Header Ads

ad728
  • Breaking News

    যে রোবটটির নাম ‘সোফিয়া’ তা কিন্তু নবীর একজন স্ত্রীর নামের সাথে মিলে যাচ্ছে


    আজ থেকে প্রায় ৬ মাস আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, স্ট্যাটাসের শিরোনাম ছিলো - “ব্যাপারটা কি কাকতালীয় না ইচ্ছাকৃত ?” (http://bit.ly/2BGf25W)

    স্ট্যাটাসে কলকাতা মুভির দুটি অশ্লীল চরিত্রের নাম নিয়ে প্রশ্ন তুলেছিলাম- একটি নাম দেয়া হয়েছিলো আয়েশা, অন্যনাম ছিলো সালমা। আমি বলেছিলাম- এ নামগুলো কেন মুসলমানদের শেষ নবীর স্ত্রীদের নামের সাথে মিলে গেলো ? এ নামগুলো তো কারো জন্মগত নাম নয়, সিনেমা প্রস্তুতকারীদের তৈরীকারী নাম। তারা নামগুলো কেন মিলিয়ে রাখলো ?

    সম্প্রতি হংকং-এ নারী অবয়বের একটি রোবট তৈরী হয়েছে, যার নাম রাখা হয়েছে ‘সোফিয়া’। এই পুতুলটিকে নাকি সৌদি নাগরিকত্ব দেয়া হয়েছে, ঐটা নাকি বাংলাদেশেও নিয়ে আসা হবে। অবাক করার মত বিষয় হচ্ছে, ইতিহাস বলছে এই নামটিও কিন্তু নবীর একজন স্ত্রীর নামের সাথে মিলে যাচ্ছে। এবং যথারীতি ঐ নামের রোবট নিয়ে চলছে নানান অশ্লীল ও ব্যঙ্গ কার্টুন।

    অনেকে হয়ত জিনিসটা এড়িযে যাবেন এই বলে- দেখুন অনেক হিন্দি সিনেমার নাইকা আছে যাদের নাম এ ধরনে। আমি তাদের বলবো- ঐগুলো তো তাদের জন্মগত নাম, কিন্তু সিনেমা বা নাটক বা চরিত্রে প্রয়োজনে কেন এ ধরনের নামগুলো ব্যবহার করা হচ্ছে সেটা নিয়েই আমি কথা বলছি।

    আসলে সাধারণ মানুষ তো এগুলো জানে না, এগুলো নিয়ে কথা বলার কথা ছিলো মুসলমানদের ধর্মীয় নেতাদের। কিন্তু দেখা যাচ্ছে- বর্তমানে অধিকাংশ মুসলিম ধর্মীয় নেতা সেক্যুলার সাজতে চাইছে, কেউ সরকারের সাথে সমঝোতা করতে চাইছে, কেউ বা সামনে নির্বাচন দেখে গণতান্ত্রিক সিস্টেমের বাইরে যেতে অনিচ্ছুক। আর এ সুয়োগে ইসলামবিদ্বেষীরা এনামগুলো ব্যবহার করে করছে নানান বিকৃতি।

    আগেতো তাও ইসলামীক গুরুত্বপূর্ণ নামগুলো দিয়ে গুগলে সার্চ করলে কিছু পাওয়া যেতো। এখন ঐ সব নাম দিয়ে সার্চ দিলে পতিতা, অশ্লীল চরিত্র আর রোবটের নাম পাওয়া যায়। ভবিষ্যত প্রজন্ম হয়ত এ নামগুলো দিয়ে ঐসব নাম দিয়ে পতিতা, অশ্লীল চরিত্র আর রোবটদেরকেই চিনবে।



    ========================================
    আমার ফেসবুকের মূল পেইজ- Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5)
    পেইজ কোড- 249163178818686
    -----------------------------------------------------------------------
    আমার ফেসবুকের ব্যাকআপ পেইজNoyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
    -----------------------------------------------------------------------

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728