Header Ads

ad728
  • Breaking News

    রংপুরে মুসলমানদের গুলি করে হত্যার প্রতিবাদে পুলিশের বিশেষ শাখার ওয়েবসাইট হ্যাক



    রংপুরে মুসলমানদের শেষ নবীকে নিয়ে ব্যঙ্গকারীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে গুলি করে ৬ জনকে হত্যার প্রতিবাদে পুলিশের বিশেষ শাখা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআইএ’র ওয়েবসাইট হ্যাক করেছে মুসলিম সাইবার যোদ্ধারা । যদিও হ্যাককারী কোন সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।
    (http://pbi.gov.bd/, আর্কাইভ- http://archive.is/ZBPWO)
    হ্যাকাররা সাইটি হ্যাক করে পুলিশের জন্য একটি বিরাট বার্তা দেয়। বার্তাটি হুবুহু আপনাদের জন্য দেয়া হলো-
    “হে বাংলাদেশের পুলিশ তোমাকে বলছি,
    আমাদের প্রাণপ্রিয় নবীর বিরুদ্ধে হিন্দুরা ব্যঙ্গ করেছে ।
    সেই অপরাধের শাস্তি দেয়ার দায়িত্ব ছিলো তোমার।
    কিন্তু তুমি সেই শাস্তি না দিয়ে উল্টা প্রতিবাদকারী মুসলমানের উপর গুলি চালিয়েছো ।
    হত্যা করেছে নিরীহ মুসলমানকে।
    ছি : পুলিশ, ছি :
    তুমি বিদেশী জুজুর ভয়ে আর সামান্য চাকরীর জন্য এত নিচে নামতে পারলে??
    তুমি কি মুসলমান নও?
    তোমার কি জানা নেই আল্লাহ সব ক্ষমতার মালিক?
    আল্লাহ চাইলে বিদেশীরা কিছুই করতে পারবে না এবং কেউ তোমার চাকরীতেও হাত দিতে পারবে না।
    আর আল্লাহ না চাইলে তুমি বিদেশীদেরকে প্রতিহত করতে পারবে না এবং তোমার চাকরীও রক্ষা পাবে না।
    তুমি কি জানো না, পরকালে সুপারিশের ক্ষমতা একমাত্র নবীর হাতে।
    সেই নবীর বিরুদ্ধে গিয়ে তুমি কিভাবে হিন্দুর পক্ষ নিলে ?
    কিভাবে তোমার ভাইয়ের গায়ে গুলি চালালে ?
    কিভাবে ৬ মুসলিমকে শহীদ করলে ? কিভাবে শত শত মুসলমানের রক্ত ঝরালে ?
    এখন মামলা দিয়ে কেন তুমি মুসলমানকে ফেরারী বানিয়েছো ?
    ৬ মুসলিমের জানের থেকে হিন্দুর ৬টা বাড়ির দাম তোমার কাছে বেশি হয়ে গেলো ?
    তুমি নবীর শত্রুদের সাথে হাত মিলিয়ে নবীর উম্মতের রক্ত ঝরিয়েছো।
    ১৪০০ বছর পর নতুন করে কারবালা বানিয়েছো ।
    ছি : পুলিশ, ছি :
    হে পুলিশ !
    তুমি তো ভালো করেই জানো টিটু রায় হচ্ছে মূল উষ্কানীদাতা।
    এবং তুমি এও জানো টিটু রায়ের পরিবার-ই নিজ বাড়িতে আগুন দিয়েছে।
    কিন্তু তুমি কেন এখন হলুদ মিডিয়ার সাথে তাল মিলিয়ে হিন্দুদের নিষ্পাপ সাজাচ্ছো আর মুসলমানদের অপরাধী বানাচ্ছো??
    নিরাপরাধ মুসলমানদের মামলা দিয়ে জেলে ভরছো?
    রাসূলের ব্যঙ্গকারীকে তোষণ করে আর রসূলপ্রেমীদের নির্যাতন করে তুমি কি পরকালে পার পাবে ?
    হে পুলিশ !
    আমরা জানি তুমি মুসলমান । তুমি ভুলের মাঝে দৃঢ় থাকতে পারো না।
    তুমি ফিরে এসো। তুমি ফিরে এসো। আল্লাহর কাছে ক্ষমা চাও। পরকালকে ভয় করো।
    বিদেশী জুজুকে ভয় করো না, চাকরী হারানোকে ভয় করো না” কঠিন হাশরের মাঠে আল্লাহ’র রাসূলের সুপারিশ থেকে নিজেকে বঞ্চিত করো না।
    তুমি নিজ হাতে রাসূলের দুশমনদের শাস্তি দাও, তাদেরকে শায়েস্তা করো।
    এর প্রতিদান দুনিয়া-আখেরাতে তুমি অবশ্যই পাবে।
    সাথে এসব ষড়যন্ত্রকারী দমনের ফলে দেশে বজায় থাকবে শান্তি ও শৃঙ্খলা।
    “রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন” -জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
    [আপনাদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই। আপনাদের সাইটের কোন ক্ষতি হবে না। আজ রাত ১০:০০ আপনাদের সাইটের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়া হবে।]”
    (সূত্র: ইনবক্স)



    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728