Header Ads

ad728
  • Breaking News

    শিক্ষানীতিকে হিন্দুত্ববাদ প্রবেশের বিরুদ্ধে বিক্ষোভের ডাক হেফাজতের

    আগামী শুক্রবার শিক্ষানীতিকে হিন্দুত্ববাদ প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। তারা শিক্ষানীতিকে ইসলামীকীকরণের দাবি জানিয়েছেন। খুব ভালো কথা। কিন্তু শিক্ষানীতিকে ইসলামীকীকরণ করবেন কোন উপায়ে ? যখন শিক্ষা সেক্টরের প্রতি পদে পদে বসে আসে আছে হিন্দু ও নাস্তিক ? (শিক্ষা সেক্টরে হিন্দু-http://goo.gl/Awsp2w)
    শিক্ষামন্ত্রী বামপন্থী নুরুল ইসলাম নাহিদ থেকে শুরু করে শিক্ষা সেক্টরে অজস্র হিন্দু থাকলে কখনই শিক্ষানীতি ইসলামবান্ধব হবে না, বরং ইসলামবিরোধী নাস্তিক্যপন্থী ও হিন্দুয়ানী-ই হবে। তাই শিক্ষা সেক্টর থেকে সকল হিন্দু ও নাস্তিককে অপরসারণও সময়ের দাবি।
    একই সাথে ২০১১ সালে বাংলাদেশের সংবিধান থেকে ‘আল্লাহ’র উপর আস্থা ও বিশ্বাস’ তুলে নেওয়ার পর থেকে বাংলাদেশে ইসলাম বিরোধীদের রাজত্ব শুরু হয়েছে। তাই সংবিধানে পুনরায় ‘আল্লাহ’র উপর আস্থা ও বিশ্বাস’ আনা জরুরী। তাই এ বিষয়েও জোর দাবি তোলার দিকে দৃষ্টিপাত করা উচিত।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728