Header Ads

ad728
  • Breaking News

    ধর্মীয় উস্কানিমূলক সিনেমা নিষিদ্ধ করে দেশকে অরাজকতা থেকে রক্ষা করুন


    বাংলাদেশের রাজধানী ঢাকাসহ অন্যান্য শহরের রাস্তাঘাট ছেয়ে গেছে এক মুভির পোস্টারে-
    মুভির নাম- ‘বলো দুগ্গা মাই কি’।
    কলকাতার মুভি, প্রচারিত হবে বাংলাদেশে।
    মুভিটি বাংলাদেশের বিভিন্ন হলে মুক্তি পাবে ১৭ই নভেম্বর।

    আমার মতে, বর্তমান পরিস্থিতিতে এ মুভিটি বাংলাদেশে রিলিজ করা মোটেও ঠিক হবে না। কারণ- এ মুভিটির মাধ্যমে বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক অরাজকতা সৃষ্টি হতে পারে। ঘটনা দুইভাবে হতে পারে-
    ১) এই মুভির মাধ্যমে মুসলমানরা কোনভাবে ধর্মীয় আঘাত পেতে পারে, তখন তারা এর প্রতিবাদ করবে পারে। ফলে রংপুরের মত আবার কোন ঘটনা ঘটতে পারে। তাই আগে থেকেই মুভিটি ব্যান করা ভালো।
    ২) ‘বলো দুগ্গা মাই কি’- এ্ কথাটা বাংলাদেশে আসলে ভিন্নভাবে উচ্চারিত হতে পারে। কথায় বলে- ‘কোন দেশে গালি, কোন দেশে বুলি ‘ মুভির নামটা একটু চেঞ্জ করে উচ্চারিত করলে বা ভিন্নভাবে উপস্থাপন করলে, এর দ্বারা হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করতে পারে- মুসলমানরা তাদের ধর্ম নিয়ে অবমাননা করেছে। ব্যস শুরু হয়ে গেলো বাংলাদেশে ধর্মীয় অরাজকতা। সেখান থেকে শুরু হবে মারামারি-কাটাকাটি।

    রংপুরের ঘটনায় শুরুতেই যদি, টিটু রায়কে গ্রেফতার করা হতো, তবে ঘটনা এতদূর গড়াতো না্। কিন্তু সেটা না করে, ঘটনা ঘটতে দেয়া হয়েছে। ঠিক একইভাবে এই সব ধর্মীয় উস্কানিমূলক সিনেমা যদি প্রথমেই বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়, তবে ভবিষ্যতে বড় ধরনের অরাজকতা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

    একই সাথে বলবো-
    এখন যদি ‘সবাই বলো আল্লাহু আকবর’- নামে কোন মুভি রিলিজ হতো, তবে এতদিন বাংলাদেশের মিডিয়া চিল্লাপাল্লা শুরু করে দিতো। কিন্তু ‘বলো দুগ্গা মাই কি’ নামক মুভি বের হওয়ার পর তাদের মুখে কোন কথা শোনা যাচ্ছে না। রংপুরে ৭ দিন ধরে হাজার হাজার মুসলমান আন্দোলন করলো সেটা মিডিয়া দেখলো না, কিন্তু যখনই আগুন ধরলো ব্যস মিডিয়া লাইভ চলে আসলো, একের পর এক মুসলমানদের দোষারোপ করে নিউজ করলো। অথচ তারা যদি আগেই বিষয়টি নিয়ে সচেতনতামূলক নিউজ করতো, তবে অরাজকতা আগেই বন্ধ করা সম্ভব ছিলো। আসলে, বাংলাদেশের মিডিয়াকে কখনই বিশ্বাস করা যায় না, এরা বিদেশী ‘খাম’ পেয়ে একপেশে আচরণ করে ধর্মীয় সংঘাত উস্কে দিচ্ছে।

    আমি বাংলাদেশের সরকার, প্রশাসন, গোয়েন্দা ও পুলিশ বাহিনীকে বলবো,
    “এই ধরনের ধর্মীয় উস্কানিমূলক সিনেমা নিষিদ্ধ করে দেশকে অরাজকতা থেকে রক্ষা করুন। একই সাথে এর পেছনে কোন গোষ্ঠী বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে নাকি সেটাও খতিয়ে দেখা জরুরী।”




    ===========================================
    আমার ফেসবুকের মূল পেইজ- Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5)
    পেইজ কোড- 249163178818686
    ----------------------------------------------------------------------------
    আমার ফেসবুকের ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
    ----------------------------------------------------------------------------

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728