Header Ads

ad728
  • Breaking News

    অগোছালো স্ট্যাটাস

    ভারতীয় মন্ত্রী এমপিরা প্রায় বলে, ভারতীয় মুসলমানরা হিন্দুত্ববাদী সংস্কৃতি গ্রহণ করতে না পারলে পাকিস্তান চলে যাক।
    এই কথা কিছুদিন আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বলেছিলো। বলেছিলো- মুসলমানদের উচিত ব্রিটিশ (খ্রিস্টান) সংষ্কৃতি মানা, নয়ত তারা ব্রিটেন থাকবে কিভাবে ?
    একই কথা বলেছিলো জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলেও। সেও বলেছিলো মুসলমানদের জার্মানি থাকতে হলে জার্মানির খ্রিস্টান সংস্কৃতি মানতে হবে।
    আসলে এটা সব দেশেই চলে। সব দেশ ভাব ধরে তারা খুব সেক্যুলার। আসলে সেুক্যলার বলে কিছু নেই। সব হচ্ছে সাম্প্রদায়িকতার হাড়ি। মার্কিন সরকার তার সকল মুসলিম নাগরিকের উপর সর্বদা নজরদারি করে, দাবি করে- মুসলমানরা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে পারে। অথচ দেশটিতে প্রতিদিন শতাধিক লোক নিজেদের মধ্যে গোলাগুলি করে মারা যায়, সেটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড চোখে দেখে না মার্কিন সরকার।
    দুনিয়াটা আসলে এমন, কে কাকে চাপ দিয়ে খেতে পারে। শুধু ব্যতিক্রম মুসলমানরা। মুসলমানদের মাথায় কাঠাল ভেঙ্গে সবাই খায়, আর মুসলমানরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। এই যেমন আজকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মারা গেছে, কোন দলিল নাই প্রমাণ নাই, রাজশাহী পুলিশ প্রধান দাবি করে বসলো- মুসলিম সন্ত্রাসীরাই নাকি ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশে প্রতিদিন অসংখ্য মানুষ নানান কায়দায় খুন হচ্ছে, কিন্তু এই খুনের দায় মুসলমানদের ঘাড়ে চাপিয়ে পুলিশ প্রধান কি বুঝাতে চাইলেন ?
    আমি প্রায় দেখি, নাস্তিক ও হিন্দুরা ফেসবুক স্ট্যাটাস দেয়, বাংলাদেশের মুসলমানদের যদি এত ইসলাম প্রয়োজন হয়-তবে তারা যেন পাকিস্তান চলে যায়। অথচ বাংলাদেশে সকল হিন্দু ও নাস্তিক মিলে জনসংখ্যা ১ কোটি হবে না। বাকি ১৫ কোটি মুসলমানকের তারা হুমকি দিচ্ছে পাকিস্তান চলে যেতে। অথচ উচিত ছিলো মুসলমানদের উল্টো বলা- বাংলাদেশের ইসলাম যদি নাস্তিক ও হিন্দুদের পছন্দ না হয় তবে তারা যেন রাশিয়া-ভারত চলে যায়।
    কয়েকদিন আগে দেখলাম, অমি পিয়াল স্ট্যাটাস দিয়েছে- পাঠ্যপুস্তকে হিন্দুত্ববাদ খুজে পেয়েছে হেফাজত। স্ট্যাটাসের শেষে লিখেছে বঙ্গবন্ধুর চেতনা থেকে বাংলাদেশে দূরে সরে যাচ্ছে। স্ট্যাটাসটি দেখে আমি ভাবলাম- এই যে ইতিহাস বিকৃত করে যাচ্ছে এই সকল চেতনাবাজ লোকরা এটার কবে বিচার হবে ? বঙ্গবন্ধু কি ইসলাম বিরোধী ছিলেন ? বঙ্গবন্ধু ইহুদীদের সাথে যুদ্ধ করতে ৫ হাজার বাংলাদেশী মুসলিম সেনা প্রেরণ করেছিলেন, বর্তমানে কোন সরকার (হোক আওয়ামী কিংবা বিএনপি) এত সাহস করবে ? এটাই যদি হয় বঙ্গবন্ধুর পরিচয়, তবে আর কত বঙ্গবন্ধুকে বেচে খাওয়া হবে শুনি ?
    আজকে ইমরান এইচ সরকারের অনেক গোমর ফাস করছে আওয়ামীপন্থীরা, অথচ গণজাগরণ মঞ্চের সময় তো এদের অনেকেই বলেছিলো- “আমি বঙ্গবন্ধু দেখিনি, দেখেছি ইমরান এইচ সরকার।” আমার কথা হচ্ছে এ সস্তা যায়গায় কেন বঙ্গবন্ধু কিংবা স্বাধীনতাকে বিক্রি করা হচ্ছে ? আগামী প্রজন্মের কাছে তো বঙ্গবন্ধু বা স্বাধীনতা চেতানার কোন মূল্যই থাকবে না।
    আজকের স্ট্যাটাস অগোছালো। কিন্তু মনের ভেতর জমে থাকা ক্ষোভ। তাই একবারে উগড়ে দিলাম। সবাই ভালো থাকবেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728