নাস্তিক্যবাদীদের পেছনে কে (১)
আসাদ নূরের গ্রেফতারের পর নাস্তিক আসিফ মহিউদ্দিন লাইভে এসে নব্য নাস্তিক মুফতে মাসুদের সাথে কথা বলছিলো। আমি তাদের কথপোকথন শুনছিলাম। কথপোকথনের এক পর্যায়ে মুফতে মাসুদ বলে ফেললো-“আমাদের জন্য টাকা আসে। আমাদের টাকা আসতো আসাদ নূরের মাধ্যম হয়ে”। (http://bit.ly/2ldtzzq)
আমার একটা প্রশ্ন মনের মধ্যে সব সময় কাজ করে-
“আচ্ছা নাস্তিকদের এই টাকা আসে কোথা থেকে ?”
“কারা নাস্তিকদের টাকা দেয় ? কি তাদের উদ্দেশ্য ?”
আমার এ লেখা, নাস্তিকদের টাকার উৎস সন্ধানে।
মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বব্যাপী তাদের সম্রাজ্যবাদ ছড়িয়ে দিতে যে কার্যক্রম হাতে নিয়েছে, তার নাম ‘এনজিও’। এই এনজিও কার্যক্রমের মাধ্যমে তারা সারা বিশ্বকে অক্টোপাসের মত আকড়ে ধরেছে। মার্কিন সরকারের মূল বা মাদার এনজিও’র নাম USGLC। (www.usglc.org/)
সম্পূর্ণ- U.S. Global Leadership Coalition। এই এনজিও এবাউটে লেখা- Strengthening America's leadership in the world through a strategic investment in development and diplomacy. অর্থাৎ বিশ্বব্যাপী আমেরিকার নেতৃত্ব ধরে রাখাই এর মূল উদ্দেশ্য। সংস্থাটির বর্তমান চেয়্যারম্যানের নাম দান গ্লিকম্যান, একজন ইহুদী। এই সংস্থাটির সাথে কোয়ালিশন আছে ফেসবুক, রয়টার্স, কোকাকোলা, শেভরন, মাইক্রোসফট, পিএন্ডজিসহ হাজার হাজার ওয়ার্ল্ড জায়ান্ট সংস্থা।
যাই হোক, USGLC সংস্থাটির অনেকগুলো হাত আছে। এর মধ্যে একটি হচ্ছে National Endowment for Democracy বা NED । (www.ned.org)
NED নিয়ন্ত্রণ করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সংস্থাটির অপরেটিং বাজেট ১০৩ মিলিয়ন ডলার, যা দেয় মার্কিন মাদার কেন্দ্রীয় এনজিও সংস্থা USGLC। তবে প্রাইভেট বা অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলো থেকেও সেখানে ফান্ড আসে। এছাড়া মার্কিন স্টেট ডিপার্টমেন্টও NED কে পৃষ্ঠপোষকতা করে। সংস্থাটির বর্তমান প্রেসিডেন্টের নাম কার্ল গ্রার্সম্যান, সেও ধর্মে ইহুদী।
NED’র কাজ হচ্ছে বিশ্বব্যাপী ‘মুক্তচিন্তা’র বিষয়টি দেখাশোনা করা। NED এর একটি হাতের এর নাম হচ্ছে IFEX বা International Freedom of Expression Exchange।(https://www.ifex.org/)
বিশ্বব্যাপী ৬৫টি দেশে ১০৪টি এনজিও নেটওয়ার্ক তৈরী করেছে তারা। এই এনজিওগুলোর কাজ হচ্ছে বিভিন্ন দেশে নাস্তিক ব্লগার/সাংবাদিক তৈরী করা, মিডিয়ায় নাস্তিব্যবাদী পরিবেশ তৈরী করা এবং কেউ বিপদে পরলে তার সাহায্যে এগিয়ে আসা। সর্বপরি পুরো মিডিয়াকে সিআইএ’র কন্ট্রোলে নিয়ে আসা এবং তাদের স্বার্থে ব্যবহার করা সংস্থাটির লক্ষ্য। IFEX এর প্রধান কার্যালয় কানাডায় অবস্থিত।
এবার আসুন দেখি, বাংলাদেশে IFEX কোন কোন এনজিও কাজ করছে ?
বাংলাদেশে IFEX এর তত্ত্বাবধানে দুই ধরনের এনজিও কাজ করছে, একটি আন্তর্জাতিক, আরেকটি শুধু বাংলাদেশের জন্য।
শুধু বাংলাদেশের জন্য কাজ করা এনজিও নাম হচ্ছে- Media Watch Bangladesh।
(https://www.ifex.org/
এই এনজিওর ঠিকানায় দেয়া আছে একটি মোবাইল নম্বর 01819223309
এবং একটি মেইল আইডি- mediawatchbangladesh@gmail
এ দুটো দিয়ে ফেসবুকে সার্চ করলে আসে একুশে টিভির সিইও বুলবুল আহসানের ফেসবুক আইডি- https://www.facebook.com/
(চলবে)
========================================
-----------------------------------------------------------------------
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
No comments