Header Ads

ad728
  • Breaking News

    ইসলামবিদ্বেষী শিক্ষকের পক্ষে নাস্তিক শিক্ষামন্ত্রী ও মাহবুবুল আলম হানিফ

    আচ্ছা একজন শিক্ষককে তো সম্মান দেওয়া উচিত কিন্তু ঐ শিক্ষকেরও তো উচিত সমস্ত মুসলিম জাতির শিক্ষক হযরত মহানবীকে সম্মান দেওয়া। কিন্তু ঐ শিক্ষক যখন নিজেই মুসলমানদের শেষ নবী ও শিক্ষককে সম্মান দেয়নি। প্রকাশ্যে সবার সামনে বলেছে- “তোদের আল্লাহ-নবী নাপাক তোরা মুসলমানরাও নাপাক।” (http://goo.gl/DS3zci) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ খ ম নুরুল আলম ছাত্রদের সাথে কথা বলে এই কটূক্তিরও সত্যতা পেয়েছে। (http://goo.gl/90wDLA) যে ব্যক্তি একটি জাতির ধর্মীয় অনূভূতিকে সম্মান জানাতে পারে না, মুসলমানদের আল্লাহ-নবীকে নিয়ে গালাগাল দেয় তার তো শিক্ষক হওয়ারই যোগ্যতা নাই। কানে ধরা উঠবস করাই তো উত্তম প্রাপ্য। নাস্তিক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও মাহবুবুল আলম হানিফ ঐ ধর্মঅবমাননাকারীর পক্ষ নিয়ে নিজেরাও ধর্মঅবমাননাকারী হয়ে গেছে, হানিফ তো একধাপ এগিয়ে বিবেকহীনের মত বলেছে- ঐ ধর্ম অবমাননকারী কথিত শিক্ষকের কাছে ক্ষমা চাইতে, ছিঃ।(https://youtu.be/_Oih4Er-cK8) নাস্তিক শিক্ষামন্ত্রী নাহিদ ও মাহবুবুল আলম হানিফের এ অপকর্মের জন্য অবশ্যই আইনত শাস্তি হওয়া উচিত।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728