের হাতে তুলে নেয়।
আমি বলবো- ঠিকই করে। এর দোষ সরকারের।
একটি জাতি কখন বিদ্রোহী হয়ে উঠে ? যখন সে ন্যায় বিচার না পায়, বিচারহীনতা দেখে, পক্ষপাতিত্ব দেখে, তখন সে নিজের হাতে আইন তুলে নিতে চায়।
হিন্দু মুসলিম দ্বন্দ্বে সরকার যেটা করে, সেটা স্পষ্ট পক্ষপাতিত্ব, এছাড়া কিছু নয়।
একারণেই মুসলিমরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে, বিক্ষোভ করে। ভবিষ্যতে যদি বড় কোন দাঙ্গা বাধে, তবে সেটার দায় সরকারের। সরকার যদি সঠিক বিচার করতো, হিন্দু-মুসলিম সমান চোখে দেখতো, তবে মানুষ কখনই আইন নিজের হাতে তুলে নেয়ার চিন্তা করতো না।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments