Header Ads

ad728
  • Breaking News

    আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার খবর

    “রাষ্ট্রধর্ম ইসলাম বাদ যাচ্ছে”.... এ খবর শুনে অনেকেই বলেছেন--
    “কেউ তো এই খবর প্রচার করছে না। আপনি এ খবর কোথায় পেলেন ? বাংলাদেশের মিডিয়াতেও তো এ খবর আসছে না। নিশ্চয়ই খবরটা ভুয়া।”
    যারা এ ধরনের কথা বলছেন, তাদের জন্য বলছি- সারা দিন ব্যস্ত আছেন ক্রিকেট খেলা নিয়ে, ইসলাম বাদ দেওয়ার খবর শুনবেন কোথা থেকে ? সারা বিশ্ব জেনে গেলো আগামী ২৭ তারিখ বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ হচ্ছে, আর আপনি না জানলে দোষটা কার ? আমার ??
    আসুন জেনে নেই-
    আগামী ২৭ তারিখ হাইকোর্টে একটি রিট শুনানীর মাধ্যমে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়া হতে যাচ্ছে, এ ধরনের খবর কোন কোন আন্তর্জাতিক মিডিয়ায় এসেছে-
    ১) রয়টার্সের খবর:
    After 28 years, Bangladesh revives case to drop Islam as state religion
    অর্থ: ২৮ বছর পর, রাষ্ট্রধর্ম ইসলাম অপসারণের মামলা পুনরত্থিত করেছে বাংলাদেশ
    (link-http://goo.gl/NzpDE4)
    ২) ডেইলি মেইলের খবর:
    Supreme Court is considering dropping Islam as country's state religion
    অর্থ: রাষ্ট্রধর্ম ইসলামকে অপসারণের কথা বিবেচনা করছে সুপ্রিম কোর্ট
    (link-http://goo.gl/mF0qk6)
    ৩) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর:
    Threats as Bangladesh mulls scrapping Islam as state religion
    অর্থ: বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেওয়ার কথায় হুমকি
    (link-http://goo.gl/ymHXGI)
    ৪) এনডিটিভির খবর:
    Threats As Bangladesh Mulls Scrapping Islam As State Religion
    বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেওয়ার কথায় হুমকি
    (link-http://goo.gl/Pb8rbV)
    ৫) ডেইলি মিররের খবর: Bangladesh considers to abandon Islam as state religion
    অর্থ: রাষ্ট্রধর্ম ইসলাম বর্জনের কথা চিন্তা করছে বাংলাদেশ
    (link- http://goo.gl/h5T9Gb)
    ৬) টাইমস অব ইন্ডিয়ার খবর:
    Bangladesh may drop Islam as country's official religion following attacks on minorities
    অর্থ: সংখ্যালঘু নির্যাতনের জের ধরে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলামকে অপসারণ করা হতে পারে
    (link- http://goo.gl/t6t7Us)
    ৭) ডন’র খবর:
    Bangladesh court to hear petition challenging Islam as state religion
    অর্থ: রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করা পিটিশন শুনবে বাংলাদেশ আদালত
    (link-http://goo.gl/AGnvUE)
    তাই আপনাদের বলছি, চোখ খুলুম, ঘুম ভাঙ্গুন। অযথা বিষয়টি নিয়ে হেলাফেলা করবেন না। আপনি নিজেও বূঝতেছেন না, যদি একবার রাষ্ট্রধর্ম বাদ দেওয়া হয়, তবে তার ভবিষ্যত পরিণতি আপনার জন্য কত কঠিন হতে পারে। তাই সময় থাকতে জেগে উঠুন, একবার আইন হয়ে গেলে পরে হাজারো চিৎকার করে কিন্তু কোনই লাভ হবে না।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728