বর্তমান সময়ে যে বিষয়টি মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি দরকার, সেটা হলো একতা
আজকে মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠান ‘ঈদে মীলাদুন্নবী’।এ দিবসটি প্রায় ৪৮টি দেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হয় । এ দিবসটি নিয়ে কথা বলার আমি এজন্য প্রয়োজনীয়তা অনুভব করছি-এ দিবসটি পালন নিয়ে আমার মনে হয় মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি দ্বন্দ্ব ও তর্কাতর্কি হয়।এই দ্বন্দ্ব কোন কোন স্থানে মারামারি-খুনোখুনি পর্যন্ত পৌছে যায়।
বর্তমান সময়ে যে বিষয়টি মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি দরকার, সেটা হলো একতা। কিন্তু ঈদে মীলাদুন্নবী নিয়ে দ্বন্দ্ব এতটাই এক্সট্রিম পর্যায়ে যে মুসলমানরা কখনই একে অপরের সাথে এক হতে পারবে না। আমার মনে হয়, এ দ্বন্দ্বটা অন্তত এখন হলেও মেটানো উচিত। কারণ বাংলাদেশের সামনে খুব কঠিন একটা সময় অপেক্ষা করছে। বাংলাদেশের দিকে শকুনী দৃষ্টি পড়েছে বিদেশী শত্রুদের। বাংলাদেশকে সিরিয়া-ইরাক-আফগানিস্তান বানাতে তাদের প্রয়াস অব্যাহত। এখন একটি বিষয় নিয়ে মুসলমানরা যদি এতটা দ্বন্দ্বে মেতে থাকে, তবে তারা সারাদিন নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটি করবে, আর সেই সুযোগে বিনাবাধায় বিদেশী শত্রুরা বাংলাদেশ দখল করবে। এ দিবস যে ইচ্ছা হয় পালন করুক, যে ইচ্ছা হয় না করুক, আপনারা এটা নিয়ে দ্বন্দ্ব বাদ দেন। মুসলিম ঐক্যের ডাক দিন। সবাই এক হয়ে বিদেশী শত্রুর মোকাবেলা না করলে, আসছে কঠিন সময়ে বিদেশী শত্রুর সামাল দেয়ার ক্ষমতা মুসলমানদের নেই- এটা আমি হলফ করে বলতে পারি।
========================================
-----------------------------------------------------------------------
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
No comments