সরোস হঠাৎ কেন নায়লা কবিরকে বাংলাদেশে পাঠালো ? কি তার উদ্দেশ্য ?
গত কয়েকদিন আগে বিডিনিউজে একটা খবর দেখলাম-
বাংলাদেশে এখন সৌদি আরবের সংস্কৃতিতে ইসলাম ধর্ম পালন করা হচ্ছে বলে মন্তব্য করেছে নায়লা কবির নামক এক নারীবাদী মহিলা। ঐ মহিলা দাবি করছে- একজন মহিলার গায়ে বোরকা, মাথায় হিজাব, হাতে পায়ে মোজা, চোখে সানগ্লাস-এটা সৌদি আরবের সংস্কৃতি। এভাবেই ধর্মীয় শৃঙ্খলার নামে নারীকে আবদ্ধ করে রাখা হয়েছে।” সে আরো দাবি করেছে- ‘পর্দা মনের ভিতরে থাকে, কাপড়ে নয়’ ।
(http://bit.ly/2AVfeAO)
ঐ মহিলার বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা কোনটাই করার ইচ্ছা আমার নাই। আমি শুধু মহিলার পরিচয় জানার জন্য চেষ্টা করলাম। দেখতে বাড়ির কাজের বুয়ার মত চেহারা (নারীবাদীরা এ ধরনের চেহারার হয় এটা আমি অনেক আগেই বলেছি) জন্ম ভারতের পশ্চিমবঙ্গে, বেশিরভাগ সময় কেটেছে ইউরোপ-আমেরিকায়। কিন্তু শেষ বয়সে কেন বাংলাদেশের নারী পর্দা-বোরকা নিয়ে গবেষণা শুরু করেছে সেটাই চিন্তার বিষয়। তার লেখা একটা বইয়ের নাম- “The Quest for National Identity: Women, Islam and the State in Bangladesh”।
যাক সে কথা, কাজের বুয়া চেহারার এ মহিলার পরিচয় ঘাটতে গিয়ে পেলাম- সে ‘ওপেন সোসাইটি ফাউন্ডেশন’ নামক সংস্থার নারীবাদ বিভাগের বোর্ড সদস্য। (https://osf.to/2jfdbha,http://nailakabeer.net/
ওপেন সোসাইটি ফাউন্ডেশন কার সংস্থা তা আপনাদের জানা থাকার কথা। তবুও নতুন করে বলছি- এর মালিক ইহুদী তেল ব্যবসায়ী জর্জ সরোস। মায়ানমারে রোহিঙ্গা গণহত্যার জন্য যাকে প্রথমেই রুশ গোয়েন্দারা দায়ী করেছিলো (http://bit.ly/2jaK3Kl)। জর্জ সরোস ২০০৬ সালে বাংলাদেশের শাহবাগে যাদুঘরে সুলতানা কামাল চক্রবর্তীর ‘আইন ও সালিস কেন্দ্র’র এক অনুষ্ঠানে আসে। সে অনুষ্ঠানে সরোসের একপ্রান্তে চেয়ারে বসেছিলো ড. ইউনুস, অন্যপ্রান্তের চেয়ারে বসেছিলো ব্র্যাকের ফজলে হাসান আবেদ। (http://archive.is/E39jS)
বর্তমান পৃথিবীতে জর্জ সরোজ এক কুখ্যাত নাম। পৃথিবীর বড় বড় কুখ্যাত ঘটনার পেছনে অনেকেই তাকে দায়ী করে। পৃথিবী নিয়ন্ত্রণ করে এমন নেতৃস্থানীয় ইহুদীদের একটি সংগঠন আছে, তারা প্রতি বছর একটি সম্মেলন করে, যাকে বিল্ডারবার্গ সম্মেলন হিসেবে অনেকে চিনে। ঐ সম্মেলনের একজন সদস্য এই জর্জ সরোস। (http://bit.ly/2AxBOgl)
আমার কথা হলো-
সরোস হঠাৎ কেন নায়লা কবিরকে বাংলাদেশে পাঠালো ? কি তার উদ্দেশ্য ?
বিভিন্ন দেশের সম্পদ দখলের একটি পলিসি হচ্ছে-
ঐ দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব তৈরী করা। এতে তারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করবে, ফলে বহি:শত্রু আক্রমন করলে ঠেকানোর সুযোগ পাবে না।
আমার প্রাথমিক ধারণা সে ধরনের টার্গেট দিয়ে নায়লা কবিরকে পাঠিয়েছে জর্জ সরোস।
========================================
-----------------------------------------------------------------------
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
No comments