মৌলভীবাজার জেলায় ইপিআই পদে ১০০% হিন্দু নিয়োগ
প্রচার করা হচ্ছে- বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নাকি চরমভাবে নির্যাতিত হচ্ছে।
অথচ সরকারি চাকুরীতে দেখুন- প্রধান বিচারক এসকে সিনহার মৌলভীবাজার জেলায় ইপিআই পদে ৪ জন নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে ৪ জনই হিন্দু ! নাম-
১) বিদ্যুৎ কান্তি দেবনাথ
২) অনিক প্রসাদ কৈরী
৩) রুবেল বৈদ্য
৪) প্রীতম কান্তি দে
শতকরা হিসেবে সংখ্যালঘু হিন্দু নিয়োগ ১০০%
শতকরা হিসেবে সংখ্যাগুরু মুসলিম নিয়োগ ০.০০%
এই হচ্ছে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের বাস্তব নমুনা।
যদিও অসংখ্য মুসলিম যুবক বেকার হয়ে রাস্তায় জুতার তলা ক্ষয় করছে,
তবুও চাকুরীগুলো মুসলমানদের থেকে কেড়ে নিয়ে হিন্দুদের-ই দিতে হবে।
বাস্তবতা-
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা রাজার হালে থেকে সারাদিন হা-হুতাশ করে,
আর সংখ্যাগুরু মুসলিমরা নির্যাতিত হয়ে উল্টো নিপীড়কের তকমা নিয়ে ঘুরে।
দাদা, আপনার সাইটের হাল এত শোচনীয় কেন?
ReplyDelete