Header Ads

ad728
  • Breaking News

    শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করে না ?


    আজকে খবরে দেখলাম- ৪র্থ শ্রেণীর প্রশ্নপত্রও ফাঁস হয়েছে। (http://bit.ly/2AId4pa)
    একবার চিন্তা করে দেখুন তো, ক্লাস৪ এ পড়তে প্রশ্নপত্র ফাঁস হতে পারে, এমন কোন ধারণা অথবা প্রয়োজনীয়তা আপনার মাথায় ছিলো কি না ? সবাই হয়ত বলবেন- এত ছোট বাচ্চার প্র্রশ্নপত্র ফাঁসের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে না।
    তাহলে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন ? ছাত্র-ছাত্রীদের চাহিদার উদ্দেশ্যে ?
    নাকি কারো বিশেষ কোন এজেন্ডা বাস্তবায়নে ?
    দুদক একটি তদন্ত করে দেখেছে, এই প্রশ্নপত্র ফাঁসের পেছনে জড়িত রয়েছে সরকারী কর্মকর্তারা। (http://bit.ly/2BoAiA8)
    আমি জানি, বাংলাদেশের মানুষ এখন অনুভূতি শূণ্য হয়ে গেছে। তাদের বেশিরভাগের অনুভূতি কাজ করে এখন ক্রিকেট খেলা, সুন্দরী প্রতিযোগীতা আর মুভি-নাচ নিয়ে। যার কারণে ‘প্রশ্নফাঁস’ শব্দের ক্ষতি কত ভয়াবহ তা অনুধাবন করার অবস্থা অনেকেরই নেই।
    তারপরও বলছি-
    ছোটবেলায় পড়েছিলাম- শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রশ্নফাঁস মানে হচ্ছে সেই মেরুদণ্ডে ক্যান্সার মানে স্পাইনার ক্যান্সার হওয়া। খুব স্বাভাবিক স্মাইনাল ক্যান্সার আক্রান্ত বাংলাদেশ খুব বেশিরদিন বেচে থাকবে না।
    একটি জাতিকে যদি ধ্বংস করতে চাও, তার শিক্ষিত প্রজন্মকে আগে ধ্বংস করে দাও
    তবে ঐ জাতি আর শত্রুর যুলুম নিপীড়নের বিরুদ্ধে কথা বলতে পারবে না
    তার বোধ শক্তিই থাকবে না, প্রতিবাদ করা তো অনেক পরের বিষয়।
    বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত একজন ব্যক্তি।
    জাতিসংঘের সংস্থা ইউনেস্কো তাকে পর পর দুইবার ভাইসপ্রেসিডেন্ট পদে আসীন করেছে। (http://bit.ly/2C5AqkM)
    শুধু তাই নয়, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য পাশ্ববর্তী রাষ্ট্র ভারত তাকে ‘ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড’ নামক পুরষ্কারও দিয়েছে । (http://bit.ly/2AoPSHY)
    এক বার দুই বার নয়, শিক্ষামন্ত্রী নাহিদ যখন বার বার প্রশ্নপত্র ফাঁস করে বাংলাদেশের শিক্ষা সেক্টরকে পুরোপুরি ডুবিয়ে দিচ্ছে, আর আমেরিকানপন্থী ইউনেস্কো ও আর ভারতের ‘ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড’ কেন তাকে পুরষ্কৃত করছে ?
    যার আমলে এতবার প্রশ্নপত্র ফাঁস হয়, তার তো আন্তর্জাতিকভাবে নিন্দিত হওয়া উচিত। কিন্তু তাকে আমেরিকা ও ভারত বার বার পুরষ্কৃত করছে কেন ?
    এটা কি নাহিদের শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য, নাকি শিক্ষাক্ষেত্রকে ডুবিয়ে দেয়ার জন্য ?
    হিসেব খুব সোজা-
    সিআইএ ও র’ চায় বাংলাদেশকে শাসন করতে। এজন্য তাদের একটি মূর্খ প্রজন্ম প্রয়োজন। সেই প্রজন্ম হবে বাপুরাম সাপুরে কবিতার মত দন্ত বিষবিহীন সাপ, যারা কামড় দেবে না, ফোঁস-ফাঁস শব্দ পর্যন্ত করবে না। আর সেই সুযোগ বাংলাদেশকে লুটেপুটে খাবে বিদেশী শত্রুরা। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে বিদেশী শত্রুদের সেই বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করে চলছে শিক্ষামন্ত্রী নাহিদ। ছিঃ নাহিদ, ছিঃ।

    ========================================
    আমার ফেসবুকের মূল পেইজ- Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5)
    পেইজ কোড- 249163178818686
    -----------------------------------------------------------------------
    আমার ফেসবুকের ব্যাকআপ পেইজNoyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
    -----------------------------------------------------------------------

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728