সাইন্সে না পড়েও বিজ্ঞান মনস্ক হওয়া একজনের গল্প
সুপ্রীতি আপু,
কেমন আছেন ? আশা করি ভালো আছেন। আপনার ও আপনার ওয়েম্যান চ্যাটের কথা আমার খুব ভালো লাগে। যাই হোক, আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘আনন্যাচারাল সেক্স’ বলায় আপনি কমেন্ট করেছেন- “ভাই, কেউ আমারে এক বালতি পানি দেন, মাথায় ঢালি......এই লোকটারে কেউ একটু বিজ্ঞান শেখাবেন আপা/ভাইয়ারা।” (https://goo.gl/AbfMx6)
কেমন আছেন ? আশা করি ভালো আছেন। আপনার ও আপনার ওয়েম্যান চ্যাটের কথা আমার খুব ভালো লাগে। যাই হোক, আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘আনন্যাচারাল সেক্স’ বলায় আপনি কমেন্ট করেছেন- “ভাই, কেউ আমারে এক বালতি পানি দেন, মাথায় ঢালি......এই লোকটারে কেউ একটু বিজ্ঞান শেখাবেন আপা/ভাইয়ারা।” (https://goo.gl/AbfMx6)
আসলে আপু, আমি নিজেও বিজ্ঞানের ছাত্র। তবে সাইন্সে পড়া বিজ্ঞানের ছাত্র, আর্টস এ পড়া বিজ্ঞানের ছাত্র নই। সমকামীতা ‘আনন্যাচারাল সেক্স’ এটা দুনিয়ার সবাই জানে। স্বরাষ্ট্রমন্ত্রী সেই সত্য কথাটাই বলেছেন। তবে কিছু কিছু লোক, যারা বিজ্ঞানের নামে মিথ্যা কথা লিখে মানুষকে ধোকা দেয়, তারা সমকামীতাকে প্রকৃতশুদ্ধ সেক্স বলে দাবি করে। এই যেমন- অভিজিৎ রায়। সে মানুষকে ধোকা দিতো বিজ্ঞানের কথা বলে। সে বই লিখছিলো- ‘‘সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান” । কিন্তু বইয়ের তথ্যগুলো যে পুরোটাই ধোকাবাজি সেটা অনেকেই বুঝতে পেরেছেন। অভিজিতের গোমর সেই সময় ফাঁস করে দিয়েছিলো ঐ মুত্রমনা কমিউনিটিরই সদস্য ডাক্তার মুশফিক ইমতিয়াজ চৌধুরী। ডাক্তার মুশফিক ইমতিয়াজ ‘সমকামীতা বৈজ্ঞানিক’ অভিজিতের এমন ভ্রান্ত যুক্তি খণ্ডন করে সামু ব্লগে ব্লগ লিখেছিলেন। লেখার শুরুতেই তিনি বলেছিলেন-
“অজয় রায় পুত্র অভিজিৎ রায় সমকাম এবং সমকামীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিজ্ঞানময় কিতাব (!) লিখেছেন বলে দাবী করে আসছেন । এই মহাকিতাবের নাম – ““সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান” , সমকামিতার পক্ষ নিতে যেয়ে অজস্র মিথ্যে বলেছেন অভিজিৎ রায়, বৈজ্ঞানিক অনুসন্ধানের দাবী করে বইটির মধ্যে জুড়ে দিয়েছেন চরম অবৈজ্ঞানিক তথ্য যা অধুনা চিকিৎসাবিজ্ঞান সমর্থন করেনা, সেগুলো নিয়েই আমার এই পোস্টের অবতারনা । ” পুরো লেখা পাবেন- http://archive.is/pnRVK
“অজয় রায় পুত্র অভিজিৎ রায় সমকাম এবং সমকামীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিজ্ঞানময় কিতাব (!) লিখেছেন বলে দাবী করে আসছেন । এই মহাকিতাবের নাম – ““সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান” , সমকামিতার পক্ষ নিতে যেয়ে অজস্র মিথ্যে বলেছেন অভিজিৎ রায়, বৈজ্ঞানিক অনুসন্ধানের দাবী করে বইটির মধ্যে জুড়ে দিয়েছেন চরম অবৈজ্ঞানিক তথ্য যা অধুনা চিকিৎসাবিজ্ঞান সমর্থন করেনা, সেগুলো নিয়েই আমার এই পোস্টের অবতারনা । ” পুরো লেখা পাবেন- http://archive.is/pnRVK
তাই সুপ্রীতি আপুকে বলছি, বার বার কেন ভুয়া জিনিস নিয়ে আসেন। পারলে ভালো জিনিস নিয়ে আসেন। এর আগেও পূর্ণিমা ধর্ষণ ঘটনা নিয়ে এসেছেন। আমি যখন বললাম ও দলিল দিলাম (https://youtu.be/tt7DZrZIVmU), পূর্নিমা টাকার বিনিময়ে ধর্ষণ নাটক সাজিয়েছে এবং ৭ জন মুসলমানকে জেল খাটাচ্ছে, তখন তো বাধ্য হয়ে ঠিকই পোস্ট সরিয়ে নিয়েছিলেন।
তাই আপু, দয়া করে এই পোস্ট খানাও সরিয়ে নিয়েন। নয়ত বিজ্ঞানময় সমকামীতার ব্যাখ্যা আপনাকে দিতে হবে। আর যদি ব্যাখা না দিতে পারেন, তবে আপনি যে বুয়েটে আর্টস এ পড়া বিজ্ঞানী সেটাই প্রমাণ হবে কিন্তু।
ধন্যবাদ।
No comments