Header Ads

ad728
  • Breaking News

    বাংলাদেশকে নিয়ে জাপান টাইমসের ব্যঙ্গচিত্র

    আজকে বাংলাদেশ নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্গন করেছে জাপানের একটি পত্রিকা। ব্যঙ্গচিত্রে দেখানো হচ্ছে বাংলাদেশ বন্যায় ভেসে যাচ্ছে। কিন্তু বাধ দিয়ে বন্যা থামাবার দিকে তাকাচ্ছে না কেউ। বাংলাদেশের মুসলমানরা ব্যস্ত নাস্তিক কোপাতে। (http://goo.gl/CmCjJF)
    জাপানের এ ধরনের ব্যঙ্গচিত্র দেখে আমি কতক্ষণ হেসেছি। বেচারারা বাংলাদেশকে সেই আগেকার বাংলাদেশ ভাবে। কিন্তু পরিস্থিতি যে কত পাল্টে গেছে তা বোধহয় তারা জানেই না। ব্যঙ্গচিত্রে দেখানো হচ্ছে বাংলাদেশে বন্যা হচ্ছে। অথচ বাস্তবতা কিন্তু তা নয়। বাংলাদেশের পরিবেশগত অবস্থা এতটাই ভালো যে, ১৯৯৮ সালের পর বাংলাদেশে আর কোন বড় বন্যা হয়নি।
    অথচ জাপানের অবস্থা দেখুন। তারা এত বাধ দিয়ে কি লাভ হয়েছে ?
    এই তো গত ৭ মাস আগেও জাপানে ভয়াবহ বন্যা হয়েছে। সেই বন্যায় ভেসে গৃহহীন হয় প্রায় ২৮ লক্ষ লোক (http://goo.gl/Jtme4g)। বন্যার ভয়াবহতা ভিডিওতে দেখুন (https://youtu.be/BSq3DnBFriIhttp://goo.gl/Ts4ry9), বাড়িঘর-গাছপালা সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ এ রকম মারাত্মক বন্যা কখন দেখেছে বলে মনে হয় না।
    শুধু কি বন্যা ? ২০১১ সালে ধ্বংসাত্মক ভূমিকম্প ও সুনামির কথা মনে আছে সবার? কি পরিমাণ ধ্বংসযজ্ঞ নাই ঘটেছে জাপানে। বড় বড় বাড়িগুলো পর্যন্ত মাটি থেকে উপড়ে নিয়ে গেছে সুনামীর ঢেউ। ঠিক কত লোক মারা গেছে তার কোন হিসেব নেই জাপানের কাছে। জাপান যদি এতই উন্নত হয়, তবে বাধ দিয়ে কেন থামাতে পারলো না সেই ধ্বংসাত্মক সুনামি ??
    (সুনামীর ভিডিও- https://youtu.be/3xKMFzKOIfQ)
    ২০১১ সালের জাপানের ৯.০ মাত্রার ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিলো যে ঐ ভূমিকম্প জাপানের হনশু দ্বীপকে তার মূল ভূমি থেকে ২.৪ মিটার সরিয়ে দেয় এবং গোটা পৃথিবীকে তার নিজ অক্ষ থেকে ১০ সেন্টিমিটার সরিয়ে ফেলে (http://goo.gl/6TK1Pe)। শুধু তাই নয়, ভূমিকম্পের পর ২ বছরের মধ্যে ঐ ভূমিকম্পের জেরে দেশটিতে আরো সাড়ে ৯ হাজার ভূমিকম্প (আফটার শক) হয় (http://goo.gl/SDUUoQ)। জাপানের কাছে যখন এতই উন্নতি প্রযুক্তি আছে, তবে কেন ঠেকাতে পারলো না কেন সেই ভূমিকম্পগুলো ?
    শুধু কি ভূমিকম্প ? ২০১১ সালে ভূমিকম্পের ফলে ফুকুশিমা অঞ্চলে যে পরমাণু বিপর্যয় দেখা দেয় তার ভয়াবহতা কতটুকু ? খবরগুলো দেখুন-
    ১) জাপানে বিপজ্জনক মাত্রায় তেজষ্ক্রিয়তা (http://goo.gl/gbNZEZ)
    ২) ফুকুশিমার তেজষ্ক্রিয়তা সরাসরি মিশে যাচ্ছে সমুদ্রে (http://goo.gl/NRwUTm)
    ৩) জাপানে মাতৃদুগ্ধে তেজষ্ক্রিয়তা (https://goo.gl/4UvCcM)
    ৪) অনিশ্চয়তার মুখে জাপান প্রত্যাগতরা (http://goo.gl/i0xIUH)
    ৫) ফুকুশিমা : নজিরবিহীন বৈশ্বিক হুমকি (http://goo.gl/UqJsSE)
    ৬) ফুকুশিমা বিস্ফোরণ চেরনোবিলের চেয়েও ভয়াবহ (http://goo.gl/IzvM31)
    ২০১১ সালে সুনামীর পর আজও সোজা হয়ে দাড়াতে পারেনি জাপানের অর্থনীতি। বর্তমানে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে দেশটির অর্থনীতি ( http://goo.gl/srqxGU)।
    আমার মনে হয়-
    শুধু বাধ দিলেই যে প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো যায় না, জাপানের তা বাংলাদেশের থেকে ভালো জানার কথা। এই তো গত ৩ সপ্তাহ আগে জাপানে যে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো তাতে প্রায় ১০০০ হাজার বাড়ি ধ্বংস হয়ে যায় (http://goo.gl/VhH4PG)। মাত্র ২ সেকেন্ডে অদৃশ্য হয়ে যায় ২০০ মিটার বিশাল সেতু (http://goo.gl/iFGZ6Y)।
    আমি জানি, অনেকে হয়ত বলবে, “ভাই আপনি জাপানের বদনাম করেন কেন ? জাপান তো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, তারা বাংলাদেশকে অনেক সাহায্য দেয়।”
    আমি বলবো- “সাহায্য দেয় না, সুদে ঋণ দেয়। তাও প্রোডাকটিভ কোন খাতে দেয় না, দেয় নন প্রোডাকটিভ খাতে। রাস্তাঘাট বানাতে দেয়। বছর শেষে সুদ হিসেবে বাংলাদেশের বাজেট থেকে মোটা টাকা তুলে নিয়ে যায় (প্রতিবছর বাংলাদেশের বাজেটের এক-চতুর্থাংশ শুধু বিদেশী ঋণের সুদ দিতে হয়, আসল নয়)। তবে সেই ঋণ দেওয়ার ফায়দাও তুলে নেয় জাপান। বাংলাদেশের রাস্তায় তাদের এক চেটিয়ে গাড়ি চলে। বাংলাদেশের রাস্তায় টয়োটা গাড়ি সয়লাব হয়। এই সব ঋণ নেয় বলে বাংলাদেশের কোন সরকারই দেশীয় গাড়ি শিল্পকেে দাড়াতে দেয় না। কারণ দেশীয় গাড়ি শিল্পকে সুযোগ দিলে বিদেশী ঋণ বন্ধ হয়ে যাবে, তাই।
    যাই হোক, লেখা আর লম্বা করবো না। শুধু এতটুকু বলবো- বাংলাদেশ নিয়ে ব্যঙ্গচিত্র করার আগে জাপানের উচিত ছিলো নিজেকে নিয়ে চিন্তা করা। জাপানের মনে রাখা উচিত, বাধ-ফাদ আর প্রযুক্তি দিয়ে প্রাকৃতিক দুর্যোগ কখনই ঠেকানো যায় না, তবে যিনি প্রাকৃতিক দুর্যোগ দেন, কেবল তিনি চাইলেই প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা সম্ভব । এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর আর কোন পথ নেই।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728