Header Ads

ad728
  • Breaking News

    দেশে কি হিন্দুরা একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়েই ছাড়বে ?


    পোর্টালের নাম এইবেলা ডট কম, সম্পাদকের নাম সুকৃতি মণ্ডল। কিছুদিন আগে মোসাদ সদস্য শিপান কুমার বসু ও ইসরাইলি নাগরিক মেন্দি সাফাদির সাথে মিটিং করে নতুন রাজনৈতিক দল খুলেছে, যার নাম- বিএমজেপি। (http://bit.ly/2zL5AQG)

    গতকালকে ‘এই বেলায়’ একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম- “চিতলমারীতে একটি হিন্দু বাড়ি পুড়িয়ে দিল ফারুক শেখ”, অর্থাৎ এক মুসলমান হিন্দুবাড়িতে আগুন দিয়েছে।

    খবরটি পড়ে জানা যায়- বাগেরহাটের চিতলমারীতে একটি হিন্দু পরিবারকে বাড়ির ভেতর তালাবদ্ধ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ফারুক শেখ নামক এক ব্যক্তি আগুন দেয়। খবরের ভেতরে বলা হচ্ছে- দীর্ঘদিন ধরে ফারুক শেখ নামক এক ব্যক্তির সাথে ঐ হিন্দু দম্পত্তির জমি-জমা নিয়ে মামলা –মোকাদ্দমার দ্বন্দ্ব চলছিলো, তবে খবরের ভেতরে ফারুক শেখ ভিন্ন অন্য কোন অভিযুক্তে নাম পাওয়া যায় না। (সূত্র:http://bit.ly/2zJsKHphttp://archive.is/JEqsI)
    খবরটি হুবুহু কপি করে প্রিয়া সাহা নামক একটি ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেয়ার পর তা সাড়ে ছয়শ’ বার শেয়ার হয়েছে (http://bit.ly/2iqjldS)

    ঘটনার সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে, আমি আরো কয়েকটি পোর্টালে নিউজটি সার্চ দিলাম। কিন্তু পেলাম ভিন্ন কিছু তথ্য-
    দৈনিক কালেরকণ্ঠ, নয়াদিগন্ত ও ঢাকা টাইমের খবর পেলাম-
    আগুন দেয়ার ঘটনায় শুধু ফারুক শেখকেই অভিযুক্ত করা হয়নি, করা হয়েছে নরেশ গোসাই নামক এক হিন্দুকেও। কারণ ফারুখ শেখ ও নরেশ গোসাই উভয়ের সাথেই তাদের দীর্ঘদিন ধরে মামলা মোকাদ্দমা চলছিলো। ঘটনা ঘটার পর ঐ হিন্দু দম্পত্তি ফারুখ শেখ ও নরেশ গোসাই উভয়ের দিকেই সন্দেহের তীর ছুড়ে দেয়। (দৈনিক কালেরকণ্ঠ-http://bit.ly/2zNcjcL, নয়াদিগন্ত-http://bit.ly/2jzTSlo, ঢাকা টাইমস-http://bit.ly/2A82lnb)

    প্রথম কথা হচ্ছে- এখানে অভিযুক্ত হিসেবে দাবী করা হচ্ছে নরেশ গোসাই ও ফারুক শেখ নামক দুইজনকে। কিন্তু ‘এই বেলা ডট কম’ প্রচার করার সময় নরেশ গোসাইয়ের নামটা পুরোপুরি বাদ দিয়ে শুধু ফারুক শেখের নামটা প্রচার করেছে।

    দ্বিতীয় কথা হচ্ছে- বলা হচ্ছে ‘হিন্দুদের বাড়ি পোড়ানো হয়েছে’, কিন্তু মূল ঘটনা জমি-জমা সংক্রান্ত । বাংলাদেমের জমি-জমার জের ধরে বহু মুসলমানের বাড়িঘর পুড়ানো হয়, হতাহতের ঘটনাও ঘটে। তবে কি নিউজ হবে- “মুসলমানের বাড়িতে আগুন” ?


    তৃতীয় কথা হচ্ছে, পুরো ঘটনাটি সন্দেহজনক। কেননা মামলা মোকাদ্দমা চললে একপক্ষ অন্যপক্ষকে ফাঁসাতে এমন ঘটনা ঘটায়। সেক্ষেত্রে ‘ফারুক শেখ হিন্দুর বাড়ি পুড়িয়েছে’- এমন সত্যতা পাওয়া যাবে তখনই যখন মামলার তদন্ত রিপোর্ট আসবে। কিন্তু তার আগেই এ ধরনের উস্কানিমূলক খবর করা অবশ্যই ধর্মীয় বিভেদ উস্কে দেয়ার উদ্দেশ্যে।

    আমি প্রশাসন ও গোয়েন্দা বাহিনীর প্রতি আহবান করবো- এ ধরনের ধর্মীয় বিভেদ উস্কে দেওয়ার খবর করার জন্য অবশ্যই মোসাদ সংশ্লিষ্ট সুকৃতি মণ্ডলকে গ্রেফতার করা হোক। নয়ত এসব খবর দিয়ে নতুন করে রংপুরের ঘটনার সূচনা হবে। তখন কিন্তু বলতে পারবেন না, আপনারা জানেন না। তাই শুরুতে এসব ঘটনা দমন করা হোক। আপনাদের জানা থাকার কথা, মোসাদ এজেন্ট শিপন কুমার বসু বলেছে- সে নভেম্বরের মধ্যে শেখ হাসিনার পতন ঘটাবে। ( http://bit.ly/2xGb8fbhttp://archive.is/fiVrI ) এ সব উস্কানিমূলক খবরের সাথে ঐ ষড়যন্ত্রের কোন যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা উচিত।

    একই সাথে আমি বাংলাদেশের মানুষকে বলবো-
    আপনারা এসব হিন্দু ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সচেতন হউন। আওয়াজ তুলুন। কারণ এরা বিদেশী কানেকটেড হয়ে বাংলাদেশে বড় ধরনের অরাজকতা সৃষ্টির প্ল্যান করেছে। আমি কিছু আগে বলেছিলাম- “বাংলাদেশের সিরিয়ার মত অবস্থা হতে পারে।” হ্যা সেটার সূচনা কিন্তু হবে ঐ বাংলাদেশের হিন্দুদের মাধ্যমেই। সুতরাং সবাই সাবধান।



    ========================================
    আমার ফেসবুকের মূল পেইজ- Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5)
    পেইজ কোড- 249163178818686
    -----------------------------------------------------------------------
    আমার ফেসবুকের ব্যাকআপ পেইজNoyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
    -----------------------------------------------------------------------

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728