বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে আর মাত্র ২ দিন বাকি
বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে আর মাত্র ২ দিন বাকি। তবে বাংলাদেশের মানুষ এখনও বিষয়টি নিয়ে কতটুকু সচেতন তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। (http://goo.gl/fg7KdI)
অনেককে দেখলাম- তনু হত্যা ও ধর্ষণ নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, আশঙ্কা প্রকাশ করছে। এটাই স্বাভাবিক। কিন্তু যারা আজকে তনু হত্যাকাণ্ড নিয়ে আবেগ প্রকাশ করছে, তারা কি জানে, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল হলে তনু হত্যাকাণ্ডের চেয়ে পরিস্থিতি আরো কত ভয়াবহ হতে পারে ?
মূলতঃ রাষ্ট্রধর্ম বাতিল করার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে কাশ্মিরের ভাগ্যের দিকে। ভারতীয় কাশ্মীরের অনেক মুসলিম নারী আছে, কিন্তু তাদের কতজনের কুমারিত্ব আছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ। কারণ প্রতিটি কাশ্মীরি নারীকে টার্গেট করে ভারতীয় হিন্দু সেনারা ব্যারাকে নিয়ে যায়, হরণ করে তাদের সম্ভ্রম। (http://goo.gl/GcQHN2)
তাই আজকে যারা তনু হত্যাকাণ্ড ও ধর্ষণ নিয়ে প্রতিবাদ তুলছেন, তাদের উচিত আগে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের বিষয় নিয়ে আরো জোর দাবি তোলা, কারণ রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল হলে বাংলাদেশের মুসলিম নারীদের জন্য আরো অনেক কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে, তখন হয়ত খুব সহজেই মুসলিম নারীদের ঘর থেকে তুলে নিয়ে যাবে হিন্দুত্ববাদীরা।
তাই মুসলিম ফেসবুকারদের উচিত, ইস্যু না ঘুরিয়ে নিদ্দির্ষ্ট ইস্যু দিকে দৃষ্টি মনোনিবেশ করা। বিশেষ করে তনু হত্যাকাণ্ড ইস্যুটি যারা (বিশেষ করে নাস্তিকরা) ছড়াচ্ছে তারা কিন্তু ঐ দলের সদস্য, যারা চায়- রাষ্ট্রধর্ম ইসলাম বহাল না থাকুক। এরা ভিন্ন ইস্যু সৃষ্টি করে মুসলিমদের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করবে, আর সেই সুযোগে রাষ্ট্রধর্ম বাতিল করার ষড়যন্ত্র বাস্তবায়ন হবে।
পাশাপাশি, নাস্তিকদের তনু ধর্ষণের বিচারের থেকে বেশি গুরুত্বপাচ্ছে তার কথিত হিজাবের দিকে। তারা বলছে- হিজাব কেন ধর্ষণ আটকাতে পারলো না। তারমানে ধর্ষণে পোষাকের কোন গুরুত্ব নেই। কিন্তু বেকুবগুলো জানেই না- ব্যতিক্রম কোন দলিল নয়। যদি ধর্ষণে পোষাকের গুরুত্ব নাই থাকতো, তবে ধর্ষণে শীর্ষ ১০ রাষ্ট্রের মধ্যে কেন কোন মুসলিম দেশ নেই ? সবগুলো কেন অমুসলিম দেশ (http://goo.gl/UJSTwB)। এর দ্বারা প্রমাণ হয় ইসলামী পোষাক অবশ্যই ধর্ষণ রোধ করে। তবে দুঃখজনক হলে এটাও মানতে হবে, যারা ইসলাম ধর্ম পুরোপুরি মানেন, তাদের দৃষ্টিতে তনুর মাথায় ঝুলানো এক টুকরো কাপড় কখনই হিজাব বা পর্দা বহন করে না। আমার জানা মতে, ইসলামে পর্দা প্রথা বলতে আরো অনেক কিছু বোঝায়, সেটা তনু পুরোপুরি মানতো না। তাই কোনটার উদ্দেশ্য কি সেটার অন্তর্নিহিত বিষয়বস্তু আগে অনুধাবন করা উচিত।
সবাইকে ধন্যবাদ।
No comments