ভারতের দিল্লীতে ক্রিকেট খেলতে গিয়ে দূষিত বায়ুতে অসুস্থ হয়ে পড়েছে শ্রীলংকার ক্রিকেটাররা।
ভারতের দিল্লীতে ক্রিকেট খেলতে গিয়ে দূষিত বায়ুতে অসুস্থ হয়ে পড়েছে শ্রীলংকার ক্রিকেটাররা। অনেকে বমি করেছে। কেই মুখে মাস্ক লাগিয়েছে। উল্লেখ্য, ভারতে বায়ু দূষণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এ বছর দিল্লীর বায়ু দূষণ এত মারাত্মক পর্যায়ে পৌছেছে যে, জারি হয়েছে রেড এল্যার্ট, বন্ধ করা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।
এটা সবাই জানে, ভারতে এ দূষণের মূল কারণ দিওয়ালী পূজা, যেখানে পোড়ানো হয় প্রচুর আতশবাজি। সেই পূজার কারণে আজকে ভারতের বায়ুর এই করুণ দশা।
একটি বিশেষ গোষ্ঠী বাংলাদেশে মুসলমানদের কোরবানী আসলেই পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ করে চিৎকার করে। কিন্তু হিন্দুদের পূজা আসলে চুপ হযে যায়। অথচ পূজায় কতটুকু পরিবেশ দূষিত হয়, তার দলিল আজকে ভারতের রাজধানীর করুণ পরিণতি থেকে সারা বিশ্ব দেখতে পাচ্ছে।
বাংলাদেশেও দূর্গা পূজার সময় মূর্তি ডুবানো এবং দিওয়ালী পূজার সময় আতশবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। নয়ত বাংলাদেশেও ভারতের মত দূষিত রাষ্ট্রে পরিণত হওয়া সময়ের ব্যাপার মাত্র।
========================================
-----------------------------------------------------------------------
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
No comments