Header Ads

ad728
  • Breaking News

    কলকাতাতে ফ্লাইওভার ধসে পরা এবং বাংলাদেশের ভয়

    গতকাল কলকাতাতে ধসে পড়েছে একটি ফ্লাইওভার। আপাতত বলা হচ্ছে মারা গেছে ২২ জন, এবং আটক শতাধিক। কিন্তু আটকে যাওয়ারা এত ভারি ফ্লাইওভারের নিচে চাপা পড়ে বেচে নেই, এটা নিশ্চিত। (http://goo.gl/Aw4muO)
    এখন আমার মনে হয়, ভারতে যেভাবে ফ্লাইওভার মানুষের মাথার উপর ভেঙ্গে পড়লো তাতে বাংলাদেশের মানুষেরও ভয়ের কারণ আছে। কারণ বাংলাদেশেরও অনেক ফ্লাইওভার-সেতুসহ বিভিন্ন স্থাপনা বানাচ্ছে ও বানিয়েছে ভারত। যেমন-
    ১) যাত্রাবাড়ী ফ্লাইওভার বানিয়েছে ভারতীয় কোম্পানি সিমপেক্স ইনফ্রাস্ট্রাচার
    (http://goo.gl/lKKvGn)
    ২) দ্বিতীয় ভৈরব সেতু বানাচ্ছে ভারতীয় কোম্পানি ইরকন ও এফকন্স। (http://goo.gl/KbXQjD)
    ৩) দ্বিতীয় তিতাস রেলসেতু বানানো হচ্ছে ভারতীয় কোম্পনি গ্যানোন ও এফএলসিএলকে দিয়ে। (http://goo.gl/KbXQjD)
    ৪) বাংলাদেশ নৌ টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিচ্ছে ভারত। (http://goo.gl/V9I6rE)
    ৫) খুলনার রূপসা নদীর উপর রেলওয়ে সেতু নির্মাণ করবে ভারতীয় প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড তুবরো |(http://goo.gl/k27SWD)
    ভারত যদি নিজ দেশের ফ্লাইওভার-সেতু না রাখতে পারে, তবে বাংলাদেশেরগুলো টিকে থাকা নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়। তাই বাংলাদেশের এ সব কাজ ভারতীয় কোম্পানি না দেওয়াই ভালো।
    ছবি: কলকাতায় ভেঙ্গে পড়া ফ্লাইওভার।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728