Header Ads

ad728
  • Breaking News

    ১৮ বছর নিচে কুরবানী দিতে নিষেধাজ্ঞা

    নাস্তিকদের একটি প্রচারণা হচ্ছে- “কোমলমতি শিশুদের কোরবানীর দৃশ্য থেকে দূরে রাখুন। কারণ কোরবানীর দৃশ্য তাদের কোমল মনে আঘাত করতে পারে। এমনকি কোরবানীর দৃশ্য তার মনের মধ্যে জঙ্গীবাদ সৃষ্টি করতে পারে।” গতকালকে বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক নাস্তিকদের সেই প্রচারণার পক্ষে বলেছে। সচিব আব্দুল মালেক বলেছে- “এবার কুরবানির ঈদ অর্থাৎ ঈদ-উল-আযহার সময় ১৮ বছর বয়স হয়নি এমন কেউ পশু জবাই করতে পারবেনা।” সে আরেf বলে- “নির্দেশনাটি আগে থেকেই দেয়া থাকলেও এবার ঈদে এটি কঠোরভাবে প্রয়োগ করা হবে।” (খবরের সূত্র- http://goo.gl/aiuhY4) কি বুঝলেন- মুসলমানদের উপর নাস্তিকদের মিথ্যা প্রচারণা আইন রূপে চাপিয়ে দিচ্ছে সরকার। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে- ভাবতে ভালই লাগে। বি: দ্র: কোরবানী একটি ধর্মীয় অনুসঙ্গ এবং ইসলাম ধর্মের নিয়মে পশু জবাইয়ে ১৮ বছরের কোন ধরাবাধা নেই।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728