Header Ads

ad728
  • Breaking News

    বাংলাদেশে রাষ্ট্রধর্ম থাকা না থাকা যাদের উপর নির্ভর করছে

    আগামী ২৭ মার্চ সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেওয়ার চূড়ান্ত রায়। এ দিন তিন বিচারপতি---- বিচারপতি নাইমা হায়দার (নেতৃত্ব), বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামাল রায় দেবে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না। (http://goo.gl/k06cZm)

    আমি একটি কথা বলতে চাই- রাষ্ট্রধর্ম ইসলাম শুধু এই তিন বিচারপতি পালন করে না, বাংলাদেশের ১৫ কোটি মুসলমান পালন করে। তাই মনগড়াভাবে ১৫টা ইসলামবিদ্বেষীর দায়ের করা রিটের প্রেক্ষিতে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেওয়ার অধিকার তাদের নেই।

    যেহেতু বাংলাদেশের ৯৫% জনসংখ্যার ধর্ম হচ্ছে ইসলাম, তাই সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ধর্ম ‘ইসলাম’-ই রাষ্ট্রধর্ম হিসেবে রাখা ন্যায়সঙ্গত। তাই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতির দিকে তাকিয়ে আগামী ২৭ই মার্চ তিন বিচারপতি রায় দেবেন বলেই বাংলাদেশের মুসলমানরা আশা করছে।
    http://bangla.bdnews24.com/bangladesh/article1112128.bdnews

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728