Header Ads

ad728
  • Breaking News

    সম্ভবত আমেরিকান লবিং-এ মেয়র পদে আসছে আনিসুলের স্ত্রী রুবানা হক

    মেয়র হানিফ মারা যাওয়ার পর একটা গ্রুপ হঠাৎ করে তার নামের ব্যাপক প্রচার প্রসার শুরু করার পর ধারণা করেছিলাম- মেয়র হানিফের নামটা বিক্রি করে নতুন মেয়র হতে চাইছে কেউ। পরে আমার ধারণা সঠিক করে তার ছেলেই মৃত বাবার নাম বিক্রি করে মেয়র হয়।
    মেয়র আনিসুল মারা যাওয়ার পর মিডিয়ার অতি লম্ফ-ঝম্ফ আমাকে একই কথা স্মরণ করিয়ে দিয়েছে। মনে হয়েছে, মেয়র আনিসুলের লাশ নিয়ে মিডিয়ার অতিরিক্ত লম্ফ-ঝম্ফের পেছনে যতটা আনিসুলের প্রতি ভালোবাসা দায়ী, তার থেকে ঢের দায়ী, যাকে মিডিয়া আনিসুলের পরবর্তী স্থানটি দিতে চাইছে।
    পরবর্তীতে আনিসুলের প্রতি কথিত শ্রদ্ধা প্রদর্শন যখন রাজনৈতিক গন্ডি পার হয়ে অন্য দলের মাঝেও প্রবেশ করলো, তখন বুঝলাম- সমস্যা সত্যিই দৃঢ়। আনিসুল কোনপন্থী ছিলো তা জানি না, তবে নতুন যাকে আনার চেষ্টা করা হচ্ছে সে সত্যিই ১০০% আমেরিকাপন্থী।
    হ্যা সম্ভবত আমেরিকান লবিং-এ আসছে আনিসুলের স্ত্রী (দ্বিতীয়, মতান্তরে তৃতীয় স্ত্রী ) রুবানা হক। রুবানা হক প্রাথমিক জীবনে এরশাদ সমর্থক ছিলো। এরশাদ আমলে টিভির অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানে ফজলে লোহানির পাশে এরশাদের পক্ষে কথা বলা সেই বাকপটু কৌশলী মেয়েটি রুবানা হক।
    তবে এখন তার পশ্চিমা লবিং ধরা যায়। ২০১৩ ও ২০১৪ সালে বিবিসি’র ১০০ নারী নিবন্ধে রুবানার নাম ছিলো। মুন্নী সাহা এক স্ট্যাটাসে নিজেকে রুবানার শিষ্য বলে দাবি করে বসেছে। আর এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন তো তার লেখায় পরবর্তী মেয়র হিসেবে রুবানাকেই প্রমোট করলো।
    বর্তমানে বাংলাদেশে মিডিয়ার মধ্যে আমেরিকান প্রভাবটা বেশি। আর সেই মিডিয়া যাকে প্রমোট করবে সেও আমেরিকান লবিং এ আসবে। রুবানাকে হয়ত পরবর্তী মেয়র হিসেবে সেদিক থেকেই প্রছন্দ করা হচ্ছে।

    ========================================
    আমার ফেসবুকের মূল পেইজ- Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5)
    পেইজ কোড- 249163178818686
    -----------------------------------------------------------------------
    আমার ফেসবুকের ব্যাকআপ পেইজNoyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
    -----------------------------------------------------------------------

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728