ভারতে ভয়াবহ দাবানল
ভারতের অবস্থা ভালো নয়। প্রচণ্ড উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়ায় বার বার দাবানলের ঘটনা ঘটছে। গত ৪ মাসে দেশটিতে ২০ হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে। সম্প্রতি ভারতে যে বিশাল আকারের দাবানল শুরু হয়েছে তা মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। খবরে বলা হয়-
ভারতের উত্তরাংশে ভয়াবহ দাবানল অব্যাহত রয়েছে তা মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। দাবানল দেশটির উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জ থেকে শুরু হয়ে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো'র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার জানায়,দাবানলে দাউ দাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের সুবিশাল বনাঞ্চলে অন্তত ২০০টি এলাকা। আর গোটা উত্তর ভারতের প্রায় ১৩০০টি এলাকার বন থেকে বনান্তরে হু হু করে ছড়িয়ে পড়ছে সেই দাবানল। এদিকে, টাইমস অব ইন্ডিয়া ৮টি প্রদেশে দাবানলের অস্তিত্বের কথা স্বীকার করেছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দাবানল শুধু বনাঞ্চলে নয় শিল্পএলাকাসহ বিভিন্ন স্থাপনায়ও ছড়িয়ে পড়েছে।
ভারতের উত্তরাংশে ভয়াবহ দাবানল অব্যাহত রয়েছে তা মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। দাবানল দেশটির উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জ থেকে শুরু হয়ে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো'র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার জানায়,দাবানলে দাউ দাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের সুবিশাল বনাঞ্চলে অন্তত ২০০টি এলাকা। আর গোটা উত্তর ভারতের প্রায় ১৩০০টি এলাকার বন থেকে বনান্তরে হু হু করে ছড়িয়ে পড়ছে সেই দাবানল। এদিকে, টাইমস অব ইন্ডিয়া ৮টি প্রদেশে দাবানলের অস্তিত্বের কথা স্বীকার করেছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দাবানল শুধু বনাঞ্চলে নয় শিল্পএলাকাসহ বিভিন্ন স্থাপনায়ও ছড়িয়ে পড়েছে।
মন্তব্য: আমার খুব দাদরির ঘটনা মনে পড়ছে। যেখানে এক মুসলিম বৃদ্ধকে গরুর মাংশ রাখার সন্দেহে ঘর থেকে টেনে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেছিলো হিন্দুরা। নির্যাতিত বৃদ্ধের আত্মচিৎকার সেই দিন সৃষ্টিকর্তা শুনেছিলো কি না কে জানে ?
খবর ও ভিডিও সূত্র:
১) http://goo.gl/0JkM6I
২) https://youtu.be/kqmuZ6bHwaw
৩) http://goo.gl/vOqEwG
৪) http://goo.gl/4Pdov7
৫) http://goo.gl/RCHLmF
১) http://goo.gl/0JkM6I
২) https://youtu.be/kqmuZ6bHwaw
৩) http://goo.gl/vOqEwG
৪) http://goo.gl/4Pdov7
৫) http://goo.gl/RCHLmF
No comments